ETV Bharat / city

মালদায় বেআইনি মদের ঠেক ভাঙল প্রমীলাবাহিনী - মদ

দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ''একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়েই আইন হাতে তুলে নেন মহিলারা ।''

মালদায় বেআইনি মদের ঠেক ভাঙল প্রমীলাবাহিনী
author img

By

Published : Oct 21, 2019, 5:23 AM IST

Updated : Oct 21, 2019, 1:08 PM IST

মালদা, 21 অক্টোবর : একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি । বাধ্য হয়েই বেআইনি মদের ঠেক উচ্ছেদ অভিযানে নামল প্রমীলাবাহিনী । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুরে । যদিও এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মালদা শহর থেকে খানিকটা দূরেই লক্ষ্মীপুর । দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ''একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়েই আইন হাতে তুলে নেন মহিলারা ।'' রবিবার দুপুরে এলাকার বেশ কয়েকটি বেআইনি মদের ঠেকে উচ্ছেদ অভিযান চালান তাঁরা ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দা আশা মণ্ডল বলেন, ''গ্রামের পুরুষরা ঘরে ফেরার পথে মদ্যপান করে প্রতিদিন ৷ বাড়িতে ঝামেলা করে । সংসার খরচের জন্য কোনও টাকাপয়সা না দিয়ে সেই টাকা দিয়ে নিয়মিত মদ্যপান করে । বাড়ির ছেলেমেয়েরাও না খেয়ে থাকে । কিছু বলতে গেলেই চলে গালিগালাজ-মারধর ।'' স্থানীয় মহিলাদের কথায়, এলাকার বিভিন্ন বেআইনি মদের ঠেক তোলার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হলেও কোনও লাভ হয়নি । মদ ব্যবসায়ীদের থেকে পুলিশ টাকা নেয় । তাই পদক্ষেপ করে না । বাধ্য হয়েই এলাকার বেআইনি মদের দোকান উচ্ছেদ অভিযানে নেমেছেন তাঁরা । ''বেআইনি মদ ব্যবসায়ীরা যদি মদ বিক্রি বন্ধ না করে, তবে তাদেরও জব্দ করা হবে'', একথা বলেন আশা ৷

মালদা, 21 অক্টোবর : একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি । বাধ্য হয়েই বেআইনি মদের ঠেক উচ্ছেদ অভিযানে নামল প্রমীলাবাহিনী । রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুরে । যদিও এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

মালদা শহর থেকে খানিকটা দূরেই লক্ষ্মীপুর । দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ''একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । বাধ্য হয়েই আইন হাতে তুলে নেন মহিলারা ।'' রবিবার দুপুরে এলাকার বেশ কয়েকটি বেআইনি মদের ঠেকে উচ্ছেদ অভিযান চালান তাঁরা ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দা আশা মণ্ডল বলেন, ''গ্রামের পুরুষরা ঘরে ফেরার পথে মদ্যপান করে প্রতিদিন ৷ বাড়িতে ঝামেলা করে । সংসার খরচের জন্য কোনও টাকাপয়সা না দিয়ে সেই টাকা দিয়ে নিয়মিত মদ্যপান করে । বাড়ির ছেলেমেয়েরাও না খেয়ে থাকে । কিছু বলতে গেলেই চলে গালিগালাজ-মারধর ।'' স্থানীয় মহিলাদের কথায়, এলাকার বিভিন্ন বেআইনি মদের ঠেক তোলার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হলেও কোনও লাভ হয়নি । মদ ব্যবসায়ীদের থেকে পুলিশ টাকা নেয় । তাই পদক্ষেপ করে না । বাধ্য হয়েই এলাকার বেআইনি মদের দোকান উচ্ছেদ অভিযানে নেমেছেন তাঁরা । ''বেআইনি মদ ব্যবসায়ীরা যদি মদ বিক্রি বন্ধ না করে, তবে তাদেরও জব্দ করা হবে'', একথা বলেন আশা ৷

Intro:মালদা, ২০ অক্টোবরঃ একাধিকবার পুলিশে অভিযোগ জানিয়েও ফল মেলেনি। বাধ্য হয়েই বেআইনি মদের ঠেক উচ্ছেদ অভিযানে নামল প্রমীলাবাহিনী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের লক্ষ্মীপুরে। যদিও এই ঘটনায় পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।Body:মালদা শহর থেকে খানিকটা দূরেই লক্ষ্মীপুরের অবস্থান। দীর্ঘদিন ধরেই এই লক্ষ্মীপুরে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠে আসছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়েই আইন হাতে তুলে নিলেন প্রমীলাবাহিনী। রবিবার দুপুরে এলাকার বেশ কয়েকটি বেআইনি মদের ঠেকে উচ্ছেদ অভিযান চালায় প্রমীলাবাহিনী।Conclusion:স্থানীয় এক বাসিন্দা আশা মণ্ডল জানান, “বাড়ির পুরুষেরা থেকে ফেরার পথে মদ্যপান করে বাড়ি ফিরে প্রতিদিন বাড়িতে ঝামেলা করে। সংসার খরচের জন্য কোনও টাকা পয়সা না ব্যয় করে সেই টাকা দিয়ে রোজ মদ পান করে। বাড়ির ছেলেমেয়েরা না খেয়ে থাকছে। কিছু বলতে গেলেই চলতে থাকে গালিগালাজ-মারধর। এলাকার বিভিন্ন বেআইনি মদের ঠেক তোলার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হলেও কোনও ফল মেলেনি। বেআইনি মদের ব্যবসায়ীদের থেকে পুলিশ টাকা নেয়। সেই কারণেই পুলিশ কোনও পদক্ষেপ নেয় না। বাধ্য হয়েই আজ আমরা এলাকার বেআইনি মদের দোকান উচ্ছেদ অভিযানে নেমেছি। এরপরেও যদি বেআইনি মদ ব্যবসায়ীরা মদ বিক্রি বন্ধ না করে তবে আমরা তাদের বাড়িঘর ভেঙে দেব।”
Last Updated : Oct 21, 2019, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.