মালদা, 02 সেপ্টেম্বর: এখনও মুখ্যমন্ত্রীর উপর ভরসা অটুট ৷ কিন্তু প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের উপর আর আস্থা নেই ৷ তাই নিজেরাই চাঁদা তুলে নদী ভাঙন রোধের কাজ শুরু করেছেন গ্রামবাসীরা ৷ এই ছবি ধরা পড়েছে রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি পঞ্চায়েতের খাসমহল গ্রামে ৷ 8-10টি গ্রামের মানুষ এখন হাতে হাত লাগিয়ে কোশি নদী ভাঙন রোধের কাজে নেমে পড়েছেন (Koshi River Creates Panic in Malda)৷
সম্প্রতি গঙ্গার শাখা নদী কোশির ভাঙনে বিপজ্জনক অবস্থায় রয়েছে মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম ৷ পরিস্থিতি খতিয়ে দেখেতে লঞ্চে করে কোশির ভাঙন পরিদর্শন করেছেন সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও সেচ দফতরের কর্তারা ৷ তবে গ্রামবাসীদেরসঙ্গে কোনও কথা বলেননি ৷ তাতেই ক্ষিপ্ত খাসমহল, খাসারামটোলা, নাসিরটোলা, দিনুটোলার এলাকার বাসিন্দারা ৷ এমতাবস্থায় প্রশাসনের উপর ভরসা না করে তাঁরা নিজেরাই চাঁদা তুলে কোশির আগ্রাসন রোখার চেষ্টা করছেন ৷ আর তার জন্যই নদীতে কোথাও মাটি ভর্তি বস্তা ফেলা হচ্ছে, কোথাও বা কাটা গাছ ৷
আরও বলুন: কোশির দাপটে বিপন্ন একাধিক গ্রাম, ঘুম উড়েছে স্থানীয়দের
এনিয়ে সেচ দফতরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (উত্তর মণ্ডল 1) উত্তমকুমার পাল জানিয়েছেন, এলাকাবাসীর ক্ষোভের কথা তাঁরা ইতিমধ্যেই প্রশাসনকে জানিয়েছেন ৷ সেখান থেকে যেমন নির্দেশ পাচ্ছেন, সেভাবে কাজ হচ্ছে ৷ প্রশাসন নির্দেশ দিলে শীঘ্রই কাজ শুরু হবে ৷