ETV Bharat / city

মালদায় পাচারের আগেই ব্রাউন সুগারসহ গ্রেপ্তার দুই কারবারি - brown sugar recovered in malda

ব্রাউন সুগার পাচারের ছক ভেস্তে দিল স্পেশাল টাস্ক ফোর্স ও ইংরেজবাজার থানার পুলিশ ৷ 2 মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে ৷ ধৃতদের কাছ থেকে 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে ৷

স্পেশাল টাস্ক ফোর্স
স্পেশাল টাস্ক ফোর্স
author img

By

Published : Nov 4, 2020, 10:34 PM IST

মালদা, 4 নভেম্বর : পাচারের আগেই ব্রাউন সুগারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স ও ইংরেজবাজার থানার পুলিশ । খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে সুস্থানি মোড় এলাকায় বিভিন্ন জায়গায় হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্সের মালদা জেলা শাখার কর্মীরা । তথ্য অনুযায়ী, 2 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগারের পাঁচটি প্যাকেট ।

গ্রেপ্তার করা হয় দুই কারবারিকে । ধৃতদের নাম মণিরুদ্দিন শেখ ও মোয়াদ্দিজুর মিঞাঁ ওরফে ফুজ্জি । মণিরুল ইংরেজবাজারের মহদিপুরের বাসিন্দা, বয়স 28 । মোয়াদ্দিজুরের বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত লক্ষ্মীপুরে, বয়স 33 ।

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, “গতরাতে আমাদের কাছে তথ্য আসে কারবারিরা কালিয়াচক থেকে ব্রাউন সুগার বালুরঘাটে পাচারের ছক কষেছে । সেই তথ্যের ভিত্তিতে STF ইনস্পেকটর অমিতাভ দাস ও ইংরেজবাজার থানার SI অনুপ সিং দল নিয়ে বাধাপুকুর, সুস্থানি মোড়সহ বিভিন্ন এলাকায় কয়েকটি দল ওঁত পেতে থাকে ।

তিনি আরও বলেন, "কিছু পরে সুস্থানি মোড় এলাকা থেকে দু'জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা য়ায় ৷ তাদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ চালাতেই 5টি ব্রাউন সুগারের প্যাকেটে মোট 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ ধৃতদের পুলিশি হেপাজতে নেওয়া হয় ৷"

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কালিয়াচক থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগার সংগ্রহ করে তারা বালুরঘাটে নিয়ে যাচ্ছিল । ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে । ধৃতদের রিমান্ডে নেওয়ার পরে আমাদের টিম বালুরঘাটে তদন্তে যাবে ।”

মালদা, 4 নভেম্বর : পাচারের আগেই ব্রাউন সুগারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স ও ইংরেজবাজার থানার পুলিশ । খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে সুস্থানি মোড় এলাকায় বিভিন্ন জায়গায় হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্সের মালদা জেলা শাখার কর্মীরা । তথ্য অনুযায়ী, 2 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগারের পাঁচটি প্যাকেট ।

গ্রেপ্তার করা হয় দুই কারবারিকে । ধৃতদের নাম মণিরুদ্দিন শেখ ও মোয়াদ্দিজুর মিঞাঁ ওরফে ফুজ্জি । মণিরুল ইংরেজবাজারের মহদিপুরের বাসিন্দা, বয়স 28 । মোয়াদ্দিজুরের বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানার অন্তর্গত লক্ষ্মীপুরে, বয়স 33 ।

ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, “গতরাতে আমাদের কাছে তথ্য আসে কারবারিরা কালিয়াচক থেকে ব্রাউন সুগার বালুরঘাটে পাচারের ছক কষেছে । সেই তথ্যের ভিত্তিতে STF ইনস্পেকটর অমিতাভ দাস ও ইংরেজবাজার থানার SI অনুপ সিং দল নিয়ে বাধাপুকুর, সুস্থানি মোড়সহ বিভিন্ন এলাকায় কয়েকটি দল ওঁত পেতে থাকে ।

তিনি আরও বলেন, "কিছু পরে সুস্থানি মোড় এলাকা থেকে দু'জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা য়ায় ৷ তাদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ চালাতেই 5টি ব্রাউন সুগারের প্যাকেটে মোট 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ ধৃতদের পুলিশি হেপাজতে নেওয়া হয় ৷"

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কালিয়াচক থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগার সংগ্রহ করে তারা বালুরঘাটে নিয়ে যাচ্ছিল । ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে । ধৃতদের রিমান্ডে নেওয়ার পরে আমাদের টিম বালুরঘাটে তদন্তে যাবে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.