ETV Bharat / city

Fire Operator Recruitment Case: ফায়ার অপারেটর নিয়োগ দুর্নীতিতে পিএসসি-কে জরিমানা হাইকোর্টের

পাবলিক সার্ভিস কমিশনকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট ৷ দমকলের ফায়ার অপারেটর নিয়োগ দুর্নীতি মামলায় হলফনামা দিতে দেরি করায় কমিশনকে 10 হাজার টাকা জরিমানা করেছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Calcutta HC Fined PSC in Fire Operator Recruitment Corruption Case) ৷

Calcutta HC Fined PSC in Fire Operator Recruitment Corruption Case
Calcutta HC Fined PSC in Fire Operator Recruitment Corruption Case
author img

By

Published : Jul 18, 2022, 3:26 PM IST

কলকাতা, 18 জুলাই: দমকলের ফায়ার অপারেটর নিয়োগ দুর্নীতি মামলায় পাবলিক সার্ভিস কমিশনকে এ বার জরিমানা করল কলকাতা হাইকোর্ট ৷ 10 হাজার টাকার জরিমানা করেছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Calcutta HC Fined PSC in Fire Operator Recruitment Corruption Case) ৷ এই মামলায় পাবলিক সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়ে হলফনামা দিতে বলেছিল আদালত ৷ কিন্তু, এ দিন শুনানিতে কমিশনের আইনজীবী হলফনামা দিতে আরও সময় চান ৷ এতেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতিরা ৷ মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর ৷

দমকলের ফায়ার অপারেটর নিয়োগ মামলায় গত 11 জুলাইয়ের শুনানিতেও অতিরিক্ত সময় চায় পাবলিক সার্ভিস কমিশন ৷ সে দিন শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন বিচারপতিরা এবং নির্দেশ দেন 18 জুলাই অর্থাৎ, আজ আদালতে কমিশনকে হলফনামা জমা দিতে হবে ৷ কিন্তু, এ দিনও কমিশনের হয়ে আইনজীবী আরও সময়ের আবেদন করেন ৷ বারবার সময় চাওয়ায় রীতিমত ক্ষুব্ধ হয়ে যান বিচারপতিরা ৷ পাবলিক সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করে তাঁরা জানান, এমনভাবে সময় নষ্ট করলে, মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয় এবং এতে মামলার উপরেও প্রভাব পড়বে ৷ এর পরেই কমিশনের বিরুদ্ধে 10 হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত ৷ আগামী 1 সপ্তাহের মধ্যে সেই টাকা জমা করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: HC on Fire Operator Recruitment: 15 দিনের জন্য বাড়ল ফায়ার অপারেটর পদে নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ

পাশাপাশি, দমকলের ফায়ার অপারেটর নিয়োগের উপরে আরও 4 সপ্তাহ স্থগিতাদেশ দেওয়া হয়েছে ৷ 8 অগাস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে ৷ প্রসঙ্গত, দমকল দফতরের তরফে 1 হাজার 450 জন ফায়ার অপারেটর নিয়োগের জন্য 2018 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন ৷ লিখিত পরীক্ষা থেকে মোট 5 হাজার 375 জনকে ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হয় ৷ কিন্তু, সংরক্ষিত পদে জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের নিয়োগ এবং লিখিত পরীক্ষায় দু’টি প্রশ্নে ভুল ছিল ৷ এই অভিযোগে স্যাটে মামলা করেন একাংশ চাকরিপ্রার্থী ৷ কিন্তু স্যাট সেই মামলা খারিজ করে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা ৷ গত ৪ জুলাই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিল ৷ সেই স্থগিতাদেশ আপাতত আরও 4 সপ্তাহ বাড়ানো হয়েছে ৷

কলকাতা, 18 জুলাই: দমকলের ফায়ার অপারেটর নিয়োগ দুর্নীতি মামলায় পাবলিক সার্ভিস কমিশনকে এ বার জরিমানা করল কলকাতা হাইকোর্ট ৷ 10 হাজার টাকার জরিমানা করেছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Calcutta HC Fined PSC in Fire Operator Recruitment Corruption Case) ৷ এই মামলায় পাবলিক সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়ে হলফনামা দিতে বলেছিল আদালত ৷ কিন্তু, এ দিন শুনানিতে কমিশনের আইনজীবী হলফনামা দিতে আরও সময় চান ৷ এতেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতিরা ৷ মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর ৷

দমকলের ফায়ার অপারেটর নিয়োগ মামলায় গত 11 জুলাইয়ের শুনানিতেও অতিরিক্ত সময় চায় পাবলিক সার্ভিস কমিশন ৷ সে দিন শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন বিচারপতিরা এবং নির্দেশ দেন 18 জুলাই অর্থাৎ, আজ আদালতে কমিশনকে হলফনামা জমা দিতে হবে ৷ কিন্তু, এ দিনও কমিশনের হয়ে আইনজীবী আরও সময়ের আবেদন করেন ৷ বারবার সময় চাওয়ায় রীতিমত ক্ষুব্ধ হয়ে যান বিচারপতিরা ৷ পাবলিক সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করে তাঁরা জানান, এমনভাবে সময় নষ্ট করলে, মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয় এবং এতে মামলার উপরেও প্রভাব পড়বে ৷ এর পরেই কমিশনের বিরুদ্ধে 10 হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত ৷ আগামী 1 সপ্তাহের মধ্যে সেই টাকা জমা করতে বলা হয়েছে ৷

আরও পড়ুন: HC on Fire Operator Recruitment: 15 দিনের জন্য বাড়ল ফায়ার অপারেটর পদে নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ

পাশাপাশি, দমকলের ফায়ার অপারেটর নিয়োগের উপরে আরও 4 সপ্তাহ স্থগিতাদেশ দেওয়া হয়েছে ৷ 8 অগাস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে ৷ প্রসঙ্গত, দমকল দফতরের তরফে 1 হাজার 450 জন ফায়ার অপারেটর নিয়োগের জন্য 2018 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন ৷ লিখিত পরীক্ষা থেকে মোট 5 হাজার 375 জনকে ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হয় ৷ কিন্তু, সংরক্ষিত পদে জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের নিয়োগ এবং লিখিত পরীক্ষায় দু’টি প্রশ্নে ভুল ছিল ৷ এই অভিযোগে স্যাটে মামলা করেন একাংশ চাকরিপ্রার্থী ৷ কিন্তু স্যাট সেই মামলা খারিজ করে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা ৷ গত ৪ জুলাই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিল ৷ সেই স্থগিতাদেশ আপাতত আরও 4 সপ্তাহ বাড়ানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.