ETV Bharat / city

Khagen Murmu: মালদা মেডিক্যালের উন্নয়নে কেন্দ্রে পাঠানো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে, অভিযোগ খগেন মুর্মুর - Khagen Murmu

আজ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকাই পরিদর্শনে যান মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ৷ সেখানে হাসপাতালের একটি ইউনিটের পরিকাঠামো দেখে রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি ৷ অভিযোগ করলেন, 2020 সালে মালদা মেডিক্যাল কলেজের পরিকাঠামো উন্নয়নে পাঠানো কেন্দ্রীয় টাকা লুঠ করেছে রাজ্য সরকার (Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar) ৷

Khagen Murmu Alleges that Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar
Khagen Murmu Alleges that Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar
author img

By

Published : Sep 30, 2022, 6:11 PM IST

মালদা, 30 সেপ্টেম্বর: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালেক উন্নয়নে কেন্দ্রের পাঠানো টাকা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar) ৷ কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগে শুভেন্দু অধিকারীর অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের কাছে চিঠি লেখার দিনেই, এমনটা দাবি করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ তিনি অভিযোগ করেছেন, স্বাস্থ্য খাতে কেন্দ্রের দেওয়া টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বিলিয়ে দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি, মালদা মেডিক্যালের স্বাস্থ্য পরিষেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ ৷

আজ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ৷ হাসপাতালের একটি ইউনিট ঘুরে দেখেন তিনি ৷ কথা বলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ৷ ওই ইউনিট থেকে বেরিয়ে মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ খগেন মুর্মু বলেন, “এটা নামেই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ এর থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ও পরিকাঠামো ঢের ভালো ৷ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সবরকম পরিকাঠামো থাকা উচিত ৷ এখানে উন্নয়ন বলতে কিছুই হয়নি ৷’’

বিজেপি সাংসদের অভিযোগ, ‘‘একটি বেডে দুই থেকে তিনজন রোগীকে রাখা হচ্ছে ৷ মেঝেতেও রোগীকে রাখা হয়েছে ৷ নার্সরা বলতে পারছেন না, কোন রোগীকে কোন চিকিৎসক দেখছেন ৷ তাঁরা শুধু বলছেন, তিনজন চিকিৎসক দেখছেন ৷ জানা গেল, তিনজন চিকিৎসক এতজন রোগীর চিকিৎসা করছেন ৷ এ তো শুধু একটি ইউনিটের কথা ৷ গোটা হাসপাতালে কী পরিস্থিতি, কে জানে !’’

মালদা মেডিক্যালের উন্নয়নে কেন্দ্রে পাঠানো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে, অভিযোগ খগেন মুর্মুর

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য ! নির্মলাকে চিঠি পাঠালেন শুভেন্দু

এর পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে এক খাতের টাকা অন্য খাতে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন মালদা উত্তর লোকসভার সাংসদ ৷ তিনি বলেন, ‘‘মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের জন্য 2020 সালে কেন্দ্রীয় সরকার মোট 150 কোটি টাকা দিয়েছে ৷ সেই টাকা কোথায় গেল ? সেই টাকা কি লক্ষ্মীর ভাণ্ডারে চলে গেল ! এভাবেই কেন্দ্রীয় সরকারের টাকা লুঠ করা হচ্ছে ৷ এই টাকার হিসাব আমি জানতে চাইব ৷ কেন্দ্রীয় সরকারের টাকায় কী কাজ হয়েছে ? তার কোনও বোর্ড এখানে নেই ৷ আসলে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উন্নয়নের জন্য পাঠানো কেন্দ্রের টাকা অন্য খাতে সরিয়ে ফেলা হয়েছে ৷ গোটা রাজ্যেই এই ঘটনা ঘটছে ৷ সেই কারণেই এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে খারাপ ৷’’

মালদা, 30 সেপ্টেম্বর: মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালেক উন্নয়নে কেন্দ্রের পাঠানো টাকা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে (Malda Medical College Development Fund Diverted to Laxmi Bhandar) ৷ কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগে শুভেন্দু অধিকারীর অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের কাছে চিঠি লেখার দিনেই, এমনটা দাবি করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ তিনি অভিযোগ করেছেন, স্বাস্থ্য খাতে কেন্দ্রের দেওয়া টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বিলিয়ে দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি, মালদা মেডিক্যালের স্বাস্থ্য পরিষেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ ৷

আজ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) ৷ হাসপাতালের একটি ইউনিট ঘুরে দেখেন তিনি ৷ কথা বলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ৷ ওই ইউনিট থেকে বেরিয়ে মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ খগেন মুর্মু বলেন, “এটা নামেই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ৷ এর থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ও পরিকাঠামো ঢের ভালো ৷ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সবরকম পরিকাঠামো থাকা উচিত ৷ এখানে উন্নয়ন বলতে কিছুই হয়নি ৷’’

বিজেপি সাংসদের অভিযোগ, ‘‘একটি বেডে দুই থেকে তিনজন রোগীকে রাখা হচ্ছে ৷ মেঝেতেও রোগীকে রাখা হয়েছে ৷ নার্সরা বলতে পারছেন না, কোন রোগীকে কোন চিকিৎসক দেখছেন ৷ তাঁরা শুধু বলছেন, তিনজন চিকিৎসক দেখছেন ৷ জানা গেল, তিনজন চিকিৎসক এতজন রোগীর চিকিৎসা করছেন ৷ এ তো শুধু একটি ইউনিটের কথা ৷ গোটা হাসপাতালে কী পরিস্থিতি, কে জানে !’’

মালদা মেডিক্যালের উন্নয়নে কেন্দ্রে পাঠানো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে, অভিযোগ খগেন মুর্মুর

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য ! নির্মলাকে চিঠি পাঠালেন শুভেন্দু

এর পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে এক খাতের টাকা অন্য খাতে সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন মালদা উত্তর লোকসভার সাংসদ ৷ তিনি বলেন, ‘‘মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের জন্য 2020 সালে কেন্দ্রীয় সরকার মোট 150 কোটি টাকা দিয়েছে ৷ সেই টাকা কোথায় গেল ? সেই টাকা কি লক্ষ্মীর ভাণ্ডারে চলে গেল ! এভাবেই কেন্দ্রীয় সরকারের টাকা লুঠ করা হচ্ছে ৷ এই টাকার হিসাব আমি জানতে চাইব ৷ কেন্দ্রীয় সরকারের টাকায় কী কাজ হয়েছে ? তার কোনও বোর্ড এখানে নেই ৷ আসলে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উন্নয়নের জন্য পাঠানো কেন্দ্রের টাকা অন্য খাতে সরিয়ে ফেলা হয়েছে ৷ গোটা রাজ্যেই এই ঘটনা ঘটছে ৷ সেই কারণেই এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সবচেয়ে খারাপ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.