ETV Bharat / city

স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে - মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ

পুরাতন মালদায় স্কুল থেকে মিড-ডে মিলের চাল টোটোতে করে পাচারের অভিযোগে উত্তেজনা ছড়াল ৷ এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকাকে দায়ি করছেন স্থানীয় বাসিন্দারা ৷ যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকার দাবি,স্কুলের মিড-ডে মিলের অতিরিক্ত চাল ডিলারের কাছ থেকে চলে আসায় সেই চাল ফেরত দেওয়া হচ্ছিল।

mid day mill rice trafficking
চাল পাচারের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
author img

By

Published : Sep 5, 2020, 2:17 AM IST

মালদা, 5 সেপ্টেম্বর : স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ উঠল পুরাতন মালদায়। আজ ভোরে একটি টোটোতে পাচার হওয়ার আগেই চালের বস্তা সহ চালককে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। যদিও প্রধান শিক্ষিকার দাবি, চালের পরিমাণ বেশি আসায় সেই চাল ফেরত পাঠানো হচ্ছে। এই ঘটনা নিয়ে SI-কে অভিযোগ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দারা।

চাল পাচারের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়। আজ সকাল 6টা স্থানীয় বাসিন্দারা স্কুল থেকে কয়েকবস্তা চাল টোটো করে নিয়ে যেতে দেখেন। সেই সময় টোটো আটকে স্কুল থেকে চাল নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে টোটো চালক সঠিক উত্তর দিতে পারেননি। এরপরেই স্থানীয় কাউন্সিলর সহ স্কুলের প্রশাসককে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসেন প্রাক্তন কাউন্সিলর বশিষ্ট ত্রিবেদী। তিনি স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোন করে বিষয়টি জানতে চান। প্রধান শিক্ষিকা তাঁকে জানান, ডিলার ভুলবশত বেশি চালের বস্তা পাঠিয়েছে। সেই চাল ডিলারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যদিও বিষয়টি মানতে চাননি স্থানীয় বাসিন্দা সহ প্রাক্তন কাউন্সিলর। তাঁদের দাবি, এর আগেও এই স্কুলে মিড-ডে মিলের আলু বিক্রির অভিযোগ উঠেছে। আর যদি প্রধান শিক্ষিকার কথা ঠিক হয়, তবে এভাবে চুপিচুপি চাল না নিয়ে গিয়ে প্রধান শিক্ষিকার উপস্থিতিতে তা নিয়ে যাওয়া উচিত ছিল। পরে SI-য়ের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন SI ।

বশিষ্ট ত্রিবেদী বলেন, “স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মিড-ডে মিলের চাল নাকি মাঝেমধ্যেই বিক্রি হয়। স্থানীয় বাসিন্দাদের চোখে এই ঘটনা ধরা পড়েছে। আজ সকাল 6টায় স্থানীয় বাসিন্দারা একটি টোটোতে মিড-ডে মিলের চাল নিয়ে যেতে দেখে আটক করে। আমাকে বিষয়টি জানানো হলে আমি ঘটনাস্থানে আসি।" টোটোচালক জানায়," প্রধান শিক্ষিকা তাঁকে চাল নিয়ে যেতে বলেছেন।" বশিষ্ট ত্রিবেদী বলেন, "কখনও চালক জানাচ্ছে, চালের স্কট বেশি হয়েছে তাই ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। আবার কখনও জানাচ্ছে চাল খারাপ এসেছে তাই ফেরত পাঠানো হচ্ছে। আমি নিজেই চালের গুণগতমাণ দেখেছি। এর আগেও আলু বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে প্রধান শিক্ষিকা জড়িত রয়েছে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানাব।”
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দিপালি ঝা বলেন," সমস্ত অভিযোগ ভিত্তিহীন। স্কুলের মিড-ডে মিলের চাল অতিরিক্ত চলে এসেছিল। সেই চাল ফিরিয়ে দেওয়া হচ্ছিল।"

মালদা, 5 সেপ্টেম্বর : স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ উঠল পুরাতন মালদায়। আজ ভোরে একটি টোটোতে পাচার হওয়ার আগেই চালের বস্তা সহ চালককে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। যদিও প্রধান শিক্ষিকার দাবি, চালের পরিমাণ বেশি আসায় সেই চাল ফেরত পাঠানো হচ্ছে। এই ঘটনা নিয়ে SI-কে অভিযোগ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দারা।

চাল পাচারের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়। আজ সকাল 6টা স্থানীয় বাসিন্দারা স্কুল থেকে কয়েকবস্তা চাল টোটো করে নিয়ে যেতে দেখেন। সেই সময় টোটো আটকে স্কুল থেকে চাল নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে টোটো চালক সঠিক উত্তর দিতে পারেননি। এরপরেই স্থানীয় কাউন্সিলর সহ স্কুলের প্রশাসককে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসেন প্রাক্তন কাউন্সিলর বশিষ্ট ত্রিবেদী। তিনি স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোন করে বিষয়টি জানতে চান। প্রধান শিক্ষিকা তাঁকে জানান, ডিলার ভুলবশত বেশি চালের বস্তা পাঠিয়েছে। সেই চাল ডিলারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যদিও বিষয়টি মানতে চাননি স্থানীয় বাসিন্দা সহ প্রাক্তন কাউন্সিলর। তাঁদের দাবি, এর আগেও এই স্কুলে মিড-ডে মিলের আলু বিক্রির অভিযোগ উঠেছে। আর যদি প্রধান শিক্ষিকার কথা ঠিক হয়, তবে এভাবে চুপিচুপি চাল না নিয়ে গিয়ে প্রধান শিক্ষিকার উপস্থিতিতে তা নিয়ে যাওয়া উচিত ছিল। পরে SI-য়ের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন SI ।

বশিষ্ট ত্রিবেদী বলেন, “স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মিড-ডে মিলের চাল নাকি মাঝেমধ্যেই বিক্রি হয়। স্থানীয় বাসিন্দাদের চোখে এই ঘটনা ধরা পড়েছে। আজ সকাল 6টায় স্থানীয় বাসিন্দারা একটি টোটোতে মিড-ডে মিলের চাল নিয়ে যেতে দেখে আটক করে। আমাকে বিষয়টি জানানো হলে আমি ঘটনাস্থানে আসি।" টোটোচালক জানায়," প্রধান শিক্ষিকা তাঁকে চাল নিয়ে যেতে বলেছেন।" বশিষ্ট ত্রিবেদী বলেন, "কখনও চালক জানাচ্ছে, চালের স্কট বেশি হয়েছে তাই ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। আবার কখনও জানাচ্ছে চাল খারাপ এসেছে তাই ফেরত পাঠানো হচ্ছে। আমি নিজেই চালের গুণগতমাণ দেখেছি। এর আগেও আলু বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে প্রধান শিক্ষিকা জড়িত রয়েছে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানাব।”
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দিপালি ঝা বলেন," সমস্ত অভিযোগ ভিত্তিহীন। স্কুলের মিড-ডে মিলের চাল অতিরিক্ত চলে এসেছিল। সেই চাল ফিরিয়ে দেওয়া হচ্ছিল।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.