ETV Bharat / city

Bombs Recovered : মালদায় উদ্ধার 24টি বোমা, অভিযোগের তীর তৃণমূলের দিকে - মালদায় উদ্ধার 24টি বোমা

মালদায় গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে 24টি বোমা (Bombs Recovered) ৷ ঘটনায় গ্রেফতার হয়েছে একজন (one arrested by police)।

Malda Crime News
মালদায় উদ্ধার 24টি বোমা
author img

By

Published : May 29, 2022, 1:58 PM IST

মালদা, 29 মে : ফের বোমা উদ্ধার মালদায় । আরও একবার বোমা উদ্ধার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকায় (24 bombs recovered in Malda from a house)। একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনকে । পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা মজুত করা হচ্ছে বলে মনে করছে পুলিশের একাংশ ।

চাঁচল থানার পুলিশের কাছে খবর ছিল, খরবা গ্রাম পঞ্চায়েতের রানিপুর এলাকায় মমতাজ আলির বাড়িতে বোমা মজুত করা হয়েছে । সেই তথ্যের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ মমতাজের বাড়িতে হানা দেয় । তথ্য অনুযায়ী, বাড়ির পিছনের গোয়ালঘর থেকে উদ্ধার হয় দুই ব্যাগ বোমা । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচলের এসডিপিও এবং চাঁচল থানার আইসি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমতাজের জামাই মইদুল শ্বশুরবাড়িতেই থাকত। এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে তিনি জড়িত রয়েছে । এর আগে ছিনতাইয়ের অপরাধে মইদুলকে গ্রেফতার করা হয়েছিল । আজকের বোমা উদ্ধারের ঘটনায় ফের মইদুলকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ (One arrested by police)।

গোয়ালঘর থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের খরবা পঞ্চায়েত এলাকায়

স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমান বলেন, "আমরা সকাল থেকে শুনতে পাচ্ছি পুলিশ মইদুলকে গ্রেফতার করেছে । পুলিশ ঘটনাস্থলে রয়েছে । আমরা গ্রামবাসীরা এখানে এসে দেখি, বাড়ির পেছনে গোয়ালঘরে বোমা মজুত করা রয়েছে । স্বাভাবিকভাবেই নিজের এলাকায় বোমা উদ্ধার হওয়ায় সকলে আতঙ্কিত । শুনতে পেলাম, দু'টি ব্যাগে কমপক্ষে 10-15টি বোমা রয়েছে । মইদুলের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ উঠেছে । তবে বাড়িতে বোমা মজুত করার মতো ঘটনা আগে সামনে আসেনি । এলাকায় মইদুল তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ।"

আরও পড়ুন : Malda TMC Inner Clash : জমি বিবাদে রণক্ষেত্র মানিকচক ব্লক, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল বোমা-গুলি

চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে আপাতত 24টি বোমা উদ্ধার করা হয়েছে । ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বম্ব স্কোয়াড । উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

মালদা, 29 মে : ফের বোমা উদ্ধার মালদায় । আরও একবার বোমা উদ্ধার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকায় (24 bombs recovered in Malda from a house)। একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনকে । পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা মজুত করা হচ্ছে বলে মনে করছে পুলিশের একাংশ ।

চাঁচল থানার পুলিশের কাছে খবর ছিল, খরবা গ্রাম পঞ্চায়েতের রানিপুর এলাকায় মমতাজ আলির বাড়িতে বোমা মজুত করা হয়েছে । সেই তথ্যের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ মমতাজের বাড়িতে হানা দেয় । তথ্য অনুযায়ী, বাড়ির পিছনের গোয়ালঘর থেকে উদ্ধার হয় দুই ব্যাগ বোমা । খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচলের এসডিপিও এবং চাঁচল থানার আইসি ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমতাজের জামাই মইদুল শ্বশুরবাড়িতেই থাকত। এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে তিনি জড়িত রয়েছে । এর আগে ছিনতাইয়ের অপরাধে মইদুলকে গ্রেফতার করা হয়েছিল । আজকের বোমা উদ্ধারের ঘটনায় ফের মইদুলকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ (One arrested by police)।

গোয়ালঘর থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের খরবা পঞ্চায়েত এলাকায়

স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমান বলেন, "আমরা সকাল থেকে শুনতে পাচ্ছি পুলিশ মইদুলকে গ্রেফতার করেছে । পুলিশ ঘটনাস্থলে রয়েছে । আমরা গ্রামবাসীরা এখানে এসে দেখি, বাড়ির পেছনে গোয়ালঘরে বোমা মজুত করা রয়েছে । স্বাভাবিকভাবেই নিজের এলাকায় বোমা উদ্ধার হওয়ায় সকলে আতঙ্কিত । শুনতে পেলাম, দু'টি ব্যাগে কমপক্ষে 10-15টি বোমা রয়েছে । মইদুলের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ উঠেছে । তবে বাড়িতে বোমা মজুত করার মতো ঘটনা আগে সামনে আসেনি । এলাকায় মইদুল তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ।"

আরও পড়ুন : Malda TMC Inner Clash : জমি বিবাদে রণক্ষেত্র মানিকচক ব্লক, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল বোমা-গুলি

চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে আপাতত 24টি বোমা উদ্ধার করা হয়েছে । ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে বম্ব স্কোয়াড । উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.