মালদা, ৯ ফেব্রুয়ারি : লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের ৷ দুর্ঘটনার জেরে তীব্র যানজট সৃষ্টি হয় চাঁচল-সামসী 81 নম্বর জাতীয় সড়কে৷ মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ । ঘাতক লরির চালকের খোঁজ করছে চাঁচল থানার পুলিশ৷
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধেয় চাঁচল-সামসী 81 নম্বর জাতীয় সড়কে একটি লরি ও ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির৷ বাকি দু'জনকে গুরুতর আহত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা৷ কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদের নাম সইদুর রহমান, আসিরুদ্দিন ইসলাম ও আমিরুল৷ তিনজনেরই বাড়ি পুরাতন মালদার নবাবগঞ্জের কদমতুলি এলাকায়৷
এদিকে, ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়৷ চাঁচল থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে৷ চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ঘাতক লরির চালক পলাতক৷ লরি চালকের খোঁজে পুলিশি তল্লাশি জারি করা হয়েছে৷ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে তিনটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