ETV Bharat / city

রাস্তা ঠিক না হওয়ায় ভোট বয়কট ইংরেজবাজারের গ্রামবাসীদের - ভোট বয়কট

দশ বছর ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন তাঁরা । প্রতিবাদে ভোট বয়কট গ্রামবাসীদের ।

রাস্তার দাবিতে ভোট বয়কট
author img

By

Published : Apr 23, 2019, 10:00 PM IST

Updated : Apr 23, 2019, 10:44 PM IST

মালদা, 23 এপ্রিল : গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হলেন না ইংরেজবাজারের কোতওয়ালির ধানতলা গ্রামের বাসিন্দারা । তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় ভোট বয়কটের ডাকে অনড় থাকলেন তাঁরা । মালদা শহর লাগোয়া ধানতলা গ্রামের এক কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরির বাসভবন। গত দশ বছর ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন তাঁরা । সাংসদ, বিধায়ক, BDO সকলের কাছেই পাকা রাস্তার জন্য আবেদন করেছেন । কিন্তু রাস্তার সমস্যার সমাধান না হওয়ায় নির্বাচন ঘোষণা হতেই ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা । রাজনৈতিক দলগুলির দেওয়াল লিখন মুছেও ভোট বয়কটের বার্তা পৌঁছে দিয়েছিলেন দলগুলির কাছে । তারপরও ফল না মেলায় ভোটদান থেকে বিরত থাকলেন ধানতলা গ্রামের বাসিন্দারা ।

ভিডিয়োয় দেখুন

কল্যাণপুর প্রাইমারি স্কুলের 64 নম্বর বুথে কল্যাণপুর, চকবন্দী ও ধানতলা গ্রামের মোট 1104 জন ভোটার । আজ সকাল থেকেই কল্যাণপুর ও চকবন্দী গ্রামের ভোটাররা ভোট দিতে এলেও ভোটদান থেকে বিরত থেকেছেন ধানতলা গ্রামের বাসিন্দারা । এবিষয়ে গ্রামের এক ছাত্রী সানন্দা দাস বলেন, "ধানতলা গ্রামের কোনও বাসিন্দা আজ ভোট দেয়নি । আমি তো ছাত্রী । আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রতিদিন রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় । আমরা দীর্ঘদিন ধরে রাস্তার দাবি করছি । ভোট এলেই প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়ে যান । কিন্তু ভোট পেরোলেই আর দেখা তাঁদের দেখা মেলে না । এবার ভোট ঘোষণা হতেই আমরা ভোট বয়কটের ডাক দিয়েছিলাম । তারপরে এখানে আর কেউ প্রচারে আসেননি ।"

কল্যাণপুর প্রাইমারি স্কুলের প্রিজ়াইডিং অফিসার জানান, কল্যাণপুর প্রাইমারি স্কুলের 64 নম্বর বুথ ধানতলা, কল্যাণপুর ও চকবন্দী গ্রামের বাসিন্দাদের ভোটকেন্দ্র । এই বুথে মোট ভোটার 1104 । সকাল থেকে মোট 464 জন ভোট দিয়েছেন । যাঁরা ভোট দিয়েছেন তাঁরা প্রত্যেকেই কল্যাণপুর ও চকবন্দী গ্রামের বাসিন্দা । ধানতলা গ্রামের মাত্র 3-4 জন ভোট দিয়েছেন ।

মালদা, 23 এপ্রিল : গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হলেন না ইংরেজবাজারের কোতওয়ালির ধানতলা গ্রামের বাসিন্দারা । তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় ভোট বয়কটের ডাকে অনড় থাকলেন তাঁরা । মালদা শহর লাগোয়া ধানতলা গ্রামের এক কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরির বাসভবন। গত দশ বছর ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন তাঁরা । সাংসদ, বিধায়ক, BDO সকলের কাছেই পাকা রাস্তার জন্য আবেদন করেছেন । কিন্তু রাস্তার সমস্যার সমাধান না হওয়ায় নির্বাচন ঘোষণা হতেই ভোট বয়কটের ডাক দিয়েছিলেন গ্রামবাসীরা । রাজনৈতিক দলগুলির দেওয়াল লিখন মুছেও ভোট বয়কটের বার্তা পৌঁছে দিয়েছিলেন দলগুলির কাছে । তারপরও ফল না মেলায় ভোটদান থেকে বিরত থাকলেন ধানতলা গ্রামের বাসিন্দারা ।

