মালদা, 26 জুন : রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিদিনই বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ। অথচ লকডাউনের নিয়ম শিথিল করার পর থেকেই জনগণের আচরণে মনে হচ্ছে, রাজ্য থেকে বিদায় নিয়েছে কোরোনা ভাইরাস। সংক্রমণ রুখতে এবং মানুষকে সচেতন করতে ফের কড়া হাতে নিয়ম পালনে পথে নামল মালদা পুলিশ। গতকাল রাতে মাস্ক না পরেই গল্পের আসর বসানোর অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করল মালদা পুলিশ ।
উত্তরবঙ্গে কোরোনা সংক্রমণে তালিকায় সবার আগে মালদা জেলার নাম রয়েছে ৷ এখনও পর্যন্ত এই জেলায় কোরোনা সংক্রামিতের সংখ্যা 497 ৷ গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমিত হয়েছেন 25 জন ৷ তার মধ্যে রয়েছেন ইংরেজবাজার থানার 10 পুলিশ ও সিভিককর্মী ৷ সংক্রামিত হয়েছেন প্রশাসনিক কর্তা থেকে শুরু করে বণিকসভার প্রতিনিধিরাও ৷ তবে হুঁশ ফেরেনি জেলাবাসীর। রাস্তাঘাট ও বাজারে উপচে পড়া ভিড়, বিভিন্ন জায়গায় আড্ডা- বৈঠক চলছে প্রতিদিন।
প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে বারবার মানুষকে সতর্ক করা হচ্ছে ৷ বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে না বেরোনোর আবেদন জানানোর পাশাপাশি মাস্ক ব্যবহারের আর্জি জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে ৷ তবে, সাধারণ মানুষ সেই আবেদন না মানায় এবার কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ৷ গতকাল রাতে মাস্ক না পরায় পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায় আড্ডার ঠেক থেকে গ্রেপ্তার করা হয়েছে চার যুবককে ৷ ধৃতদের নাম জীবন রবিদাস (22), কালু রায় ((19), দিবাকর যোগী (20) ও অর্জুন কর্মকার (19)৷ ধৃতদের সকলের বাড়ি ওই এলাকাতেই।
পুলিশ তাদের বিরুদ্ধে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের 188 ও 151 ধারায় মামলা রুজু করে ৷ আজ তাদের জেলা আদালতে পেশ করা হলে বিচারক সবাইকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন৷
এদিকে আজ দমকলের পক্ষ থেকে পুরাতন মালদা শহরের BDO-র অফিস, মালদা থানা ও মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুল জীবাণুমুক্ত করা হয়৷ সম্প্রতি ওই স্কুলে কোয়ারানটিন সেন্টার তৈরি করা হয়েছিল৷ সেখানে থাকা কয়েকজন পরিযায়ী শ্রমিক কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ অন্যদিকে BDO অফিসে কর্মরত এবং সেখানকার আবাসনে থাকা প্রায় 50 জনের লালারসের নমুনা আজ সংগ্রহ করা হয়েছে ৷
পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি বলেন, ''কোরোনা সংক্রমিত হওয়ার পর ব্লক অফিস সিল করে দেওয়া হয়েছিল৷ অফিসটি এবং পাশের আবাসনগুলি স্যানিটাইজ করার জন্য দমকল কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাই ৷ আজ এই দপ্তরের কর্মীরা এই চত্বর স্যানিটাইজ় করেছেন৷ একই সঙ্গে এখানকার কর্মী ও আবাসিক মিলিয়ে প্রায় 50 জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷”
ইংরেজবাজার দমকল কেন্দ্রের আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল বলেন, “আজ আমরা চন্দ্রমোহন হাইস্কুল, ব্লক অফিস ও মালদা থানা স্যানিটাইজ় করেছি ৷ প্রতিটি এলাকাতেই সমস্ত কিছু স্যানিটাইজ় করা হয়েছে ৷”