ETV Bharat / city

Malda Incident: গরু পাচারকারীদের বিরুদ্ধে সাক্ষী, আক্রান্ত প্রতিবাদী - cattle smuggling

গরুপাচারকারীদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে আক্রান্ত প্রতিবাদী (Protester Attack for Testifying Against Cattle Smuggling) ৷ বাবাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলেও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 2, 2022, 1:41 PM IST

Updated : Sep 2, 2022, 3:34 PM IST

মালদা, 02 সেপ্টেম্বর: গরু পাচারকারীদের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে আক্রন্ত প্রতিবাদী (cattle smuggling)৷ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নুরুল ইসলাম সরকার ৷ যদিও আক্রান্তের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি থানায় ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদায় ৷

অভিযোগ, গ্রামের কিছু বাসিন্দা গরু পাচারে সঙ্গে যুক্ত এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়েছিল থানায় ৷ তদন্তের স্বার্থে পুলিশ সাক্ষী গ্রহণ করতে আসেন গ্রামে ৷ তবে গ্রামে পুলিশ আসার খরব পেয়েই সেখান থেকে পালিয়ে যায় পাচারকারীরা ৷ পুলিশ সাক্ষী গ্রহণ করতে গেলেও পাচারকারীর ভয়ে কোনও গ্রামবাসী এগিয়ে আসেননি, একমাত্র বছর ছাপান্নর নুরুল ইসলাম সরকার ছাড়া ৷ তিনি সাক্ষী দেন গরু পাচারকারীদের বিরুদ্ধে ৷ এরপরেই তাঁর উপর চাড়াও হন পাচারকারীরা ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ছেলেও ৷

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে এবার কি অনুব্রতকে হেফাজতে নেবে ইডি

নুরুলের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পাচারকারীরা তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন ৷ তাঁদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় ৷ আহত দু’জনকেই তড়িঘড়ি স্থানীয় বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেলেকে ছেড়ে দেওয়া হলেও নুরুলের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷

আহত নুরুল ইসলাম সরকার বলেন, “আমাদের গ্রামের জামিরুল ইসলাম, জইফুল ইসলাম, নুরুল শেখ-সহ বেশ কয়েকজন গরু পাচার করে ৷ এরা একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত ৷ এনিয়ে পুলিশ গ্রামে তদন্তে এসেছিল ৷ আমি পুলিশের কাছে সাক্ষী দিয়েছিলাম ৷ তার জন্য ওরা আমার বাড়িতে ঢুকে হাঁসুয়া দিয়ে আমাকে কোপায় ৷”

মালদা, 02 সেপ্টেম্বর: গরু পাচারকারীদের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে আক্রন্ত প্রতিবাদী (cattle smuggling)৷ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নুরুল ইসলাম সরকার ৷ যদিও আক্রান্তের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি থানায় ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদায় ৷

অভিযোগ, গ্রামের কিছু বাসিন্দা গরু পাচারে সঙ্গে যুক্ত এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়েছিল থানায় ৷ তদন্তের স্বার্থে পুলিশ সাক্ষী গ্রহণ করতে আসেন গ্রামে ৷ তবে গ্রামে পুলিশ আসার খরব পেয়েই সেখান থেকে পালিয়ে যায় পাচারকারীরা ৷ পুলিশ সাক্ষী গ্রহণ করতে গেলেও পাচারকারীর ভয়ে কোনও গ্রামবাসী এগিয়ে আসেননি, একমাত্র বছর ছাপান্নর নুরুল ইসলাম সরকার ছাড়া ৷ তিনি সাক্ষী দেন গরু পাচারকারীদের বিরুদ্ধে ৷ এরপরেই তাঁর উপর চাড়াও হন পাচারকারীরা ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ছেলেও ৷

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে এবার কি অনুব্রতকে হেফাজতে নেবে ইডি

নুরুলের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পাচারকারীরা তাঁদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন ৷ তাঁদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় ৷ আহত দু’জনকেই তড়িঘড়ি স্থানীয় বামনগোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেলেকে ছেড়ে দেওয়া হলেও নুরুলের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷

আহত নুরুল ইসলাম সরকার বলেন, “আমাদের গ্রামের জামিরুল ইসলাম, জইফুল ইসলাম, নুরুল শেখ-সহ বেশ কয়েকজন গরু পাচার করে ৷ এরা একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত ৷ এনিয়ে পুলিশ গ্রামে তদন্তে এসেছিল ৷ আমি পুলিশের কাছে সাক্ষী দিয়েছিলাম ৷ তার জন্য ওরা আমার বাড়িতে ঢুকে হাঁসুয়া দিয়ে আমাকে কোপায় ৷”

Last Updated : Sep 2, 2022, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.