ETV Bharat / city

নিজের দপ্তরে অ্যাসিড হামলার শিকার অতিরিক্ত জেলাশাসক

author img

By

Published : Aug 14, 2020, 9:17 PM IST

Updated : Aug 14, 2020, 10:29 PM IST

আজ সন্ধেয় অতিরিক্ত জেলাশাসক বিকাশ সাহা নির্ধারিত সময়ের পরও জেলাপরিষদ ভবনে নিজের দপ্তরে কাজ করছিলেন ৷ সেই সময় গ্রাম পঞ্চায়েতের এক মহিলা কর্মী চিৎকার করতে করতে তাঁর ঘরে ঢোকেন ৷ তাঁকে লক্ষ্য করে অ্যাসিডের বোতল ছুড়ে মারেন তিনি ।

malda adm
অ্যাসিড হামলার শিকার অতিরিক্ত জেলাশাসক

মালদা, 14 অগাস্ট : নিজের দপ্তরেই অ্যাসিড হামলার শিকার হলেন অতিরিক্ত জেলাশাসক ৷ মালদা জেলাপরিষদ ভবনে আজ তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয় । মূল অভিযুক্ত এক গ্রাম পঞ্চায়েত কর্মীকে আটক করেছে পুলিশ ৷

অ্যাসিড হামলার শিকার অতিরিক্ত জেলাশাসক

আজ অতিরিক্ত জেলাশাসক বিকাশ সাহা নির্ধারিত সময়ের পরও জেলাপরিষদ ভবনে নিজের দপ্তরে কাজ করছিলেন ৷ সেই সময় গ্রাম পঞ্চায়েতের এক মহিলা কর্মী চিৎকার করতে করতে তাঁর ঘরে ঢোকেন ৷ সেই সময় অতিরিক্ত জেলাশাসকের ঘরে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং ৷ তিনি এবং জেলা পরিষদের অন্য কর্মীরা ওই গ্রাম পঞ্চায়েত কর্মীকে আটকানোর চেষ্টা করেন ৷ তখনই সেই মহিলা অতিরিক্ত জেলাশাসককে লক্ষ্য করে একটি অ্যাসিডের বোতল ছুড়ে মারেন ৷ যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে বোতলটি দপ্তরের মেঝেতে গিয়ে পড়ে ৷

বিকাশবাবু বলেন, “ঘটনাটি ঘটে সন্ধে সাড়ে 6টা নাগাদ ৷ নিতা মুখার্জি নামে গ্রাম পঞ্চায়েতের চতুর্থ শ্রেণির এক কর্মী সেই সময় আমার ঘরে ঢুকে পড়েন ৷ তিনি দীর্ঘদিন ধরে নিজের বদলির চেষ্টা করছেন ৷ সাহাপুর গ্রাম পঞ্চায়েতে তাঁর বদলি হওয়ার কথা ছিল ৷ কিন্তু কোনও কারণে তাঁর বদলির অর্ডার আটকে গেছে ৷ 20-25 দিন আগে তিনি আমার কাছে এসেছিলেন ৷ আমি তাঁকে বুঝিয়ে বলেছিলাম, এই বিষয়টি আমি দেখি না ৷ বিষয়টি অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ও জেলা পঞ্চায়েত আধিকারিক দেখেন ৷ আমি তাঁদের কাছে ওই মহিলাকে যেতে বলি ৷ সেদিন তিনি চলেও যান ৷ এরপর হয়ত তাঁকে কেউ বা কারা ভুল বুঝিয়ে বলেছে, আমিই এসব করি ৷ আমি তাঁকে মিথ্যে বলেছি ৷ এরপরই আজ সন্ধে সাড় 6টা নাগাদ ওই মহিলা চিৎকার করতে করতে আমার ঘরে ঢোকেন ৷ তাঁর ব্যাগে দু'টি অ্যাসিডের বোতল ছিল ৷ তাঁকে যখন সবাই আটকানোর চেষ্টা করছিল তখন তিনি আমাকে লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারেন ৷ যদিও বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মেঝেতে পড়ে যায় ৷ কারও শরীরে অ্যাসিড না লাগলেও কর্মাধ্যক্ষ প্রতিভা সিং-এর শাড়িতে অ্যাসিড লাগে ৷ এরপর পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে গেছে ৷ পুলিশ অ্যাসিডের বোতলটিও বাজেয়াপ্ত করেছে ৷ বিষয়টি আমি অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ও জেলা পঞ্চায়েত আধিকারিককে জানিয়েছি ৷ তাঁরা এসে আমার ঘরের পরিস্থিতি দেখে গেছেন ৷ এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত তাঁরাই নেবেন ৷”

