মালদা, 23 জুলাই: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(President Draupadi Murmu)শপথগ্রহণ অনুষ্ঠানে(Swearing in ceremony) উপস্থিত থাকার আমন্ত্রণ পেলেন পদ্মশ্রী কমলি সোরেন(Padma Shri Kamali Soren) । আজ সকালেই তিনি দিল্লি থেকে সেই আমন্ত্রণের ফোন পান । যদিও অর্থাভাবে তাঁর দিল্লি যাওয়া সম্ভব হবে কি না, এখনও জানেন না তিনি । তবে আদিবাসীদের উন্নয়নের জন্য তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একগুচ্ছ দাবি জানাবেন বলে জানিয়েছেন কমলি সোরেন ।
আদিবাসী উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে এবারই পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন গাজোলের বাসিন্দা কমলি সোরেন । কোটালহাটি গ্রামে তাঁর আশ্রম । আগামী 25 জুলাই দিল্লিতে দেশের সর্বোচ্চ আসনে বসতে চলেছেন তাঁরই জনগোষ্ঠীর দ্রৌপদী মুর্মু । সেদিনই রাষ্ট্রপতি হিসাবে শপথবাক্য পাঠ করবেন তিনি । সেই অনুষ্ঠানে উপস্থিত থাকরার জন্য শনিবার সকালে কমলি সোরেনের কাছে দিল্লি থেকে ফোন আসে । কিন্তু এত অল্প সময়ে কীভাবে তিনি দিল্লি যাওয়ার ব্যবস্থা করবেন, ভিক্ষার সংসারে অত টাকা জোগাড়ই বা করবেন কী করে, তা নিয়েই এখন চিন্তায় তিনি (Padma Shri Kamali Soren get invitation in President swearing in ceremony) ।
আরও পড়ুন: তীব্র শোকযন্ত্রণা পেরিয়ে দেশের কনিষ্ঠতম প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নিজের আশ্রমে বসে কমলি সোরেন বলেন, "আমি একা দিল্লি যেতে পারব না । সঙ্গে কাউকে থাকতে হবে। দু’জনের দিল্লি যাতায়াতে অন্তত 30 হাজার টাকা খরচ । আমি ভিক্ষা করে আশ্রম চালাই । অত টাকা কোথায় পাব? তাই আদিবাসীদের উন্নয়নের দাবিতে আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখব বলে ঠিক করেছি । আদিবাসী সমাজে দীর্ঘদিন ধরে কাজ করার সুবাদে আমার নজরে এসেছে, এই সমাজের ছেলেমেয়েদের শিক্ষার হার খুব ভালো নয় । এখনও অনেক আদিবাসীর মনে কুসংস্কার শিকড় গেড়ে বসে রয়েছে । আদিবাসী এলাকাগুলিতে রাস্তাঘাট, পানীয় জল কিংবা স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও উপেক্ষিত । এসব ক্ষেত্রে উন্নয়নের জন্যই আমি দেশের নয়া রাষ্ট্রপতিকে চিঠি লিখব ।"