মালদা, 14 জুন : কলেজ ক্যাম্পাস সবুজ রাখতে অভিনব উদ্যোগ নিল মালদা কলেজ (innovative initiative to keep college campus green and plastic free in malda)। এতে সামিল হলেন জেলাশাসকও । পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়াতে প্রতিযোগিতার মাধ্যমে চলল শ্রমদান কর্মসূচি । পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী, হস্টেল স্টাফ, এনসিসি, এনএসএস ইউনিট সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন (cleanness drive in college campus) ।
জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, "আজ মালদা কলেজে শ্রমদান কর্মসূচি চলছে । গ্রিন কলেজ, ক্লিন কলেজ স্লোগানের সঙ্গে পড়ুয়া-শিক্ষক-শিক্ষাকর্মী সকলেই কলেজ চত্বর সাফাই করছেন । সকলের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে । আমি ইটিভি ভারতের মাধ্যমে শহরবাসীর কাছে আবেদন রাখছি, প্রত্যেকে যদি শহরের জন্য কিছু শ্রম দান করেন, তাহলে শহর আরও পরিষ্কার থাকবে ।"
আরও পড়ুন : Malda Occupied Market : রাত হলেই বসছে মদ-জুয়ার আসর, অসামাজিক লোকজনের দখলে চাঁচলের বাজার
মালদা কলেজের (Malda College) অধ্যক্ষ মানস কুমার বৈদ্য বলেন, "আজ আমরা শ্রমদানের মাধ্যমে কলেজ প্লাস্টিক মুক্ত রাখার কাজ করছি । আমাদের সঙ্গে হাত লাগিয়েছেন কলেজের প্রশাসক তথা মালদা জেলাশাসক ।" কলেজের 52 বিঘা ক্যাম্পাস প্লাস্টিক মুক্ত বা গ্রিন রাখা বেশ চ্যালেঞ্জের, জানালেন অধ্যক্ষ । ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়াতে এনসিসি, এনএসএস ইউনিট-সহ সমস্ত বিভাগকে ভাগ করে দেওয়া হয়েছে । যে দল যত বেশি প্লাস্টিক কুড়িয়ে আনবে, সেই হিসাবে তাদের পুরস্কৃত করা হবে ।