ETV Bharat / city

মালদায় পুলিশের গাড়ি থেকে পালাল আসামি - escaped from police car in Malda

মালদায় পুলিশের গাড়ি থেকে পালাল বিচারাধীন বন্দী ৷ পলাতক ওই বন্দীর খোঁজে চলছে তল্লাশি ৷

মালদা সংশোধনাগার
author img

By

Published : Aug 12, 2019, 6:28 AM IST

মালদা, 12 অগাস্ট : শারীরিক অসুস্থতার কারণে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিজন সেলে চলছিল চিকিৎসা । চিকিৎসা সেরে সংশোধনাগারে ফেরার পথে পুলিশের গাড়ি থেকে পালাল বিচারাধীন বন্দী । পলাতক ওই আসামির খোঁজে চলছে তল্লাশি ।

নাবিউল শেখ (20) । বাড়ি মালদার কালিয়াচক থানার শেরশাহি এলাকায় । মাদক বিক্রির অভিযোগে তাকে চলতি মাসের 8 তারিখ গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ ৷ মালদা জেলা আদালতের নির্দেশে সংশোধনাগারে পাঠানো হয় নাবিউলকে । সেখানে 10 তারিখ হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে ৷ তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রিজন সেলে চিকিৎসা চলে । গতকাল সকালে নাবিউল ও অপর এক বন্দীকে হাসপাতাল থেকে সংশোধনাগারে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পুলিশ সূত্রে খবর, হাসপাতাল থেকে ফেরার পথে মালদার গৌড় এলাকার কাছে গাড়ি থেকে পালিয়ে যায় নাবিউল । তবে অন্য আসামি পালাতে পারেনি । নাবিউলের খোঁজে ইংরেজবাজার থানার পুলিশ শহরজুড়ে শুরু করেছে তল্লাশি ৷

মালদা, 12 অগাস্ট : শারীরিক অসুস্থতার কারণে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিজন সেলে চলছিল চিকিৎসা । চিকিৎসা সেরে সংশোধনাগারে ফেরার পথে পুলিশের গাড়ি থেকে পালাল বিচারাধীন বন্দী । পলাতক ওই আসামির খোঁজে চলছে তল্লাশি ।

নাবিউল শেখ (20) । বাড়ি মালদার কালিয়াচক থানার শেরশাহি এলাকায় । মাদক বিক্রির অভিযোগে তাকে চলতি মাসের 8 তারিখ গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ ৷ মালদা জেলা আদালতের নির্দেশে সংশোধনাগারে পাঠানো হয় নাবিউলকে । সেখানে 10 তারিখ হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে ৷ তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে প্রিজন সেলে চিকিৎসা চলে । গতকাল সকালে নাবিউল ও অপর এক বন্দীকে হাসপাতাল থেকে সংশোধনাগারে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল ৷ পুলিশ সূত্রে খবর, হাসপাতাল থেকে ফেরার পথে মালদার গৌড় এলাকার কাছে গাড়ি থেকে পালিয়ে যায় নাবিউল । তবে অন্য আসামি পালাতে পারেনি । নাবিউলের খোঁজে ইংরেজবাজার থানার পুলিশ শহরজুড়ে শুরু করেছে তল্লাশি ৷

Intro:মালদা, ১১অগাস্ট: চিকিৎসা করে সংসদ এলাকা নিয়ে যাওয়ার পথে বিচারাধীন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা শহরে। রবিবার দুপুরে মালদা শহরের গৌড় রোড এলাকায় পুলিশের গাড়ি থেকে বিচারাধীন বন্দীর পালিয়ে যায় বলে অভিযোগ।Body:পলাতক বন্দির নাম নাবিউল শেখ। বয়স ২০। বাড়ি কালিয়াচক থানার শেরশাহি এলাকায়। মালদা জেলা সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, গত ৮ আগস্ট বেআইনি মাদক বিক্রির অভিযোগে ইংরেজবাজার থানার পুলিশ নাবিউলকে গ্রেফতার করে। জেলা আদালতের নির্দেশে সংশোধনাগার থেকে বিচার চলছিল নাবিউলের। গতকাল শারীরিক অসুস্থতার কারণে নাবিউলকে মালদা মেডিকেলের প্রিজন সেলে রেখে চিকিৎসা শুরু হয়। আজ সকালে নাবিউল সহ অপর এক বন্দিকে মালদা মেডিকেল থেকে সংশোধনাগারে ফেরত নিয়ে যাওয়ার পথে মালদা শহরের গৌড় থেকে পালিয়ে যায় নাবিউল। তবে অপর আসামি পালাতে পারেনি। পলাতক আসামির খোঁজে পুরো শহরজুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।Conclusion:স্থানীয় এক মহিলা রানী হালদার জানান, তিনি জানতে পেরেছেন, হাসপাতাল থেকে দুই বিচারাধীন বন্দীকে সংশোধনাগারে নিয়ে আসার পথে এক আসামি পালিয়ে যায়। পটলের খবর জানতে পেরেই ইংরেজবাজার থানার পুলিশ সংশোধনাগার কর্তৃপক্ষের থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে পলাতক আসামির খোঁজে তল্লাশি শুরু করেছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.