মালদা, 20 মার্চ : একদিকে কোরোনা আতঙ্ক, অন্যদিকে মাস্কের অভাব ৷ এরই মধ্যে সরকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকার কথা ঘোষণা করে । সেই অনুযায়ী ছুটি দিলেও পরে তা বাতিল করে দেওয়া হয় । তাই নিয়ে ক্ষোভ জমেছিল মালদা মেডিকেল কলেজের নার্সিং পড়ুয়াদের মধ্যে ৷ সেই ক্ষোভের বিস্ফোরণ হয় গতকাল রাতে ৷ নার্সিং পড়ুয়ারা মেডিকেলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ৷ যদিও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় গতকাল বিক্ষোভ প্রশমনে যেতে পারেননি মেডিকেলের সহকারী অধ্যক্ষ ৷ তবে তিনি জানিয়েছেন, তাঁরা নার্সিং পড়ুয়াদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন ৷
কোরোনা সতর্কতায় ইতিমধ্যে দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ আগামী রবিবার জনতা কার্ফুর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই ৷ কিন্তু এখনও মালদা মেডিকেল কলেজে নার্সিং পড়ুয়াদের ছুটি দেওয়া হয়নি ৷ তাঁদের অভিযোগ, এই মুহূর্তে মেডিকেলে পর্যাপ্ত মাস্কও মিলছে না ৷ ফলে কোরোনা নিয়ে তাঁরা আতঙ্কিত ৷ এদিকে মেডিকেলের হস্টেলে প্রথম বর্ষের ছাত্রীদের অনেকেই মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় মেসবাড়িতে থাকেন ৷ এই নিয়ে চরম সমস্যায় রয়েছেন তাঁরা ৷ মেসবাড়িতে থাকা এক ছাত্রী বলেন, “আমাদের ছুটি দেওয়ার জন্য সোমবার মিটিং ডাকা হয়েছিল ৷ কিন্তু বুধবার ফের আমাদের ডেকে জানানো হয় ছুটি দেওয়া হবে না ৷ চারিদিকে যখন কোরোনা সংক্রমণ, সেই সময় আমাদের ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হল ৷ আমরা প্রথম বর্ষের ছাত্রী ৷ আমরা এখনও নার্সিংয়ের তেমন কিছু জানি না ৷ আমরা জানতে চাইছি, এই সময় যদি আমাদের কিছু হয় তবে কি নার্সিং কর্তৃপক্ষ কি দায়িত্ব নেবে? আমরা মেসে থাকি ৷ কিন্তু আমাদের মেস থেকে বের করে দেওয়া হয়েছে ৷ আমরা এখন কোথায় থাকব? মালদা মেডিকেলে কোরোনা সন্দেহে বেশ কয়েকজন ভরতি রয়েছে ৷ আমরা কোনও সেফটি ছাড়া কাজ করে যাচ্ছি ৷ আমাদের সেফটির ব্যবস্থা করা হোক ৷”
নার্সিংয়ের আরও এক ইনটার্ন ছাত্রী বলেন, “আমরা ইমার্জেন্সি সার্ভিস দিচ্ছি ৷ শুধুমাত্র একটা কাপড়ের মাস্ক আমাদের দেওয়া হয়েছে ৷ আমরা তা নিয়েই পরিষেবা দিচ্ছি ৷ কোরোনা সংক্রমণ রুখতে আমাদের হাইজিন বজায় রাখতে বলা হয়েছে ৷ কিন্তু হাইজিন বজায় রাখার জন্য আমাদের সময় দেওয়া হচ্ছে না ৷ আমরা যদি নিজেদেরই হাইজিন বজায় না রাখতে পারি, তবে আমরা কি পরিষেবা দেব? আমাদের নিজেদের নিরাপত্তার থেকে আমাদের কাজের সময়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ আমাদের দাবি, প্রথমে আমাদের নিরাপত্তা দেওয়া হোক, তারপর আমাদের কাজের সময় নিয়ে প্রশ্ন তোলা হোক ৷”
মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ অমিত দাঁ জানিয়েছেন, প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় নার্সিং ছাত্রীদের সঙ্গে তিনি দেখা করতে পারেননি ৷ ছাত্রীদের সঙ্গে তাঁর কথাও হয়নি ৷ গত মঙ্গলবার নার্সিং ছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয় ৷ পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের নির্দেশে ছাত্রীদের নার্সিং ক্লাসে যোগ দিতে বলা হয় ৷ এনিয়েই কিছু সমস্যা হয়েছে ৷ আমরা দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করছি ৷