ভিডিয়োয় দেখুন

কল্যাণপুর প্রাইমারি স্কুলের 64 নম্বর বুথে কল্যাণপুর, চকবন্দী ও ধানতলা গ্রামের মোট 1104 জন ভোটার । আজ সকাল থেকেই কল্যাণপুর ও চকবন্দী গ্রামের ভোটাররা ভোট দিতে এলেও ভোটদান থেকে বিরত থেকেছেন ধানতলা গ্রামের বাসিন্দারা । এবিষয়ে গ্রামের এক ছাত্রী সানন্দা দাস বলেন, "ধানতলা গ্রামের কোনও বাসিন্দা আজ ভোট দেয়নি । আমি তো ছাত্রী । আমাদের পড়াশোনার ক্ষেত্রে প্রতিদিন রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় । আমরা দীর্ঘদিন ধরে রাস্তার দাবি করছি । ভোট এলেই প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়ে যান । কিন্তু ভোট পেরোলেই আর দেখা তাঁদের দেখা মেলে না । এবার ভোট ঘোষণা হতেই আমরা ভোট বয়কটের ডাক দিয়েছিলাম । তারপরে এখানে আর কেউ প্রচারে আসেননি ।"

কল্যাণপুর প্রাইমারি স্কুলের প্রিজ়াইডিং অফিসার জানান, কল্যাণপুর প্রাইমারি স্কুলের 64 নম্বর বুথ ধানতলা, কল্যাণপুর ও চকবন্দী গ্রামের বাসিন্দাদের ভোটকেন্দ্র । এই বুথে মোট ভোটার 1104 । সকাল থেকে মোট 464 জন ভোট দিয়েছেন । যাঁরা ভোট দিয়েছেন তাঁরা প্রত্যেকেই কল্যাণপুর ও চকবন্দী গ্রামের বাসিন্দা । ধানতলা গ্রামের মাত্র 3-4 জন ভোট দিয়েছেন ।

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_23/04/2019 কামারহাটি গ্রাহাম রোডে গত পয়লা বৈশাখের রাতে সাহেব আলী নামে এক যুবককে গুলি করে খুন করার পর ফের ওই এলাকায় গুলি করে,চপার দিয়ে কুপিয়ে নৃশংস ভাবে খুন এক ব্যবসায়ী। মৃত ব্যবসায়ীর নাম অনিল আগড়ওয়াল (45)। ভোজ্যতেলের ব্যবসায়ী এই অনিল আগারওয়াল কামারহাটি গ্রাহাম রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিল্ডিঙের নীচে দোকান। ঐ বিল্ডিং এর দোতলায় গুলি করে খুন করা হয় ব্যবসায়ী কে। পারিবারিক সমস্যা নিয়ে কথা কাটাকাটি হতেই অনিলের মামাতো ভাই বিজয় সিংহানিয়া গুলি করেছে বলে অভিযোগ।বেলঘড়িয়া থানার পুলিশ বিজয় কে গ্রেপ্তার করেছে। গতকাল রাত্রে ওই বিল্ডিং এর তিন তলায় দুই ভাই যখন কথা বলছিল, সেই সময় কোন কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই বিজয় সিংহানিয়া নিজের কাছে থাকা বন্দুক দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অনিলের মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অনিল।তখন ধারালো অস্ত্র দিয়ে কোপাতে যায়।তখনই গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে বিজয় কে ধরে ফেলে। রক্তাক্ত অবস্থায় অনিল বাবু কে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় বিজয় সিংহানিয়া কে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ অনিল আগারওয়াল এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে খুনের আসল কারণ কি তা নিয়ে বেলঘড়িয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Last Updated : Apr 23, 2019, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.