মালদা, 9 জুন : তিন বছরের বাচ্চা মেয়ে । তার স্কুলে অভিভাবকদের মিটিং ছিল । সেই মিটিংয়ে গিয়ে মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিল এক মহিলা । স্কুলের কাছেই বাপের বাড়ি । শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে এভাবে বাপের বাড়ি যাওয়ার 'অপরাধে' এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল । এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায় ৷ মৃত মহিলার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করার পর ওই তাকে ঘরে সিলিং ফ্যানের হুক থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় পুলিশের কাছে তারা অভিযোগ জানাবে । এদিকে স্থানীয় হাসপাতালে ওই মহিলাকে মৃত ঘোষণা করার পরেই গা ঢাকা দিয়েছে তার স্বামী ৷ অভিযোগ দায়ের হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মালদা থানার পুলিশ ৷ মৃত মহিলার নাম মামণি মণ্ডল ৷ বয়স ২২ বছর ৷ বাবার বাড়ি পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাঞ্চনজঙ্ঘা পল্লিতে ৷
বছর পাঁচেক আগে দেখাশোনা করে দুজনের বিয়ে হয় । অভিযুক্ত স্বামী নিতাই মণ্ডল কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা ৷ নিতাই পেশায় ট্যাঙ্কারচালক ৷ তাদের যৌথ পরিবার ৷ আজ সকালে নিজের ঘর থেকে মামণিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন ৷ সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ এরপরেই স্বাস্থ্যকেন্দ্র চত্বর থেকে উধাও হয়ে যায় নিতাই ৷
মামণির দাদা পরিতোষ মণ্ডলের অভিযোগ, “বোনের শ্বশুরবাড়িতে মাঝেমধ্যেই ঝামেলা হত ৷ ঝগড়া, মারামারি পর্যন্ত চলত ৷ বোনকে আমাদের বাড়ি আসতে দিত না ৷ এনিয়ে জামাইয়ের পাশাপাশি বোনের শাশুড়িও তার সঙ্গে ঝামেলা করত ৷ আমার তিন বছরের ভাগনি বাচামারি এলাকার একটি স্কুলে পড়ে ৷ লকডাউন নিয়ে গত শনিবার ওই স্কুলে অভিভাবকদের মিটিং ছিল ৷ বোন সেখানে এসেছিল ৷ ওই স্কুল থেকে আমাদের বাড়ি খুব কাছে ৷ সেদিন বোন আমাদের বাড়িতে আসে ৷ ফলে তার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায় ৷ এনিয়েও সেদিন ওর শ্বশুরবাড়িতে চরম ঝামেলা হয় ৷ সেদিন মাঝরাতে বোন ফোন করে বলে, আমরা যেন তাকে নিয়ে আসি ৷ তা না হলে জামাই সহ শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরে ফেলবে ৷ শেষ পর্যন্ত আজ সকালে আমরা খবর পাই, বোন মারা গিয়েছে ৷ তাকে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে ৷ খবর পেয়েই আমরা স্বাস্থ্যকেন্দ্রে আসি ৷ দেখি, ট্যাক্সি ভাড়া করে দিদিকে নিয়ে আসা হয়েছে৷ জামাই নিতাইও সেখানে রয়েছে৷ কিন্তু চিকিৎসকরা বোনকে মৃত ঘোষণা করতেই নিতাই সেখান থেকে পালিয়ে যায় ৷ আমরা নিশ্চিত, আমার বোনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ আমরা নিতাই সহ তার পরিবারের সবার কঠোর শাস্তি দাবি করছি ৷”
মালদা থানার পুলিশ জানিয়েছে, মালদা কোর্ট স্টেশনে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ এখনও পর্যন্ত এনিয়ে কেউ কোনও অভিযোগ দায়ের করেনি৷ অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ ।