ETV Bharat / city

Boy Shot Dead in Kaliachak : কালিয়াচকে মাদক পাচারকারীদের গুলিতে মৃত্যু পুলিশের সোর্সের - Boy Shot Dead by Drug Smuggler

মালদার কালিয়াচকে মাদক পাচারকারীদের গুলিতে মৃত্যু এক কিশোরের (Boy Shot Dead by Drug Smuggler) ৷ জানা গিয়েছে ওই কিশোর পুলিশের হয়ে সোর্সের কাজ করত ৷ শুক্রবার মাদক পাচারের খবর এনে দিয়েছিল সে ৷ পুলিশের সঙ্গে সেও অভিযানে ছিল, মাদক পাচারকারীদের চিহ্নিত করার জন্য (Police Raid in Malda) ৷ তখনই পাচারকারীদের গুলিতে মৃত্যু হয় রাজীব শেখ নামে ওই কিশোরের (Boy Shot Dead in Kaliachak) ৷

Boy Shot Dead by Drug Smuggler
Boy Shot Dead by Drug Smuggler
author img

By

Published : Jan 15, 2022, 4:02 PM IST

Updated : Jan 15, 2022, 5:42 PM IST

কালিয়াচক, 15 জানুয়ারি : পুলিশের সোর্স 16 বছরের কিশোর ৷ আর সেই সোর্সের কাজ করতে গিয়ে মাদক পাচারকারীদের গুলিতে মৃত্যু হল রাজীব শেখ নামে ওই কিশোরের (Boy Shot Dead by Drug Smuggler) ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় (Police Raid in Malda) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, রাজীবের দেওয়া খবরেই গতকাল সন্ধ্যা 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ ৷ তাদের চিহ্নিত করতে মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র রাজীব শেখ পুলিশের সঙ্গে ছিল ৷ যদিও একজন নাবালককে সোর্স হিসেবে ব্যবহার করায়, পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা পুলিশ প্রশাসন ৷

জেলা পুলিশের তরফে এ নিয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷ সেখানে ঘটনার কথা উল্লেখ করে বলা হয়েছে, শুক্রবার বিকেলে কালিয়াচক থানায় ব্রাউন সুগার পাচারের খবর আসে ৷ সেই মতো সন্ধ্যায় পুলিশের দু’টি দল রাজীবকে সঙ্গে নিয়ে বালিয়াডাঙা এলাকায় ফাঁদ পাতে ৷ দুই পাচারকারী আসমাউল শেখ এবং সাহাবুদ্দিনকে চিহ্নিত করার পর, পুলিশ তাদের ধরতে যায় ৷ অভিযোগ তখনই আসমাউল হক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ যে ঘটনায় গুলি রাজীব শেখের পেটে লাগে (Boy Shot Dead in Kaliachak) ৷ এই সুযোগে দুই পাচারকারী পালাতে গেলে, পুলিশের আরেকটি দল আসমাউলকে গ্রেফতার করে ৷ কিন্তু, সাহাবুদ্দিন সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : BSF seize yaba tablets : কৃষকের বেশে সীমান্তে পাচারকারী, বিএসএফ তল্লাশি করতেই উদ্ধার মাদক

রাজীবকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে আজ সকালে মৃত্যু হয় রাজীব শেখের ৷ ধৃত মাদকপাচারকারী আসমাউলের কাছ থেকে 400 গ্রাম ব্রাউন সুগার এবং একটি অত্যাধুনিক পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ অন্যদিকে, সাহাবুদ্দিনের খোঁজে তল্লাশি করেছে পুলিশ প্রশাসন ৷ ধৃতের বাড়ি কালিয়াচকের কলেজ মোড়ে এবং সাহাবুদ্দিন হাজিনগর চাঁদপুরের বাসিন্দা ৷

কালিয়াচকে পুলিশি অভিযানে গিয়ে গুলিতে মৃত্যু গুপ্তচর এক কিশোরের

আরও পড়ুন : Cannabis and Poppy Seeds Cultivation : রাজ্যে বেআইনি মাদক চাষ বন্ধ করতে ড্রোনে নজরদারি চালাবে সিআইডি

কিন্তু, পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কীভাবে একজন নাবালককে পুলিশ সোর্স হিসেবে ব্যবহার করে, সেই প্রশ্নই এ বার উঠছে ৷ এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ৷ অন্যদিকে, মৃত রাজীব শেখের এক আত্মীয় রফিকুল ইসলাম বলেন, ‘‘রাজীব পড়াশোনা করত ৷ এর থেকে বেশি কিছু জানা নেই ৷ খবর পেলাম রাজীব মারা গিয়েছে ৷ এখানে এসে শুনলাম পেটে গুলি লাগার কারণে ও মারা গেছে ৷ রাজীব পুলিশের সোর্স কিনা জানা নেই ৷’’

কালিয়াচক, 15 জানুয়ারি : পুলিশের সোর্স 16 বছরের কিশোর ৷ আর সেই সোর্সের কাজ করতে গিয়ে মাদক পাচারকারীদের গুলিতে মৃত্যু হল রাজীব শেখ নামে ওই কিশোরের (Boy Shot Dead by Drug Smuggler) ৷ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের বালিয়াডাঙা এলাকায় (Police Raid in Malda) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, রাজীবের দেওয়া খবরেই গতকাল সন্ধ্যা 2 মাদক পাচারকারীকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ ৷ তাদের চিহ্নিত করতে মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র রাজীব শেখ পুলিশের সঙ্গে ছিল ৷ যদিও একজন নাবালককে সোর্স হিসেবে ব্যবহার করায়, পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা পুলিশ প্রশাসন ৷

জেলা পুলিশের তরফে এ নিয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে ৷ সেখানে ঘটনার কথা উল্লেখ করে বলা হয়েছে, শুক্রবার বিকেলে কালিয়াচক থানায় ব্রাউন সুগার পাচারের খবর আসে ৷ সেই মতো সন্ধ্যায় পুলিশের দু’টি দল রাজীবকে সঙ্গে নিয়ে বালিয়াডাঙা এলাকায় ফাঁদ পাতে ৷ দুই পাচারকারী আসমাউল শেখ এবং সাহাবুদ্দিনকে চিহ্নিত করার পর, পুলিশ তাদের ধরতে যায় ৷ অভিযোগ তখনই আসমাউল হক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ যে ঘটনায় গুলি রাজীব শেখের পেটে লাগে (Boy Shot Dead in Kaliachak) ৷ এই সুযোগে দুই পাচারকারী পালাতে গেলে, পুলিশের আরেকটি দল আসমাউলকে গ্রেফতার করে ৷ কিন্তু, সাহাবুদ্দিন সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : BSF seize yaba tablets : কৃষকের বেশে সীমান্তে পাচারকারী, বিএসএফ তল্লাশি করতেই উদ্ধার মাদক

রাজীবকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে আজ সকালে মৃত্যু হয় রাজীব শেখের ৷ ধৃত মাদকপাচারকারী আসমাউলের কাছ থেকে 400 গ্রাম ব্রাউন সুগার এবং একটি অত্যাধুনিক পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ অন্যদিকে, সাহাবুদ্দিনের খোঁজে তল্লাশি করেছে পুলিশ প্রশাসন ৷ ধৃতের বাড়ি কালিয়াচকের কলেজ মোড়ে এবং সাহাবুদ্দিন হাজিনগর চাঁদপুরের বাসিন্দা ৷

কালিয়াচকে পুলিশি অভিযানে গিয়ে গুলিতে মৃত্যু গুপ্তচর এক কিশোরের

আরও পড়ুন : Cannabis and Poppy Seeds Cultivation : রাজ্যে বেআইনি মাদক চাষ বন্ধ করতে ড্রোনে নজরদারি চালাবে সিআইডি

কিন্তু, পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কীভাবে একজন নাবালককে পুলিশ সোর্স হিসেবে ব্যবহার করে, সেই প্রশ্নই এ বার উঠছে ৷ এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা ৷ অন্যদিকে, মৃত রাজীব শেখের এক আত্মীয় রফিকুল ইসলাম বলেন, ‘‘রাজীব পড়াশোনা করত ৷ এর থেকে বেশি কিছু জানা নেই ৷ খবর পেলাম রাজীব মারা গিয়েছে ৷ এখানে এসে শুনলাম পেটে গুলি লাগার কারণে ও মারা গেছে ৷ রাজীব পুলিশের সোর্স কিনা জানা নেই ৷’’

Last Updated : Jan 15, 2022, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.