কলকাতা, 21 অগাস্ট : কলকাতার বেসরকারি একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে সুস্থ হয়ে উঠল COVID-19-এ আক্রান্ত শিশু । পূর্ব মেদিনীপুরের ওই শিশুকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । COVID-19-এ আক্রান্ত এবং ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছে এমন রোগীদের মধ্যে এই শিশুটিই সর্বকনিষ্ঠ বলে জানিয়েছে কলকাতার বেসরকারি হাসপাতাল ।
কলকাতার পার্কসার্কাসের ওই বেসরকারি হাসপাতালে শিশুদের চিকিৎসা করানো হয় । হাসপাতাল থেকে জানানো হয়েছে, ৪০ দিনের ওই শিশুকে ভরতি করা হয়েছিল । তার আগে সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল সে । তিন দিন ধরে তার খিঁচুনি হচ্ছিল এবং দু'দিন ধরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল । এর পরে তার COVID-19 টেস্ট করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে । ওই হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য কোনও ব্যবস্থা নেই । এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করা হয় হাসপাতালের তরফে । কিন্তু শিশুর শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থানান্তরের সময় প্রাণহানিও বহতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করেন । সবদিক ভেবে শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । এর জন্য অন্য শিশুদের থেকে তাকে আলাদা করে ICU-তে চিকিৎসা শুরু হয় । পরে তাকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয় । আট দিন ভেন্টিলেশনে ছিল শিশুটি ।
বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত 23 দিন ধরে শিশুটির চিকিৎসার চলেছে । ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে ওঠার পর তাকে বৃহস্পতিবার ছুটি দেওয়া হয় । এই বিষয়ে হাসপাতালের অধিকর্তা চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, "পুণেতে জন্মের পরে ওই শিশুকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছিল । পরে তার COVID-19 পজ়িটিভ আসে । অন্য শারীরিক অসুস্থার কারণে ওই শিশুটিকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল । ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে ওঠা কোরোনা আক্রান্তদের মধ্যে এই শিশুটি সর্বকনিষ্ঠ।"
COVID-19-এর সংক্রমণ সাধারণত শিশুদের মধ্যে কম দেখা যাচ্ছে । এর জন্য কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে । দেখা যাচ্ছে, COVID-19-এ আক্রান্ত শিশুরা হয় উপসর্গহীন কিংবা মৃদু উপসর্গ যুক্ত । COVID-19-এ আক্রান্ত হওয়ার পরে কোনও শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তার জন্য তাকে ICU এবং ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছে, এমন ঘটনা বিরল । একথা জানিয়ে ওই বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "এ রাজ্যে সুস্থ হয়ে ওঠা এই শিশুটিই সব থেকে কম বয়সি । হয়তো এমন ঘটনা দেশের অন্য দুই-এক জায়গায় দেখা গিয়েছে । তবে যতদূর জানা গেছে, কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা এই শিশুই দেশের সব থেকে কম বয়সি ।" তিনি আরও বলেন, "শিশু এবং নবজাতকদের মধ্যে COVID-19-এ আক্রান্ত হওয়ার ঘটনার খুব কম রিপোর্ট হয়েছে । সাধারণত দেখা গিয়েছে, শিশুরা তাদের মায়েদের কাছ থেকে সংক্রমিত হয়েছে । আমাদের হাসপাতালে সুস্থ হয়ে ওঠা এই শিশুটির মা এবং বাবা কেউই COVID-19-এ আক্রান্ত ছিলেন না ।" চিকিৎসকরা মনে করছেন, অন্য কোনওভাবে ওই শিশু COVID-19-এ সংক্রমিত হয়েছে ।
ভেন্টিলেশনে থেকে কোরোনা মুক্ত 40 দিনের শিশু, দেশে সর্বকনিষ্ঠ আক্রান্ত - কোরোনা ভাইরাস
