ETV Bharat / city

Seminar on UPSC Exam : ইউপিএসসিতে সফল হতে কী করণীয় ? পড়ুয়াদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন আইপিএস-আইএএসরা - Seminar on UPSC Exam

জেলা থেকে সিভিল সার্ভিসেস পরীক্ষায় কৃতী পড়ুয়াদের সংখ্যা বাড়াতে সেমিনারের আয়োজন মালদা জেলা পুলিশ প্রশাসনের (Police Department Organised Special Seminar on UPSC Exam in Malda) ৷ সেই সেমিনারে (Seminar on UPSC Exam) বর্তমান আইপিএস এবং আইএএসরা নিজেদের অভিজ্ঞতার কথা শোনালেন ৷

Police Department Organised Special Seminar on UPSC Exam in Malda
Police Department Organised Special Seminar on UPSC Exam in Malda
author img

By

Published : Apr 9, 2022, 4:58 PM IST

মালদা, 9 এপ্রিল : সহজেই ইউপিএসসি ক্র্যাক করার জন্য জেলার পডুয়াদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরলেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ৷ আজ দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই সেমিনারের আয়োজন করা হয় (Seminar on UPSC Exam) ৷

জেলা থেকে সিভিল সার্ভিসেস পরীক্ষায় কৃতী পড়ুয়াদের হার বাড়াতে আজ একটি সেমিনারের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন (Police Department Organised Special Seminar on UPSC Exam in Malda) ৷ এ দিনের সেমিনারে উপস্থিত ছিলেন ডিআইজি মালদা রেঞ্জ অলোক রাজোরিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরি, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অমিতকুমার সাউ, ডিএসপি (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেমিনারে নিজেদের অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন আধিকারিকরা। পড়ুয়ারাও নিজেদের প্রশ্ন আধিকারিকদের সামনে তুলে ধরেন। প্রায় ঘণ্টা দু’য়েক ধরে এই সেমিনার চলে ৷

উল্লেখ্য, রাজ্য থেকে আইএএস ও আইপিএস এর সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার শুরু করা হয়েছে ৷ 2023 সালের 1 অগাস্টের আগে যাঁরা স্নাতক হবেন, তাঁরা এই কোর্স করতে পারবেন ৷ সাধারণ বর্গে ছাত্রছাত্রীদের জন্য এই কোর্স ফি এক হাজার টাকা ৷ তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের জন্য কোর্স ফি 500 টাকা ৷ রাজ্য সরকারের এই উদ্যোগকে পড়ুয়াদের সামনে তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয় ৷ বিস্তারিত তথ্যের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ওয়েবসাইট করা হয়েছে ৷ সেটি হল- www.csscwb.in

ইউপিএসসি-তে সফল হতে কী করণীয় ? পড়ুয়াদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন আইপিএস-আইএএসরা

আরও পড়ুন : Subhankar Bala : ভাল পোস্ট নয়, ভাল মানুষ হতে চান হবু আইএএস শুভঙ্কর

পুলিশ সুপার অমিতাভ মাইতি ইটিভি ভারতকে বলেন, “রাজ্যের ছেলেমেয়েদের সিভিল সার্ভিস ক্র্যাক করার জন্য রাজ্য সরকার একটি কোচিং সেন্টার শুরু করেছে। কোচিং সেন্টারে সিট সংখ্যা সীমিত থাকার জন্য এনট্রান্স পরীক্ষা রয়েছে। এ নিয়ে জেলার ছেলেমেয়েদের সচেতন করতে এই সচেতনতা শিবির ৷ এর আগে এ ধরনের কোচিং সেন্টার ছিল না। সকলকে নিজের প্রচেষ্টায় এধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের একটি রাস্তা দেখানো হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। ছাত্রছাত্রীরাও নিজেদের প্রশ্ন তুলে ধরেন। আমরা তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করছি আগামিদিনে আমরা মালদা জেলা থেকে ভাল সিভিল সার্ভিস পদপ্রার্থী পাব ৷’’

মালদা, 9 এপ্রিল : সহজেই ইউপিএসসি ক্র্যাক করার জন্য জেলার পডুয়াদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরলেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ৷ আজ দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে এই সেমিনারের আয়োজন করা হয় (Seminar on UPSC Exam) ৷

জেলা থেকে সিভিল সার্ভিসেস পরীক্ষায় কৃতী পড়ুয়াদের হার বাড়াতে আজ একটি সেমিনারের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন (Police Department Organised Special Seminar on UPSC Exam in Malda) ৷ এ দিনের সেমিনারে উপস্থিত ছিলেন ডিআইজি মালদা রেঞ্জ অলোক রাজোরিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরি, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অমিতকুমার সাউ, ডিএসপি (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেমিনারে নিজেদের অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন আধিকারিকরা। পড়ুয়ারাও নিজেদের প্রশ্ন আধিকারিকদের সামনে তুলে ধরেন। প্রায় ঘণ্টা দু’য়েক ধরে এই সেমিনার চলে ৷

উল্লেখ্য, রাজ্য থেকে আইএএস ও আইপিএস এর সংখ্যা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার শুরু করা হয়েছে ৷ 2023 সালের 1 অগাস্টের আগে যাঁরা স্নাতক হবেন, তাঁরা এই কোর্স করতে পারবেন ৷ সাধারণ বর্গে ছাত্রছাত্রীদের জন্য এই কোর্স ফি এক হাজার টাকা ৷ তফসিলি জাতি ও উপজাতির পড়ুয়াদের জন্য কোর্স ফি 500 টাকা ৷ রাজ্য সরকারের এই উদ্যোগকে পড়ুয়াদের সামনে তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয় ৷ বিস্তারিত তথ্যের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ওয়েবসাইট করা হয়েছে ৷ সেটি হল- www.csscwb.in

ইউপিএসসি-তে সফল হতে কী করণীয় ? পড়ুয়াদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন আইপিএস-আইএএসরা

আরও পড়ুন : Subhankar Bala : ভাল পোস্ট নয়, ভাল মানুষ হতে চান হবু আইএএস শুভঙ্কর

পুলিশ সুপার অমিতাভ মাইতি ইটিভি ভারতকে বলেন, “রাজ্যের ছেলেমেয়েদের সিভিল সার্ভিস ক্র্যাক করার জন্য রাজ্য সরকার একটি কোচিং সেন্টার শুরু করেছে। কোচিং সেন্টারে সিট সংখ্যা সীমিত থাকার জন্য এনট্রান্স পরীক্ষা রয়েছে। এ নিয়ে জেলার ছেলেমেয়েদের সচেতন করতে এই সচেতনতা শিবির ৷ এর আগে এ ধরনের কোচিং সেন্টার ছিল না। সকলকে নিজের প্রচেষ্টায় এধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের একটি রাস্তা দেখানো হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। ছাত্রছাত্রীরাও নিজেদের প্রশ্ন তুলে ধরেন। আমরা তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করছি আগামিদিনে আমরা মালদা জেলা থেকে ভাল সিভিল সার্ভিস পদপ্রার্থী পাব ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.