মালদা, 14 অগাস্ট : জেলায় রেকর্ড কোরানা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় মালদায় সংক্রমিত হয়েছেন 222 জন ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে এক স্বাস্থ্যকর্মীর ৷ এনিয়ে জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল 22 জনের ৷ এখনও পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা 3 হাজার 258 জন ৷ এই পরিস্থিতিতে জেলাবাসীর পক্ষ থেকে টানা লকডাউনেরও দাবি উঠতে শুরু করেছে ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি জেলা প্রশাসন ৷
কোরোনা সংক্রমণে দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে হটস্পট হয়ে দাঁড়িয়েছে মালদা ৷ লকডাউনের প্রথম পর্যায়ে জেলায় সংক্রমণ ধরা না পড়লেও যত দিন গড়িয়েছে, ততই পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ ৷ এই পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি পরীক্ষার দিকে জোর দেয় জেলা প্রশাসন ৷ জেলাশাসকের নির্দেশে শুধুমাত্র লালারসের নমুনা নয়, ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করে স্বাস্থ্য বিভাগ ৷ এই মুহূর্তে মালদার দুই পৌর এলাকার সঙ্গে 15টি ব্লকেও পরীক্ষা শুরু হয়েছে ৷ তাতেই সংক্রমিতের সংখ্যা আরও বেড়েছে ৷ তবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ নতুন রেকর্ড গড়েছে ৷ লালারসের নমুনা পরীক্ষায় 121 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজ়িটিভের সংখ্যা 101 ৷ তবে সংক্রমিতদের বেশিরভাগই উপসর্গহীন ৷
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই মুহূর্তে মালদায় মোট 1 হাজার 227 জনের চিকিৎসা চলছে ৷ এদিকে গতকাল রাতে মালদা মেডিকেলের কোরোনা হাসপাতালে মৃত্যু হয়েছে এক কোরোনা সংক্রমিতের৷ 46 বছর বয়সী ওই ব্যক্তি মেডিকেলেরই স্বাস্থ্যকর্মী ৷ কয়েকদিন আগে তাঁর লালার নমুনায় কোরোনা সংক্রমণ ধরা পড়ে ৷ প্রথমে হোম আইসোলেশনে থাকলেও শ্বাসকষ্ট শুরু হওয়ায় গত পরশু তাঁকে মেডিকেলের কোরোনা ইউনিটে ভরতি করা হয় ৷ 12 অগাস্ট থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে ৷ পরে মারা যান তিনি ৷ গতকাল মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর মৃতদেহের সৎকার করা হয়েছে ৷ ওই ব্যক্তির বাড়ি পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকায়৷
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানান, "কোরোনা সংক্রমণ রোধে এই মুহূর্তে ট্র্যাকিং, ট্রেসিং ও টেস্টের উপরেই জোর দেওয়া হচ্ছে ৷ জেলাজুড়ে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টও শুরু হয়েছে ৷ সেই কারণে এখন সংক্রমিতের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে ৷ তবে ভয়ের কিছু নেই৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সবাই তৈরি রয়েছি ৷” এদিকে এই পরিস্থিতিতে জেলা, বিশেষ করে মালদা শহরে টানা লকডাউনের পক্ষেও সওয়াল উঠতে শুরু করেছে৷ কারণ, মালদা শহরে কোরোনা সংক্রমণের ছবিটা সবচেয়ে মারাত্মক৷ এই শহরে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন 720 জন৷ গত ২৪ ঘণ্টাতেই সংক্রমিত হয়েছেন 49 জন৷ তবে এখনই টানা লকডাউন নিয়ে কোনও কিছু ভাবা হয়নি বলেই প্রশাসন সূত্রে খবর৷