ETV Bharat / city

চুরি যাওয়া মোবাইল উদ্ধার, গ্রেপ্তার 2 - চোরাই মোবাইল উদ্ধার

কালিয়াচক থানার পুলিশ চুরি যাওয়া 13টি মোবাইল উদ্ধার করল । পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করে ।

police arrested two youths
চোরাই মোবাইল সহ দুই যুবক গ্রেপ্তার
author img

By

Published : Nov 5, 2020, 8:03 PM IST

মালদা, 5 নভেম্বর : চুরি যাওয়া 13 টি মোবাইলসহ দুই যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ASI রোহিত দাসের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল ভোর রাতে ছোটো সুজাপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী সন্দেহজনক দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্মীরা। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় 13 টি চুরি যাওয়া মোবাইল। গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে হানা দিয়ে চুরি যাওয়া 13টি মোবাইল সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ আজমল হক (26) ও আজিজ আলমান (19)। ধৃতরা সম্পর্কে দুই ভাই। তারা কালিয়াচকের ছোটো সুজাপুর এলাকার বাসিন্দা।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 379/411/413/414/120B IPC ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, ধৃতরা এই মোবাইল কোথায় পাচার করার ছক কষেছিল তা জানতে ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

মালদা, 5 নভেম্বর : চুরি যাওয়া 13 টি মোবাইলসহ দুই যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ASI রোহিত দাসের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল ভোর রাতে ছোটো সুজাপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী সন্দেহজনক দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্মীরা। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় 13 টি চুরি যাওয়া মোবাইল। গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে হানা দিয়ে চুরি যাওয়া 13টি মোবাইল সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম মহম্মদ আজমল হক (26) ও আজিজ আলমান (19)। ধৃতরা সম্পর্কে দুই ভাই। তারা কালিয়াচকের ছোটো সুজাপুর এলাকার বাসিন্দা।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 379/411/413/414/120B IPC ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, ধৃতরা এই মোবাইল কোথায় পাচার করার ছক কষেছিল তা জানতে ধৃতদের আজ সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.