মালদা, 27 অগস্ট: সাইবার প্রতারণা রুখতে অনলাইনেই আস্থা পুলিশের । সামাজিক মাধ্যমকে হাতিয়ার করেই সচেতনতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে জেলা পুলিশের আধিকারিকরা (Online quiz competition to prevent cyber fraud) । প্রতারণা থেকে বাঁচতে কী করণীয়, তা ভিডিয়ো আকারে তুলে ধরছেন সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিকরা । পাশাপাশি যুব সমাজের মধ্যে সাইবার প্রতারণা নিয়ে সচেতনতা বাড়াতে অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু করতে চলেছে জেলা পুলিশ (Cyber Quiz) । আগামী সপ্তাহ থেকেই এই প্রতিযোগিতা শুরু হতে পারে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।
পঞ্চম জেনারেশনের মোবাইল নেটওয়ার্কের যুগে ইন্টারনেটের ব্যবহার কয়েকশো গুণ বেড়ে গিয়েছে । বিল পেমেন্ট করা থেকে শুরু করে অনলাইন শপিং, খাবার অর্ডার করা সবেতেই ভরসা দিচ্ছে ইন্টারনেট । প্রযুক্তির ব্যবহার জীবনকে অনেক দ্রুত এবং সহজ হয়ে উঠেছে । কিন্তু সেই প্রযুক্তিরই অপব্যবহার করে প্রতারণও চলছে সমানতালে।
মালদা জেলায় একাধিক অনলাইন প্রতারণার অভিযোগ উঠে এসেছে । দেওঘর, দিল্লি, কলকাতা থেকে অপারেট করা সাইবার ক্রাইম চক্র সক্রিয় হয়েছে বলে জানা গিয়েছে । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সোশাল মিডিয়াকেই হাতিয়ার করছে জেলা পুলিশ । মালদা সাইবার ক্রাইম থানার আধিকারিকরা বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে প্রতারকদের ফাঁদ সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন । বিলি করা হচ্ছে হ্যান্ডবিলও । এবার যুব সমাজকে সচেতন করতে অনলাইন কুইজ প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ।
আরও পড়ুন: দুর্নীতি রুখতে কড়া বার্তা মালদা জেলা প্রশাসনের
জেলা পুলিশ সুপার (Police Superintendent) প্রদীপকুমার যাদব বলেন, "জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার সচেতনতা বাড়াতে হ্যান্ডবিল বিলি করা হয়েছে । পাশাপাশি সোশাল মিডিয়ায় সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে নানা বার্তা দেওয়া হচ্ছে । নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এখানে অনেক বেশি সক্রিয়। এই নতুন প্রজন্মের কাছে সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে সাইবার সচেতনতা নিয়ে কুইজ করার কথা চিন্তাভাবনা করা হয়েছে । কীভাবে প্রতারকরা ফাঁদে ফেলে, কীভাবে অনলাইন প্রতারণা থেকে বাঁচা যায়, এধরণের সাধারণ কিছু প্রশ্ন জেলা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হবে । পরে প্রতিটি উত্তরের পক্ষে বা বিপক্ষে জেলা পুলিশের তরফে যুক্তি দেওয়া হবে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে এই কুইজ প্রতিযোগিতা শুরু করা যাবে । নতুন প্রজন্মকে এতে অংশগ্রহণ করতে উৎসাহী করতে পুরষ্কার দেওয়ার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে ।"