কোরোনার পরীক্ষার আগে শিশুটি সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল । তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ICU-তে রেখে তাকে চিকিৎসার সিদ্ধান্ত নেন ।
কলকাতা, 21 অগাস্ট : কলকাতার বেসরকারি একটি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে সুস্থ হয়ে উঠল COVID-19-এ আক্রান্ত শিশু । পূর্ব মেদিনীপুরের ওই শিশুকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । COVID-19-এ আক্রান্ত এবং ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছে এমন রোগীদের মধ্যে এই শিশুটিই সর্বকনিষ্ঠ বলে জানিয়েছে কলকাতার বেসরকারি হাসপাতাল ।
কলকাতার পার্কসার্কাসের ওই বেসরকারি হাসপাতালে শিশুদের চিকিৎসা করানো হয় । হাসপাতাল থেকে জানানো হয়েছে, ৪০ দিনের ওই শিশুকে ভরতি করা হয়েছিল । তার আগে সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল সে । তিন দিন ধরে তার খিঁচুনি হচ্ছিল এবং দু'দিন ধরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল । এর পরে তার COVID-19 টেস্ট করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে । ওই হাসপাতালে COVID-19 রোগীদের চিকিৎসার জন্য কোনও ব্যবস্থা নেই । এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ করা হয় হাসপাতালের তরফে । কিন্তু শিশুর শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্থানান্তরের সময় প্রাণহানিও বহতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করেন । সবদিক ভেবে শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । এর জন্য অন্য শিশুদের থেকে তাকে আলাদা করে ICU-তে চিকিৎসা শুরু হয় । পরে তাকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয় । আট দিন ভেন্টিলেশনে ছিল শিশুটি ।
বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত 23 দিন ধরে শিশুটির চিকিৎসার চলেছে । ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে ওঠার পর তাকে বৃহস্পতিবার ছুটি দেওয়া হয় । এই বিষয়ে হাসপাতালের অধিকর্তা চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, "পুণেতে জন্মের পরে ওই শিশুকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছিল । পরে তার COVID-19 পজ়িটিভ আসে । অন্য শারীরিক অসুস্থার কারণে ওই শিশুটিকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল । ভেন্টিলেশনে থেকে সুস্থ হয়ে ওঠা কোরোনা আক্রান্তদের মধ্যে এই শিশুটি সর্বকনিষ্ঠ।"
COVID-19-এর সংক্রমণ সাধারণত শিশুদের মধ্যে কম দেখা যাচ্ছে । এর জন্য কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে । দেখা যাচ্ছে, COVID-19-এ আক্রান্ত শিশুরা হয় উপসর্গহীন কিংবা মৃদু উপসর্গ যুক্ত । COVID-19-এ আক্রান্ত হওয়ার পরে কোনও শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তার জন্য তাকে ICU এবং ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছে, এমন ঘটনা বিরল । একথা জানিয়ে ওই বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "এ রাজ্যে সুস্থ হয়ে ওঠা এই শিশুটিই সব থেকে কম বয়সি । হয়তো এমন ঘটনা দেশের অন্য দুই-এক জায়গায় দেখা গিয়েছে । তবে যতদূর জানা গেছে, কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা এই শিশুই দেশের সব থেকে কম বয়সি ।" তিনি আরও বলেন, "শিশু এবং নবজাতকদের মধ্যে COVID-19-এ আক্রান্ত হওয়ার ঘটনার খুব কম রিপোর্ট হয়েছে । সাধারণত দেখা গিয়েছে, শিশুরা তাদের মায়েদের কাছ থেকে সংক্রমিত হয়েছে । আমাদের হাসপাতালে সুস্থ হয়ে ওঠা এই শিশুটির মা এবং বাবা কেউই COVID-19-এ আক্রান্ত ছিলেন না ।" চিকিৎসকরা মনে করছেন, অন্য কোনওভাবে ওই শিশু COVID-19-এ সংক্রমিত হয়েছে ।