ইংরেজবাজার, 30 অক্টোবর : চলতি মাসেই মালদায় বেশ কয়েকবার ব্রাউন সুগার উদ্ধার হল ৷ 385 গ্রাম ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতের নাম ইসমাইল শেখ । কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা ৷
গতরাতে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অফিসার আনসারুল হকের নেতৃত্বে মালদা শহর সংলগ্ন গৌড়কন্যা বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় পুলিশ ৷ সাদা পোশাকে পুলিশের একটি দল অভিযান চালানোর সময় এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে ৷ তাকে আটক করে তল্লাশি চালাতেই 385 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় 4 লাখ টাকা ৷
ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ বিচারক ধৃতকে 7 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার পাচারের উদ্দেশেই নিয়ে যাচ্ছিল ওই যুবক ৷ কোথা থেকে কোথায় পাচার করার পরিকল্পনা করছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
এর আগেও কালিয়াচক থেকে বহুবার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ৷ মাসের শুরুতে পুলিশ প্রায়ই অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করেছে ৷ সঙ্গে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে ৷ তবে কোথা থেকে কোথায় এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে যাওয়া হচ্ছে তার কিনারা করতে পারেনি পুলিশ ৷