ETV Bharat / city

মালদায় নতুন করে কোরোনায় আক্রান্ত 8 - মালদায় কোরোনা আক্রান্ত 8

মালদায় নতুন করে কোরোনায় আক্রান্ত 8 । মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে যে 322টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে 10টি কোরোনা পজ়িটিভ ৷ এর মধ্যে 8টি নমুনা মালদার ।

ছবি
ছবি
author img

By

Published : May 18, 2020, 11:41 AM IST

মালদা, 18 মে : আরও 8 কোরোনা আক্রান্তের সন্ধান মিলল জেলায় ৷ তাঁরা ভিনরাজ্য ফেরত শ্রমিক বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এনিয়ে মালদায় মোট 34 জন কোরোনায় আক্রান্ত হলেন ৷ জেলার কোরোনা মানচিত্রে নতুন সংযোজন হল কালিয়াচক 2 ও চাঁচল 2 নম্বর ব্লকের ৷

গতরাত পর্যন্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে যে 322টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে 10টি কোরোনা পজ়িটিভ ৷ এর মধ্যে 8টি নমুনা মালদার, বাকি 2টি উত্তর দিনাজপুরের ৷ এই 10 জন হলেন ভিনরাজ্য ফেরত শ্রমিক ৷ এঁদের প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনালে ৷ সেখান থেকে তাঁদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছিল ৷ মালদা মেডিকেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট 6 হাজার 323টি নমুনার পরীক্ষা করা হয়েছে ৷ বর্তমানে 515টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন করে আক্রান্ত 8 শ্রমিকদের মধ্যে মানিকচক ব্লকের 5 জন রয়েছেন ৷ এছাড়া হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক, কালিয়াচক 2 নম্বর ও চাঁচল 2 নম্বর ব্লকের 1 জন করে রয়েছেন ৷ অর্থাৎ এবার নতুন করে কোরোনা সংক্রমণ ছড়াল আরও 2টি ব্লকে ৷ এই মুহূর্তে জেলার 15টি ব্লকের মধ্যে 12টিতেই কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ তবে এই জেলায় আক্রান্তদের কারোরই কোরোনার উপসর্গ ছিল না ৷ এটাই স্বাস্থ্য বিভাগের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ তাদের আশঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যে সংখ্যাটি আরও বাড়তে পারে ৷ কারণ, মালদা মেডিকেল থেকে এখনও আড়াই হাজারের বেশি নমুনার রিপোর্ট আসেনি ৷

মালদা, 18 মে : আরও 8 কোরোনা আক্রান্তের সন্ধান মিলল জেলায় ৷ তাঁরা ভিনরাজ্য ফেরত শ্রমিক বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এনিয়ে মালদায় মোট 34 জন কোরোনায় আক্রান্ত হলেন ৷ জেলার কোরোনা মানচিত্রে নতুন সংযোজন হল কালিয়াচক 2 ও চাঁচল 2 নম্বর ব্লকের ৷

গতরাত পর্যন্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে যে 322টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে 10টি কোরোনা পজ়িটিভ ৷ এর মধ্যে 8টি নমুনা মালদার, বাকি 2টি উত্তর দিনাজপুরের ৷ এই 10 জন হলেন ভিনরাজ্য ফেরত শ্রমিক ৷ এঁদের প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনালে ৷ সেখান থেকে তাঁদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছিল ৷ মালদা মেডিকেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট 6 হাজার 323টি নমুনার পরীক্ষা করা হয়েছে ৷ বর্তমানে 515টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন করে আক্রান্ত 8 শ্রমিকদের মধ্যে মানিকচক ব্লকের 5 জন রয়েছেন ৷ এছাড়া হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক, কালিয়াচক 2 নম্বর ও চাঁচল 2 নম্বর ব্লকের 1 জন করে রয়েছেন ৷ অর্থাৎ এবার নতুন করে কোরোনা সংক্রমণ ছড়াল আরও 2টি ব্লকে ৷ এই মুহূর্তে জেলার 15টি ব্লকের মধ্যে 12টিতেই কোরোনা আক্রান্তের হদিস মিলেছে ৷ তবে এই জেলায় আক্রান্তদের কারোরই কোরোনার উপসর্গ ছিল না ৷ এটাই স্বাস্থ্য বিভাগের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ তাদের আশঙ্কা, আগামী কয়েকদিনের মধ্যে সংখ্যাটি আরও বাড়তে পারে ৷ কারণ, মালদা মেডিকেল থেকে এখনও আড়াই হাজারের বেশি নমুনার রিপোর্ট আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.