ETV Bharat / city

মেলেনি চাকরি, পুরোনো পথে ফেরার ইঙ্গিত প্রাক্তন KLO জঙ্গিদের

প্রতিশ্রুতি মত চাকরি না মিললে ফের পুরোনো পথেই ফিরে যাওয়ার ইঙ্গিত সমাজের মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন KLO জঙ্গিদের ।

প্রাক্তন KLO জঙ্গি
author img

By

Published : Jun 19, 2019, 11:07 PM IST

Updated : Jun 19, 2019, 11:14 PM IST

মালদা, 19 জুন : সমাজের মূলস্রোতে ফিরতে চেয়ে আগ্নেয়াস্ত্র ছেড়েছেন বহুদিন আগে । রাজ্য সরকার আত্মসমর্পণকারী KLO জঙ্গিদের জন্য চাকরির কথাও ঘোষণা করেছিলেন । কিন্তু এখনও জোটেনি চাকরি । চাকরির দাবিতে ফের একবার জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মালদা জেলার প্রাক্তন KLO জঙ্গিরা । প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানান তাঁরা । তারপরও যদি চাকরি না জোটে তবে আবার পুরোনো পথেই ফিরে যাবেন এমন ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন KLO জঙ্গিরা ।

ভিডিয়োয় দেখুন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন KLO জঙ্গিদের মূল স্রোতে ফেরার আবেদন জানিয়েছিলেন তখন মালদার হবিবপুর ও বামনগোলা ব্লকের বহু যুবক নিজেদের নাম লিখিয়েছিল । রতন রায় (প্রাক্তন KLO জঙ্গি)-এর কথা মত মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রাথমিক পর্যায়ে 36 জনকে হোমগার্ডের কাজে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন । সেইমতো জেলাশাসক, পুলিশ সুপারকে আবেদনপত্রও জমা দিয়েছিলেন তাঁরা । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল সামনে নির্বাচন রয়েছে । পরে বিষয়টি দেখা হবে । রতনবাবু বলেন, "আজকে আমরা DM স্যারের সঙ্গে কথা বললাম । তিনি বলেন বিষয়টা SP স্যারের বিষয় । তাঁর সঙ্গে আলোচনা করে আপনাদের ব্যপারটা আমরা দেখব ।" প্রতিশ্রুতি মতো যদি নিয়োগ না করা হয় তাহলে কী করবেন? উত্তরে রতনবাবু বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব । তারপর পরবর্তী পদক্ষেপ নেব । " যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি পুরোনো রাস্তায় ফিরে যাবেন? এপ্রশ্নের উত্তরে তিনি বলেন, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা ।

মালদা, 19 জুন : সমাজের মূলস্রোতে ফিরতে চেয়ে আগ্নেয়াস্ত্র ছেড়েছেন বহুদিন আগে । রাজ্য সরকার আত্মসমর্পণকারী KLO জঙ্গিদের জন্য চাকরির কথাও ঘোষণা করেছিলেন । কিন্তু এখনও জোটেনি চাকরি । চাকরির দাবিতে ফের একবার জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মালদা জেলার প্রাক্তন KLO জঙ্গিরা । প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানান তাঁরা । তারপরও যদি চাকরি না জোটে তবে আবার পুরোনো পথেই ফিরে যাবেন এমন ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন KLO জঙ্গিরা ।

ভিডিয়োয় দেখুন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন KLO জঙ্গিদের মূল স্রোতে ফেরার আবেদন জানিয়েছিলেন তখন মালদার হবিবপুর ও বামনগোলা ব্লকের বহু যুবক নিজেদের নাম লিখিয়েছিল । রতন রায় (প্রাক্তন KLO জঙ্গি)-এর কথা মত মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রাথমিক পর্যায়ে 36 জনকে হোমগার্ডের কাজে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন । সেইমতো জেলাশাসক, পুলিশ সুপারকে আবেদনপত্রও জমা দিয়েছিলেন তাঁরা । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল সামনে নির্বাচন রয়েছে । পরে বিষয়টি দেখা হবে । রতনবাবু বলেন, "আজকে আমরা DM স্যারের সঙ্গে কথা বললাম । তিনি বলেন বিষয়টা SP স্যারের বিষয় । তাঁর সঙ্গে আলোচনা করে আপনাদের ব্যপারটা আমরা দেখব ।" প্রতিশ্রুতি মতো যদি নিয়োগ না করা হয় তাহলে কী করবেন? উত্তরে রতনবাবু বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব । তারপর পরবর্তী পদক্ষেপ নেব । " যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি পুরোনো রাস্তায় ফিরে যাবেন? এপ্রশ্নের উত্তরে তিনি বলেন, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা ।

Intro:মালদা, ১৯ জুনঃ আগ্নেয়াস্ত্র ছেড়েছেন বহুদিন আগে। রাজ্য সরকার আত্মসমর্পনকারী কেএলও জঙ্গিদের চাকরির কথা ঘোষণা করলেও এখনও জোটেনি কোনও কাজ। চাকরির দাবিতে ফের একবার জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মালদা জেলার প্রাক্তন কেএলও জঙ্গিরা। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানান তারা। তারপরেও সমস্যার সমাধান না হলে পুরোনো পথে ফিরে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন কেএলও জঙ্গিরা।Body:আগ্নেয়াস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতে চাওয়া কেএলও জঙ্গিদের চাকরির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। ঘোষণা অনুযায়ী বছর খানেক আগে উত্তরবঙ্গের তিন জেলার প্রায় ৩৫ জনকে হোমগার্ডের কাজে নিয়োগ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেসব থেকে বঞ্চিত মালদার প্রাক্তন কেএলও জঙ্গিরা। মালদা জেলায় প্রায় ৫০ জন কেএলও জঙ্গি আত্মসমর্পন করে। মাস তিনেক আগে চাকরির দাবিতে জেলাশাসক ও পুলিশের সুপারের দ্বারস্থ হয়েছিলেন তারা। কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় তাদের আর নিয়োগ করা হয়নি। আজ ফের নিজেদের দাবিতে জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তাঁরা।Conclusion:রতন রায় নামে এক প্রাক্তন কেএলও জঙ্গি জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের তিন জেলার আত্মসমর্পনকারী ৩৬ জন কেএলও জঙ্গিকে প্রাথমিক পর্যায়ে চাকরি দিয়েছেন। আমরাও মালদার জেলাশাসক, পুলিশসুপারকে আবেদন জানিয়েছি। প্রশাসনের তরফ থেকে নির্বাচনের পরে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। জেলার প্রশাসনিক কর্তারা আমাদের কোনও ব্যবস্থা না করলে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব।” সমস্যার সমাধান না হলে কি পুরোনো রাস্তায় ফিরে যাবেন, এপ্রশ্নের উত্তরে তিনি বলেন, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তাঁরা।
Last Updated : Jun 19, 2019, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.