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, আপাতত ওই মহিলাকে আটক করা হয়েছে ৷ প্রাথমিকভাবে ধারণা, তিনি মানসিক সমস্যায় ভুগছেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

মালদা, 14 অগাস্ট : নিজের দপ্তরেই অ্যাসিড হামলার শিকার হলেন অতিরিক্ত জেলাশাসক ৷ মালদা জেলাপরিষদ ভবনে আজ তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয় । মূল অভিযুক্ত এক গ্রাম পঞ্চায়েত কর্মীকে আটক করেছে পুলিশ ৷

অ্যাসিড হামলার শিকার অতিরিক্ত জেলাশাসক

আজ অতিরিক্ত জেলাশাসক বিকাশ সাহা নির্ধারিত সময়ের পরও জেলাপরিষদ ভবনে নিজের দপ্তরে কাজ করছিলেন ৷ সেই সময় গ্রাম পঞ্চায়েতের এক মহিলা কর্মী চিৎকার করতে করতে তাঁর ঘরে ঢোকেন ৷ সেই সময় অতিরিক্ত জেলাশাসকের ঘরে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং ৷ তিনি এবং জেলা পরিষদের অন্য কর্মীরা ওই গ্রাম পঞ্চায়েত কর্মীকে আটকানোর চেষ্টা করেন ৷ তখনই সেই মহিলা অতিরিক্ত জেলাশাসককে লক্ষ্য করে একটি অ্যাসিডের বোতল ছুড়ে মারেন ৷ যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে বোতলটি দপ্তরের মেঝেতে গিয়ে পড়ে ৷

বিকাশবাবু বলেন, “ঘটনাটি ঘটে সন্ধে সাড়ে 6টা নাগাদ ৷ নিতা মুখার্জি নামে গ্রাম পঞ্চায়েতের চতুর্থ শ্রেণির এক কর্মী সেই সময় আমার ঘরে ঢুকে পড়েন ৷ তিনি দীর্ঘদিন ধরে নিজের বদলির চেষ্টা করছেন ৷ সাহাপুর গ্রাম পঞ্চায়েতে তাঁর বদলি হওয়ার কথা ছিল ৷ কিন্তু কোনও কারণে তাঁর বদলির অর্ডার আটকে গেছে ৷ 20-25 দিন আগে তিনি আমার কাছে এসেছিলেন ৷ আমি তাঁকে বুঝিয়ে বলেছিলাম, এই বিষয়টি আমি দেখি না ৷ বিষয়টি অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ও জেলা পঞ্চায়েত আধিকারিক দেখেন ৷ আমি তাঁদের কাছে ওই মহিলাকে যেতে বলি ৷ সেদিন তিনি চলেও যান ৷ এরপর হয়ত তাঁকে কেউ বা কারা ভুল বুঝিয়ে বলেছে, আমিই এসব করি ৷ আমি তাঁকে মিথ্যে বলেছি ৷ এরপরই আজ সন্ধে সাড় 6টা নাগাদ ওই মহিলা চিৎকার করতে করতে আমার ঘরে ঢোকেন ৷ তাঁর ব্যাগে দু'টি অ্যাসিডের বোতল ছিল ৷ তাঁকে যখন সবাই আটকানোর চেষ্টা করছিল তখন তিনি আমাকে লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারেন ৷ যদিও বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মেঝেতে পড়ে যায় ৷ কারও শরীরে অ্যাসিড না লাগলেও কর্মাধ্যক্ষ প্রতিভা সিং-এর শাড়িতে অ্যাসিড লাগে ৷ এরপর পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে গেছে ৷ পুলিশ অ্যাসিডের বোতলটিও বাজেয়াপ্ত করেছে ৷ বিষয়টি আমি অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ও জেলা পঞ্চায়েত আধিকারিককে জানিয়েছি ৷ তাঁরা এসে আমার ঘরের পরিস্থিতি দেখে গেছেন ৷ এব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত তাঁরাই নেবেন ৷”

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, আপাতত ওই মহিলাকে আটক করা হয়েছে ৷ প্রাথমিকভাবে ধারণা, তিনি মানসিক সমস্যায় ভুগছেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অভিযোগ দায়ের হলে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

Last Updated : Aug 14, 2020, 10:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.