মালদা, 23 মার্চ : বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত স্ত্রী ৷ এমনকি দু’মাস আগে প্রেমিক তথা স্থানীয় ওই যুবকের সঙ্গে পালিয়েও গিয়েছিলেন তিনি ৷ আর সেই রাগেই স্ত্রীর প্রেমিককে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Man Stabbed A Person in Malda) ৷ ধারাল অস্ত্র দিয়ে গোবিন্দ প্রামাণিক নামে ওই যুবকের বুকে কোপ মারা হয়েছে বলে অভিযোগ ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর 1নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া এলাকায় ৷ অভিযুক্ত ব্যক্তি কৃষ্ণপদ সাহাকে আটক করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, কনুয়া এলাকার ৷ কনুয়া এলাকার বাসিন্দা কৃষ্ণপদ সাহার সঙ্গে 18 বছর আগে বিয়ে হয় সাগরিকা সাহার ৷ সাহা দম্পতির দুই সন্তানও রয়েছে ৷ বেশ কিছুদিন ধরে সাগরিকার সঙ্গে গ্রামেরই বাসিন্দা বছর 31’র গোবিন্দ প্রামাণিকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। মাস দুয়েক আগে স্বামীর সঙ্গে অশান্তির জেরে গোবিন্দর সঙ্গে পালিয়ে যান সাগরিকা ৷ সেই ঘটনার পর ক্ষোভে ফুঁসছিলেন কৃষ্ণপদ সাহা ৷ এই পরিস্থিতিতে গতকাল রাতে কনুয়া ব্রিজের কাছে গোবিন্দকে দেখতে পান কৃষ্ণপদ ৷ সেখানেই তিনি গোবিন্দর বুকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারেন বলে অভিযোগ ৷
আরও পড়ুন : Malda House wife Murder: কন্য়াসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ মালদায়
এই ঘটনায় গুরুতর জখম গোবিন্দকে স্থানীয় মানুষজন তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ স্থানীয়রাই কৃষ্ণপদ সাহাকে সেখানে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘দু’জনের মধ্যে বিবাদ ছিল ৷ আজ গোবিন্দ প্রামানিককে কনুয়া ব্রিজের কাছে একা পেয়ে তাঁর বুকে ছুরি বসিয়ে দেয় কৃষ্ণপদ সাহা ৷ স্থানীয় মানুষজন গোবিন্দকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷ অভিযুক্ত কৃষ্ণকে আটক করা হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷’’