ETV Bharat / city

Rabindra Jayanti Celebration in Malda: দু'বছর পরও মালদায় জন্ম দিবসে তালাবন্দি রবীন্দ্রনাথের মূর্তি - Rabindra Jayanti Celebration

'বন্দি' রবীন্দ্রনাথ ! প্রশাসনের উদাসীনতায় জন্মজয়ন্তীতেও ঝুলে ভরা আবক্ষ মূর্তি দেখা গেল মালদায় (Even after two years Rabindranath statue locked in Malda)। অথচ রবীন্দ্রভবনের ওই বিল্ডিংয়ে তথ্য সংস্কৃতি দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান (Rabindra Jayanti Celebration in Malda) ।

Even after two years Rabindranath statue locked in Malda
Rabindra Jayanti Celebration
author img

By

Published : May 9, 2022, 2:02 PM IST

মালদা, 9 মে : ঝুলে ভরা আবক্ষ মূর্তি ! কয়েক বছরের একটা শুকনো মালা মূর্তির গলায় ঝুলছে । মূর্তির চারপাশ নোংরা আবর্জনায় ভরে গিয়েছে । গেটে একটি বড় তালা লাগানো (Even after two years Rabindranath statue locked in Malda) ৷

মালদায় জন্ম দিবসে এভাবেই তালাবন্দি খোদ রবীন্দ্রনাথ । অথচ রবীন্দ্রভবনের ওই বিল্ডিংয়ে তথ্য সংস্কৃতি দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হযেছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান । কেন জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথের মূর্তি পরিষ্কার করা হয়নি, কেন একটা মালা পড়ানো হয়নি, এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শাশ্বতী সাহা । তাঁর দাবি, ওই মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হয়নি বলেই পাশেই অনুষ্ঠান করে কবিগুরুকে সম্মান জানানো হয়েছে (Rabindra Jayanti Celebration in Malda) ।

Even after two years Rabindranath statue locked in Malda
দু'বছর পরও মালদায় জন্ম দিবসে তালাবন্দি রবীন্দ্রনাথের মূর্তি

জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শাশ্বতী সাহা বলেন, "এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না । কারণ সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়নি বলেই, এখানে আমরা কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি । রবীন্দ্রভবন নিয়ে আমি কিছুই বলতে পারব না । কেন না আমার ভূমিকা এখানে দ্বাররক্ষীর মতো । জেলাশাসক হলেন চেয়ারম্যান, আমি মেম্বার সেক্রেটারি । রবীন্দ্রভবনের অনেকটা সংস্কার হয়েছে । টেকনিক্যাল কিছু সমস্যার জন্য কাজ আপাতত আটকে রয়েছে । তবে সরকার টাকা দিচ্ছে, খুব তাড়াতাড়ি রবীন্দ্রভবনের সংস্কারের কাজ শেষ হবে ।"

দু'বছর পরও মালদায় জন্ম দিবসে তালাবন্দি রবীন্দ্রনাথের মূর্তি

আরও পড়ুন : Visva Bharati Celebrate Rabindra Jayanti : নানান অনুষ্ঠানে বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মোৎসব উদযাপন

উল্লেখ্য, লকডাউন চলাকালীন ঠিক একই ছবি তুলে ধরেছিল ইটিভি ভারত । সেই সময়ও কার্যত বন্দি থাকতে দেখা গিয়েছিল রবীন্দ্রনাথকে । সেই ঘটনার দু'বছর পেরিয়ে গেলেও এখনও সংস্কার হয়নি রবীন্দ্রভবন । জেলা প্রশাসনের অবহেলায় আরও একটা জন্মদিন যেন 'বন্দিদশা'তে কাটাল রবীন্দ্রনাথের ।

মালদা, 9 মে : ঝুলে ভরা আবক্ষ মূর্তি ! কয়েক বছরের একটা শুকনো মালা মূর্তির গলায় ঝুলছে । মূর্তির চারপাশ নোংরা আবর্জনায় ভরে গিয়েছে । গেটে একটি বড় তালা লাগানো (Even after two years Rabindranath statue locked in Malda) ৷

মালদায় জন্ম দিবসে এভাবেই তালাবন্দি খোদ রবীন্দ্রনাথ । অথচ রবীন্দ্রভবনের ওই বিল্ডিংয়ে তথ্য সংস্কৃতি দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হযেছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান । কেন জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথের মূর্তি পরিষ্কার করা হয়নি, কেন একটা মালা পড়ানো হয়নি, এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শাশ্বতী সাহা । তাঁর দাবি, ওই মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হয়নি বলেই পাশেই অনুষ্ঠান করে কবিগুরুকে সম্মান জানানো হয়েছে (Rabindra Jayanti Celebration in Malda) ।

Even after two years Rabindranath statue locked in Malda
দু'বছর পরও মালদায় জন্ম দিবসে তালাবন্দি রবীন্দ্রনাথের মূর্তি

জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শাশ্বতী সাহা বলেন, "এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না । কারণ সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়নি বলেই, এখানে আমরা কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি । রবীন্দ্রভবন নিয়ে আমি কিছুই বলতে পারব না । কেন না আমার ভূমিকা এখানে দ্বাররক্ষীর মতো । জেলাশাসক হলেন চেয়ারম্যান, আমি মেম্বার সেক্রেটারি । রবীন্দ্রভবনের অনেকটা সংস্কার হয়েছে । টেকনিক্যাল কিছু সমস্যার জন্য কাজ আপাতত আটকে রয়েছে । তবে সরকার টাকা দিচ্ছে, খুব তাড়াতাড়ি রবীন্দ্রভবনের সংস্কারের কাজ শেষ হবে ।"

দু'বছর পরও মালদায় জন্ম দিবসে তালাবন্দি রবীন্দ্রনাথের মূর্তি

আরও পড়ুন : Visva Bharati Celebrate Rabindra Jayanti : নানান অনুষ্ঠানে বিশ্বভারতীতে রবীন্দ্র জন্মোৎসব উদযাপন

উল্লেখ্য, লকডাউন চলাকালীন ঠিক একই ছবি তুলে ধরেছিল ইটিভি ভারত । সেই সময়ও কার্যত বন্দি থাকতে দেখা গিয়েছিল রবীন্দ্রনাথকে । সেই ঘটনার দু'বছর পেরিয়ে গেলেও এখনও সংস্কার হয়নি রবীন্দ্রভবন । জেলা প্রশাসনের অবহেলায় আরও একটা জন্মদিন যেন 'বন্দিদশা'তে কাটাল রবীন্দ্রনাথের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.