মালদা, 7 জুন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী BJP-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আগামী 9 জুন ভার্চুয়াল র্যালি করবেন । তা সফল করতে আজ পুরনো মালদায় সাইকেল র্যালির আয়োজন করলো জেলা BJP । সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় থেকে ডিস্কো মোড় পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন করা হয় ৷ নেতৃত্ব দেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ উপস্থিত ছিলেন দলের নেতারা ৷
খগেনবাবু বলেন, “আগামী 9 জুন সকাল 11টায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির বিশাল ভার্চুয়াল র্যালি অনুষ্ঠিত হতে চলেছে ৷ তাকে সফল করার জন্য আজ দলের পক্ষ থেকে আমরা সমস্ত মানুষকে এই র্যালিতে সমিল হওয়ার আবেদন জানাচ্ছি ৷ এমন ভার্চুয়াল র্যালির প্রথম অভিজ্ঞতা হতে চলেছে ৷" তাঁর অভিযোগ, “এই রাজ্যে আমরা বিভিন্নভাবে শাসক তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছি ৷ নিজেদের কথা বলতে গিয়ে দলের জন প্রতিনিধি ও কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন ৷ তাঁদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ৷”
আমফানের ক্ষতিপূরণ নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগেন সাংসদ । তিনি বলেন, “আমফান ঝড়ে ক্ষতির মুখে পড়েছে প্রচুর মানুষ ৷ সেই খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্গত এলাকা পরিদর্শনে রাজ্যে এসেছিলেন ৷ ফিরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এই রাজ্যের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন ৷ সেই টাকা তিনি পাঠিয়ে দিয়েছেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রী সেই টাকা দুর্গত মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন ৷ যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁদের এই টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এভাবে কেন্দ্রের টাকা চুরি করা হচ্ছে ৷”
লকডাউন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলে সংসদের দাবি । তাঁর মতে, " এই রাজ্যে কাজ নেই৷ তাই মানুষকে ভিনরাজ্যে কাজে যেতে হয় ৷ এদের ঘরে ফেরাতে কেন্দ্রীয় সরকার ট্রেন দিয়েছিল ৷ কিন্তু মুখ্যমন্ত্রী সেই ট্রেন না নিয়ে এই মানুষগুলিকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন ৷ এই রাজ্যের মানুষের জন্য ২,৪৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও মানুষ খাবার পাচ্ছেন না ৷ লুট হচ্ছে, চুরি হচ্ছে ৷ তৃণমূলের লোকজন এর সঙ্গে জড়িত ৷ তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, এই রাজ্যে আর অন্যায় হতে দেওয়া যাবে না ৷ আমাদের স্লোগান, আর নয় মমতা পশ্চিম বাংলায় ৷ আগামী 9 জুন ভার্চুয়াল র্যালির আয়োজন করা হয়েছে ৷ অমিতজি স্লোগান তুলেছেন, বাংলায় নব নির্মাণ ৷ আমরা এই রাজ্যে নব নির্মাণ করব ৷ তার জন্য গোটা রাজ্যেই আমাদের আন্দোলন চলছে ৷”
র্যালি প্রসঙ্গে সাংসদ বার্তা দেন, আগামী 9 জুন সকাল 11টা থেকে দুপুর 12টা15 পর্যন্ত প্রতিটি মানুষ যেন টিভির পর্দায় অমিত শাহ-র ভার্চুয়াল র্যালি দেখেন । তাতে অংশ নেন । সেদিন প্রত্যেকে যেন সামাজিক দূরত্ববিধি মেনে র্যালিতে অংশ নেন । বিভিন্ন সোশাল মিডিয়া ও ইউটিউবের মাধ্যমে ওই কর্মসূচিতে অংশ নেওয়া যাবে বলে জানিয়েছেন সংসদ ৷