ETV Bharat / city

Malda Gambling Controversy : মালদায় যুবকের দেহ উদ্ধারে জুয়ার আসরের যোগ ! সরব পরিবার

মালদায় জুয়ার আসরের সংখ্যা মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ ৷ গতকাল জুয়ার আসরে বচসার জেরে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে ৷ তার পর এক যুবকের দেহ উদ্ধার হল (Malda Youth Dead Body Recovered) ৷ সেই ঘটনাতেও জুয়ার আসরের যোগ রয়েছে বলে পরিবারের দাবি ৷

family-of-died-youth-raises-murder-allegation-against-malda-gambling-group
Malda Gambling Controversy : মালদায় যুবকের দেহ উদ্ধারে জুয়ার আসরের যোগ ! সরব পরিবার
author img

By

Published : May 6, 2022, 9:02 PM IST

মালদা, 6 মে : মালদা শহরে রমরমিয়ে চলছে জুয়ার আসর । ইদের বাজারে আসরের সংখ্যা আরও বেড়েছে বলে অভিযোগ । গতকাল ভোরে এমনই এক আসরে বিবাদের জেরে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় এখনও শহরের পরিস্থিতি তপ্ত হয়ে রয়েছে ।

এরই মধ্যে আজ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের (Malda Youth Dead Body Recovered) ঘটনায় ফের জুয়ার আসরের বিষয় সামনে এসেছে । মৃত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, এই ঘটনার পিছনেও রয়েছে জুয়াড়িদের হাত (Family of Died Youth Raises Murder Allegation against Malda Gambling Group) । সব মিলিয়ে আরও একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ।

আজ সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় মহানন্দা নদীর ব্রিজের নীচে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় । নদীতে মৎস্যজীবীদের জাল বাঁধার বাঁশ থেকে দেহটি ঝুলছিল । স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখে মালদা থানায় খবর দেন । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় নেশা করার কাফ সিরাপের খালি বোতল । তবে যেভাবে দেহটি ঝুলছিল, তাতে এই ঘটনা খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে সন্দেহ রয়েছে স্থানীয়দের । যদিও এলাকার কেউ ওই যুবককে চিনতে পারেননি ।

প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে বিষয়টি নজরে আসে আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের । তিনি বলেন, “প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে দেখি, ব্রিজের উপর প্রচুর মানুষের ভিড় । সবাই নীচে তাকিয়ে রয়েছে । কৌতুহলবশত আমিও সেখান থেকে নীচে তাকাই । দেখি, গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবক বাঁশ থেকে ঝুলছে । তা দেখেই আমি ব্রিজ থেকে নীচে নেমে আসি । এখানে এসে দেখি, কাফ সিরাপের একটি খালি বোতল পড়ে রয়েছে । এই যুবক একা নেশা করেছে, নাকি তাঁর সঙ্গে আরও কেউ ছিল, তা বোঝা যাচ্ছে না । তবে দেখে মনে হচ্ছে, এই যুবককে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।”

অবশ্য পরে মৃত যুবকের পরিচয় জানা যায় । তাঁর নাম রফিকুল সবজি । বয়স 24 বছর । মালদা শহরের বক্ষাটুলির বাসিন্দা । তিনি পেশায় কলমিস্ত্রি ছিলেন । তাঁর বাবা মোস্তাকিম সবজি পেশায় শ্রমিক । মা কাশ্মীরা বিবি গৃহবধূ । রফিকুলরা পাঁচ ভাই, এক বোন । মায়ের অভিযোগ, “আমাদের এলাকায় সম্প্রতি একটি ক্লাব খোলা হয়েছে । ইদ উপলক্ষ্যে সেখানে তিনদিন ধরে মদ আর জুয়ার আসর বসছে । আমার ছেলে সেখানে যায়নি । বুধবার রাত ন’টা নাগাদ ছেলে সেখানে প্রথম ঢোকে । ভোরবেলা সে ক্লাব থেকে এক বন্ধুর বাড়িতে ঘুমোতে যায় । গতকাল সকাল ছ’টা নাগাদ ক্লাবের ছেলেরা ছেলেকে ঘুম থেকে তুলে ক্লাবঘরে নিয়ে যায় ।’’

তাঁর আরও দাবি, ‘‘পরে জানতে পারি, বুধবার জুয়ার আসর থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছিল । জুয়াড়িরা তার জন্য আমার ছেলেকে সন্দেহ করে । গতকাল বিকেল পর্যন্ত ছেলেকে ক্লাবঘরে রেখে বেধড়ক মারধর করে ওরা । মারের চোটে ছেলে মোবাইল চুরির দায় নিজের কাঁধে নিয়ে নেয় । গতকাল বেলা তিনটে পর্যন্ত ওরা ছেলের উপর অত্যাচার চালায় । তারপর ছেড়ে দেয় ।’’

তিনি বলেন, ‘‘তখন থেকেই ছেলেকে আর পাচ্ছিলাম না । আজ সকালে ছেলেকে মরা অবস্থায় পাই । আমার ছেলে আত্মহত্যা করেনি । ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । নইলে ও কেন নৌকার কাছে গলায় ফাঁস দিতে যাবে ?”

