কলকাতা, 9 ডিসেম্বর : অবশেষে চালু হচ্ছে গৌড় এক্সপ্রেস । 17 ডিসেম্বর থেকে তা চালু হবে । মালদা-শিয়ালদা স্পেশাল ট্রেন নামে চলাচল করবে এই ট্রেনটি ।
আরও পড়ুন : মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেস এখনই চালু নয় : DRM
কোরোনা সংক্রমণের জেরে মার্চ থেকে বন্ধ ছিল গৌড় এক্সপ্রেস । টানাপোড়েন শেষে 17 ডিসেম্বর থেকে ফের তা চালু হতে চলেছে । নাম পরিবর্তন হলেও আগের সময়সূচি অনুসারে চলবে ট্রেনটি । 17 ডিসেম্বর থেকে আগের সময় মতো অর্থাৎ রাত 10টা 15 মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে । পর দিন ভোর 5টা 55 মিনিটে ট্রেনটি মালদা স্টেশনে পৌঁছাবে । 18 ডিসেম্বর ট্রেনটি মালদা থেকে রাত 9টা 35 মিনিটে ছেড়ে পর দিন ভোর 5টার সময় শিয়ালদা পৌঁছাবে । ট্রেন ছাড়ার নির্ধারিত দিনের দুই থেকে তিনদিন আগে টিকিট বুকিং শুরু হবে ।