ETV Bharat / city

উত্তরবঙ্গে কালবৈশাখি ও শিলাবৃষ্টি, মালদায় আমচাষে ক্ষতির আশঙ্কা

author img

By

Published : Apr 15, 2020, 3:15 PM IST

গোটা উত্তরবঙ্গ জুড়ে কালবৈশাখি শুরু হয় ৷ ঝড়ে মালদা শহরে কিছু হোর্ডিং ভেঙে পড়ে ৷ ঝড় ও বৃষ্টির সঙ্গে মালদায় শিলাবৃষ্টিও হয়েছে বেশ কিছুক্ষণ ৷ এই সময় শিলাবৃষ্টি আমচাষিদের সবসময়ই চিন্তায় রাখে ৷ কারণ, আমে শিলা পড়লে সেই আম নষ্ট হয়ে যায় ৷

image
ক্ষতির আশঙ্কা আমচাষে

মালদা, 15 এপ্রিল : লকডাউনের মধ্যেই সকালের কালবৈশাখিতে জেলার আমচাষে বড়সড় প্রভাব পড়ল৷ সকালথেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি । ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা জেলার আমচাষে । যদিও এনিয়ে এখনই কোনও তথ্য দিতে পারছে না জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর৷ তবে তারাও স্বীকার করে নিয়েছে, শিলাবৃষ্টিতে কোথাও কোথাও আমচাষে প্রভাব পড়েছে৷

আজ সকালে গোটা উত্তরবঙ্গ জুড়ে কালবৈশাখি শুরু হয় ৷ ঝড়ে মালদা শহরে কিছু হোর্ডিং ভেঙে পড়ে ৷ ঝড় ও বৃষ্টির সঙ্গে মালদায় শিলাবৃষ্টিও হয়েছে বেশ কিছুক্ষণ ৷ এই সময় শিলাবৃষ্টি আমচাষিদের সবসময়ই চিন্তায় রাখে ৷ কারণ, আমে শিলা পড়লে সেই আম নষ্ট হয়ে যায় ৷ আজ ইংরেজবাজার, পুরাতন মালদা ও কালিয়াচক 1 ব্লকে শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে ৷ অন্য ব্লকগুলিতে শিলাবৃষ্টি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি৷

পুরাতন মালদার আমচাষি নারায়ণ বসাক বলেন,''সকালে প্রায় 30 মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে ৷ শিলের আকার বড় না হলেও এতে আমের ক্ষতি যে হয়েছে, তা নিশ্চিত ৷ এখন আমের আকার সামান্য বড় হয়েছে ৷ এই সময়ে আমের যে অংশে শিল পড়বে, সেই জায়গা পচে যাওয়ার সম্ভবনা থাকে ৷'' আজ পুরাতন মালদার প্রায় সব জায়গাতেই শিলাবৃষ্টি হয়েছে৷

জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণেন্দু নন্দন বলেন, ''আজ সকালে কিছু সময়ের জন্য শিলাবৃষ্টি হয়েছে৷ তবে কোন কোন ব্লকে তা হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি৷ সৌভাগ্যের বিষয়, শিলার আকার খুব একটা বড় ছিল না৷ এতে ক্ষতির সম্ভাবনা খুব একটা নেই ৷ তবু আমরা এনিয়ে খোঁজখবর নিচ্ছি৷ তবে প্রতিবার আমের মরশুমে এমন 10-12টি দুর্যোগ ঘটেই থাকে ৷ আজ যে বৃষ্টি হয়েছে, তাতে আমের উপকার হয়েছে৷ এতে আমের বোঁটা শক্ত হবে৷ পোকামাকড়ের আক্রমণও কমে হবে । ''

মালদা, 15 এপ্রিল : লকডাউনের মধ্যেই সকালের কালবৈশাখিতে জেলার আমচাষে বড়সড় প্রভাব পড়ল৷ সকালথেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি । ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনা জেলার আমচাষে । যদিও এনিয়ে এখনই কোনও তথ্য দিতে পারছে না জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর৷ তবে তারাও স্বীকার করে নিয়েছে, শিলাবৃষ্টিতে কোথাও কোথাও আমচাষে প্রভাব পড়েছে৷

আজ সকালে গোটা উত্তরবঙ্গ জুড়ে কালবৈশাখি শুরু হয় ৷ ঝড়ে মালদা শহরে কিছু হোর্ডিং ভেঙে পড়ে ৷ ঝড় ও বৃষ্টির সঙ্গে মালদায় শিলাবৃষ্টিও হয়েছে বেশ কিছুক্ষণ ৷ এই সময় শিলাবৃষ্টি আমচাষিদের সবসময়ই চিন্তায় রাখে ৷ কারণ, আমে শিলা পড়লে সেই আম নষ্ট হয়ে যায় ৷ আজ ইংরেজবাজার, পুরাতন মালদা ও কালিয়াচক 1 ব্লকে শিলাবৃষ্টির খবর পাওয়া গিয়েছে ৷ অন্য ব্লকগুলিতে শিলাবৃষ্টি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি৷

পুরাতন মালদার আমচাষি নারায়ণ বসাক বলেন,''সকালে প্রায় 30 মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে ৷ শিলের আকার বড় না হলেও এতে আমের ক্ষতি যে হয়েছে, তা নিশ্চিত ৷ এখন আমের আকার সামান্য বড় হয়েছে ৷ এই সময়ে আমের যে অংশে শিল পড়বে, সেই জায়গা পচে যাওয়ার সম্ভবনা থাকে ৷'' আজ পুরাতন মালদার প্রায় সব জায়গাতেই শিলাবৃষ্টি হয়েছে৷

জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণেন্দু নন্দন বলেন, ''আজ সকালে কিছু সময়ের জন্য শিলাবৃষ্টি হয়েছে৷ তবে কোন কোন ব্লকে তা হয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি৷ সৌভাগ্যের বিষয়, শিলার আকার খুব একটা বড় ছিল না৷ এতে ক্ষতির সম্ভাবনা খুব একটা নেই ৷ তবু আমরা এনিয়ে খোঁজখবর নিচ্ছি৷ তবে প্রতিবার আমের মরশুমে এমন 10-12টি দুর্যোগ ঘটেই থাকে ৷ আজ যে বৃষ্টি হয়েছে, তাতে আমের উপকার হয়েছে৷ এতে আমের বোঁটা শক্ত হবে৷ পোকামাকড়ের আক্রমণও কমে হবে । ''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.