কলকাতা, 18 জুলাই: দমকলের ফায়ার অপারেটর নিয়োগ দুর্নীতি মামলায় পাবলিক সার্ভিস কমিশনকে এ বার জরিমানা করল কলকাতা হাইকোর্ট ৷ 10 হাজার টাকার জরিমানা করেছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ (Calcutta HC Fined PSC in Fire Operator Recruitment Corruption Case) ৷ এই মামলায় পাবলিক সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়ে হলফনামা দিতে বলেছিল আদালত ৷ কিন্তু, এ দিন শুনানিতে কমিশনের আইনজীবী হলফনামা দিতে আরও সময় চান ৷ এতেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতিরা ৷ মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর ৷
দমকলের ফায়ার অপারেটর নিয়োগ মামলায় গত 11 জুলাইয়ের শুনানিতেও অতিরিক্ত সময় চায় পাবলিক সার্ভিস কমিশন ৷ সে দিন শুনানি এক সপ্তাহ পিছিয়ে দেন বিচারপতিরা এবং নির্দেশ দেন 18 জুলাই অর্থাৎ, আজ আদালতে কমিশনকে হলফনামা জমা দিতে হবে ৷ কিন্তু, এ দিনও কমিশনের হয়ে আইনজীবী আরও সময়ের আবেদন করেন ৷ বারবার সময় চাওয়ায় রীতিমত ক্ষুব্ধ হয়ে যান বিচারপতিরা ৷ পাবলিক সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করে তাঁরা জানান, এমনভাবে সময় নষ্ট করলে, মামলার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব নয় এবং এতে মামলার উপরেও প্রভাব পড়বে ৷ এর পরেই কমিশনের বিরুদ্ধে 10 হাজার টাকা জরিমানা ধার্য করে আদালত ৷ আগামী 1 সপ্তাহের মধ্যে সেই টাকা জমা করতে বলা হয়েছে ৷
আরও পড়ুন: HC on Fire Operator Recruitment: 15 দিনের জন্য বাড়ল ফায়ার অপারেটর পদে নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ
পাশাপাশি, দমকলের ফায়ার অপারেটর নিয়োগের উপরে আরও 4 সপ্তাহ স্থগিতাদেশ দেওয়া হয়েছে ৷ 8 অগাস্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে ৷ প্রসঙ্গত, দমকল দফতরের তরফে 1 হাজার 450 জন ফায়ার অপারেটর নিয়োগের জন্য 2018 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন ৷ লিখিত পরীক্ষা থেকে মোট 5 হাজার 375 জনকে ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হয় ৷ কিন্তু, সংরক্ষিত পদে জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের নিয়োগ এবং লিখিত পরীক্ষায় দু’টি প্রশ্নে ভুল ছিল ৷ এই অভিযোগে স্যাটে মামলা করেন একাংশ চাকরিপ্রার্থী ৷ কিন্তু স্যাট সেই মামলা খারিজ করে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা ৷ গত ৪ জুলাই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছিল ৷ সেই স্থগিতাদেশ আপাতত আরও 4 সপ্তাহ বাড়ানো হয়েছে ৷