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ।

আরও পড়ুন : Businessman shot : জুয়ার আসরে বচসার জেরে মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

মালদা, 6 মে : মালদা শহরে রমরমিয়ে চলছে জুয়ার আসর । ইদের বাজারে আসরের সংখ্যা আরও বেড়েছে বলে অভিযোগ । গতকাল ভোরে এমনই এক আসরে বিবাদের জেরে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় এখনও শহরের পরিস্থিতি তপ্ত হয়ে রয়েছে ।

এরই মধ্যে আজ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের (Malda Youth Dead Body Recovered) ঘটনায় ফের জুয়ার আসরের বিষয় সামনে এসেছে । মৃত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, এই ঘটনার পিছনেও রয়েছে জুয়াড়িদের হাত (Family of Died Youth Raises Murder Allegation against Malda Gambling Group) । সব মিলিয়ে আরও একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ।

আজ সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় মহানন্দা নদীর ব্রিজের নীচে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় । নদীতে মৎস্যজীবীদের জাল বাঁধার বাঁশ থেকে দেহটি ঝুলছিল । স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখে মালদা থানায় খবর দেন । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় নেশা করার কাফ সিরাপের খালি বোতল । তবে যেভাবে দেহটি ঝুলছিল, তাতে এই ঘটনা খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে সন্দেহ রয়েছে স্থানীয়দের । যদিও এলাকার কেউ ওই যুবককে চিনতে পারেননি ।

প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে বিষয়টি নজরে আসে আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের । তিনি বলেন, “প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে দেখি, ব্রিজের উপর প্রচুর মানুষের ভিড় । সবাই নীচে তাকিয়ে রয়েছে । কৌতুহলবশত আমিও সেখান থেকে নীচে তাকাই । দেখি, গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবক বাঁশ থেকে ঝুলছে । তা দেখেই আমি ব্রিজ থেকে নীচে নেমে আসি । এখানে এসে দেখি, কাফ সিরাপের একটি খালি বোতল পড়ে রয়েছে । এই যুবক একা নেশা করেছে, নাকি তাঁর সঙ্গে আরও কেউ ছিল, তা বোঝা যাচ্ছে না । তবে দেখে মনে হচ্ছে, এই যুবককে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।”

অবশ্য পরে মৃত যুবকের পরিচয় জানা যায় । তাঁর নাম রফিকুল সবজি । বয়স 24 বছর । মালদা শহরের বক্ষাটুলির বাসিন্দা । তিনি পেশায় কলমিস্ত্রি ছিলেন । তাঁর বাবা মোস্তাকিম সবজি পেশায় শ্রমিক । মা কাশ্মীরা বিবি গৃহবধূ । রফিকুলরা পাঁচ ভাই, এক বোন । মায়ের অভিযোগ, “আমাদের এলাকায় সম্প্রতি একটি ক্লাব খোলা হয়েছে । ইদ উপলক্ষ্যে সেখানে তিনদিন ধরে মদ আর জুয়ার আসর বসছে । আমার ছেলে সেখানে যায়নি । বুধবার রাত ন’টা নাগাদ ছেলে সেখানে প্রথম ঢোকে । ভোরবেলা সে ক্লাব থেকে এক বন্ধুর বাড়িতে ঘুমোতে যায় । গতকাল সকাল ছ’টা নাগাদ ক্লাবের ছেলেরা ছেলেকে ঘুম থেকে তুলে ক্লাবঘরে নিয়ে যায় ।’’

তাঁর আরও দাবি, ‘‘পরে জানতে পারি, বুধবার জুয়ার আসর থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছিল । জুয়াড়িরা তার জন্য আমার ছেলেকে সন্দেহ করে । গতকাল বিকেল পর্যন্ত ছেলেকে ক্লাবঘরে রেখে বেধড়ক মারধর করে ওরা । মারের চোটে ছেলে মোবাইল চুরির দায় নিজের কাঁধে নিয়ে নেয় । গতকাল বেলা তিনটে পর্যন্ত ওরা ছেলের উপর অত্যাচার চালায় । তারপর ছেড়ে দেয় ।’’

তিনি বলেন, ‘‘তখন থেকেই ছেলেকে আর পাচ্ছিলাম না । আজ সকালে ছেলেকে মরা অবস্থায় পাই । আমার ছেলে আত্মহত্যা করেনি । ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । নইলে ও কেন নৌকার কাছে গলায় ফাঁস দিতে যাবে ?”

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ।

আরও পড়ুন : Businessman shot : জুয়ার আসরে বচসার জেরে মালদায় গুলিবিদ্ধ ব্যবসায়ী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.