ETV Bharat / city

TMC MLA Humanity: অসুস্থ সিপিএম নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ - SFI

রাজনৈতিক সৌজন্যতার উদাহরণ তৈরি করলেন মালদার চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ । অসুস্থ সিপিএম নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তিনি (Malda TMC MLA takes Responsibility of Treatment of CPIM Leader) ৷

malda-tmc-mla-takes-responsibility-of-treatment-of-cpim-leader
TMC MLA Humanity: অসুস্থ সিপিএম নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ
author img

By

Published : Jun 27, 2022, 9:27 PM IST

মালদা, 27 জুন : বর্তমানে এই ছবি কার্যত অবলুপ্ত । কিন্তু আজ রাজনৈতিক সৌজন্যতার উদাহরণ তৈরি করলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ (TMC MLA Nihar Ranjan Ghosh) । টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না এলাকার এক সিপিএম (CPIM) নেতা । জটিল রোগে আক্রান্ত হয়ে আট মাস বাড়িতে শয্যাশায়ী তিনি । সেই খবর পেয়েই আজ ওই নেতার বাড়িতে ছুটে যান নীহারবাবু । কথা বলেন অসুস্থ ওই নেতার সঙ্গে। তাঁকে কিছু আর্থিক সাহায্য করেন । শুধু তাই নয়, ওই নেতার চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন বিধায়ক । তৃণমূল (Trinamool Congress) বিধায়কের এই সৌজন্য অভিভূত অসুস্থ বাম নেতা ।

মালদার চাঁচলের থানাপাড়ার বাসিন্দা সুব্রত দাস । কলেজ জীবন থেকে রাজনীতিতে প্রবেশ তাঁর । এসএফআই (SFI) করার সময় চাঁচল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি । পরবর্তীতে সিপিএমের হয়ে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন । রাজনীতির জন্য নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করেননি । কয়েকটি টিউশন পড়িয়ে দিন কেটে যেত তাঁর । তাঁর মা কয়েক বছর ধরে শয্যাশায়ী । একমাত্র ভাই মানিক দাসই কোনোমতে সংসার চালান ।

এই পরিস্থিতিতে বছর খানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুব্রতবাবু । তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু মোটা টাকার ওষুধ বেশিদিন কিনতে পারেননি ভাই । দাদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন । তারপর থেকে বাড়িতেই বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন সুব্রত । এভাবেই পেরিয়ে গিয়েছে আটটি মাস । কিন্তু এই সময়ের মধ্যে কোনও বাম নেতা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেননি ।

অসুস্থ সিপিএম নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ

বিষয়টি জানতে পেরেই আজ সুব্রতবাবুকে দেখতে যান বিধায়ক । নীহারবাবু বলেন, “শুধু ছাত্রনেতা নয়, সুব্রত সিপিএমের সদস্য ছিল । ও এতদিন ধরে বিনা চিকিৎসায় পড়ে রয়েছে । সেই খবর পেয়েই আজ ওকে দেখতে এসেছি । ওর চিকিৎসার সমস্ত দায়িত্ব আমরা নিচ্ছি । বুধবার থেকেই সুব্রতর চিকিৎসা শুরু হবে । ওর সমস্ত ওষুধপত্রও আমরা কিনে দেব । রাজনীতি পরে হবে । আগে ওকে সুস্থ করতে হবে ।”

বিধায়কের সৌজন্যতায় আপ্লুত সুব্রতবাবু । তিনি বলেন, “আট মাস ধরে বিছানায় পড়ে রয়েছি । পায়ে কোনও সাড় নেই । সিপিএম করতাম । দলের দু’একজন এসেছেন বটে, কয়েকটা আপেল দিয়ে চলে গিয়েছেন । আজ স্থানীয় বিধায়ক নীহারবাবু এসেছিলেন । তিনি আমার চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।”

আরও পড়ুন : CPIM Politburo on Teesta Setalvad: তিস্তা সেতলওয়াড়-সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিআইএম পলিটব্যুরোর

মালদা, 27 জুন : বর্তমানে এই ছবি কার্যত অবলুপ্ত । কিন্তু আজ রাজনৈতিক সৌজন্যতার উদাহরণ তৈরি করলেন চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ (TMC MLA Nihar Ranjan Ghosh) । টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না এলাকার এক সিপিএম (CPIM) নেতা । জটিল রোগে আক্রান্ত হয়ে আট মাস বাড়িতে শয্যাশায়ী তিনি । সেই খবর পেয়েই আজ ওই নেতার বাড়িতে ছুটে যান নীহারবাবু । কথা বলেন অসুস্থ ওই নেতার সঙ্গে। তাঁকে কিছু আর্থিক সাহায্য করেন । শুধু তাই নয়, ওই নেতার চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন বিধায়ক । তৃণমূল (Trinamool Congress) বিধায়কের এই সৌজন্য অভিভূত অসুস্থ বাম নেতা ।

মালদার চাঁচলের থানাপাড়ার বাসিন্দা সুব্রত দাস । কলেজ জীবন থেকে রাজনীতিতে প্রবেশ তাঁর । এসএফআই (SFI) করার সময় চাঁচল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি । পরবর্তীতে সিপিএমের হয়ে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন । রাজনীতির জন্য নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করেননি । কয়েকটি টিউশন পড়িয়ে দিন কেটে যেত তাঁর । তাঁর মা কয়েক বছর ধরে শয্যাশায়ী । একমাত্র ভাই মানিক দাসই কোনোমতে সংসার চালান ।

এই পরিস্থিতিতে বছর খানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুব্রতবাবু । তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু মোটা টাকার ওষুধ বেশিদিন কিনতে পারেননি ভাই । দাদাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন । তারপর থেকে বাড়িতেই বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন সুব্রত । এভাবেই পেরিয়ে গিয়েছে আটটি মাস । কিন্তু এই সময়ের মধ্যে কোনও বাম নেতা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেননি ।

অসুস্থ সিপিএম নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ

বিষয়টি জানতে পেরেই আজ সুব্রতবাবুকে দেখতে যান বিধায়ক । নীহারবাবু বলেন, “শুধু ছাত্রনেতা নয়, সুব্রত সিপিএমের সদস্য ছিল । ও এতদিন ধরে বিনা চিকিৎসায় পড়ে রয়েছে । সেই খবর পেয়েই আজ ওকে দেখতে এসেছি । ওর চিকিৎসার সমস্ত দায়িত্ব আমরা নিচ্ছি । বুধবার থেকেই সুব্রতর চিকিৎসা শুরু হবে । ওর সমস্ত ওষুধপত্রও আমরা কিনে দেব । রাজনীতি পরে হবে । আগে ওকে সুস্থ করতে হবে ।”

বিধায়কের সৌজন্যতায় আপ্লুত সুব্রতবাবু । তিনি বলেন, “আট মাস ধরে বিছানায় পড়ে রয়েছি । পায়ে কোনও সাড় নেই । সিপিএম করতাম । দলের দু’একজন এসেছেন বটে, কয়েকটা আপেল দিয়ে চলে গিয়েছেন । আজ স্থানীয় বিধায়ক নীহারবাবু এসেছিলেন । তিনি আমার চিকিৎসার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।”

আরও পড়ুন : CPIM Politburo on Teesta Setalvad: তিস্তা সেতলওয়াড়-সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিআইএম পলিটব্যুরোর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.