মালদা, 23 জুন : উচ্চশিক্ষার জন্য কোনও কলেজ নেই (Hindi Medium College)। তাই অনেক ছাত্রছাত্রী পড়াশোনাই ছেড়ে দিচ্ছে । বর্তমান সময়ে এই ঘটনা রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে বোধহয় বড়ই লজ্জার ।
বাস্তবে এমন ঘটনাই ঘটছে মালদায় ৷ উচ্চমাধ্যমিকের পর চরম সমস্যায় পড়েছে মালদা জেলার হিন্দিভাষী পড়ুয়ারা । উচ্চশিক্ষার জন্য তাদের যেতে হচ্ছে ভিন জেলা কিংবা ভিন রাজ্যে। কারণ এই জেলায় হিন্দিভাষীদের জন্য কোনও কলেজ নেই । গোটা রাজ্যে দু’চারটি এমন কলেজ থাকলেও, তা বড্ড অপ্রতুল । তাই মালদার গরিব ছাত্রছাত্রীদের একটি অংশ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে । এনিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও ।
মালদা জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের হিন্দি ভাষার একমাত্র স্কুল হল জেএমএস হিন্দি হাইস্কুল । স্কুলটি মালদা শহরের দক্ষিণ বালুচর এলাকায় অবস্থিত । গোটা জেলার হিন্দি ভাষাভাষী পড়ুয়ারা এই স্কুলেই ভর্তি হয় । স্কুলে পড়ুয়ার সংখ্যাও নেহাত কম নয় । হাজার দেড়েকের বেশি । কিন্তু উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তাদের চিন্তার শেষ থাকে না । জেলায় হিন্দি ভাষার কোনও কলেজ না থাকায় তাদের বাইরে পড়তে যাওয়া ছাড়া উপায় থাকে না । যেসব পড়ুয়ার অভিভাবকদের সামর্থ্য রয়েছে, তাদের হয়তো কোনও অসুবিধে হয় না । কিন্তু এই স্কুলে অনেক নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও পড়াশোনা করে । তাদের অধিকাংশই পড়াশোনা বন্ধ করে দেয় । তারা চাইছে, রাজ্য সরকার এই জেলাতেও হিন্দি ভাষার একটি কলেজ দ্রুত চালু করুক (Hindi Medium students facing problems in Malda)।
এই স্কুল থেকেই এবার উচ্চমাধ্যমিক পাশ করেছে কিষানকুমার ঠাকুর । তার বাবা রান্নার কাজ করেন । সে বলে, "এখানে কোনও হিন্দি কলেজ না থাকায় আমাদের ভীষণই সমস্যা । অনেকে উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যায় । কিন্তু সবার সেই সামর্থ্য থাকে না । যেমন আমার বাবা রান্নার কাজ করেন । বাইরে গিয়ে পড়াশোনা করার খরচ অনেক । সেই সামর্থ্য তাঁর নেই । তাই অন্য বিষয় নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও আমাকে মালদা কলেজে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়তে হবে । জেলায় একটি হিন্দি কলেজ থাকলে আমাদের খুব ভালো হত । আমরা চাই, মালদায় একটি হিন্দি ভাষার কলেজ খোলা হোক ।"
মেয়ে এবার ভালো নম্বর পেয়েই উচ্চমাধ্যমিক পাশ করেছে । কিন্তু জেলায় কোনও হিন্দি কলেজ না থাকায় মেয়েকে পুনেতে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয় খান্দারিয়া । তিনি বলেন, "এখানে হিন্দি কলেজ থাকলে মেয়েকে বাইরে পাঠাতাম না । কিন্তু তেমন কলেজ না থাকায় তাকে পুনেতে ভর্তি করতে বাধ্য হচ্ছি । এতে আমার অতিরিক্ত খরচ হবে । জেলায় একটি হিন্দি কলেজ থাকলে খুব ভালো হত ।"
আরও পড়ুন : Malda Scholar Student : আমেরিকার বিশ্ববিদ্য়ালয়ে গবেষণার ডাক পেলেন মালদার ছাত্র
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেএমএস হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দকুমার রামও । তিনি বলেন, "প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত কোনও সমস্যা নেই । কিন্তু উচ্চমাধ্যমিক পাশ করার পরেই হিন্দিভাষী পড়ুয়াদের সমস্যা শুরু । এই ছেলেমেয়েদের সিংহভাগ সামান্য বাংলা জানলেও ঠিকমতো লিখতে বা পড়তে পারে না । যারা ভালো বাংলা জানে, তাদের অবশ্য কলেজে ভর্তিতে কোনও সমস্যা হয় না । কিন্তু সেই সংখ্যাটা হাতে গোনা ।
তবে বেশিরভাগ ছেলেমেয়ে পাশাপাশি রাজ্যগুলিতে উচ্চশিক্ষার জন্য চলে যায় । অনেকে ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে । কিছু ছেলেমেয়ে তো পড়াশোনাই ছেড়ে দেয় । কারণ, তাদের অভিভাবকদের সেই খরচ করার সামর্থ্য নেই । এটা হিন্দিভাষী পড়ুয়াদের দুর্ভাগ্য । দক্ষিণবঙ্গে দু’চারটি হিন্দিভাষীদের জন্য কলেজ রয়েছে । উত্তরবঙ্গেও দু’একটি রয়েছে । কিন্তু মালদায় হিন্দিভাষীদের জন্য কোনও কলেজ নেই । তবে অন্য জেলায় হিন্দিভাষীদের জন্য কলেজ থাকলেও সেখানে সব বিষয়ে পড়াশোনা করার সুযোগ নেই । সরকারের তরফেও হিন্দিভাষী পড়ুয়াদের জন্য পর্যাপ্ত কলেজের ব্যবস্থা করা হচ্ছে না । এটাও একটা দুর্ভাগ্য ।"