ETV Bharat / city

নাবালিকাকে যৌন হেনস্থা, 8 মাসে দোষীসাব্যস্ত যুবক

author img

By

Published : Aug 27, 2020, 5:25 AM IST

Updated : Aug 27, 2020, 7:21 AM IST

গত বছর ডিসেম্বর মাসে উলটোডাঙা থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে যৌন হেনস্থা করে এক যুবক । সেই ঘটনার তদন্ত দ্রুত শেষ করেন উলটোডাঙা থানার সার্জেন্ট প্রতীক সিংহ ।

man convicted of sexually harassing a minor
নাবালিকাকে যৌন হেনস্থা

কলকাতা, 27 অগাস্ট : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গতবছর ডিসেম্বরে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । দ্রুততার সঙ্গে সেই মামলার তদন্ত করে উলটোডাঙা থানা । সার্জেন্ট প্রতীক সিংহ যথাসময়ে ফাইল করেন চার্জশিট । তার জেরে মাত্র আট মাসেই POCSO আদালতে দোষীসাব্যস্ত হল যুবক । বুধবার শিয়ালদা আদালত অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ।

ঘটনার সূত্রপাত গত বছর ডিসেম্বর মাসে । 24 ডিসেম্বর উলটোডাঙা থানা এলাকার বাসিন্দা এক যুবতি থানায় অভিযোগ দায়ের করেন । জানান তাঁর ন'বছরের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করেছে প্রতিবেশী এক যুবক । যুবকের বয়স 21 বছর । যুবতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করে উলটোডাঙা থানা । মামলার তদন্তভার পান প্রতীক সিংহ । তদন্তে নেমে তিনি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেন । সেই মামলায় 2 জানুয়ারি চার্জশিট পেশ করে পুলিশ । ফলে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে যায় । বেশ কয়েকজনের সাক্ষ্য নেওয়ার পর বুধবার সেই মামলার রায়দান ছিল ।

শিয়ালদা আদালতের POCSO কোর্টের বিচারক বুধবার ওই যুবককে দোষীসাব্যস্ত করেন । ঘটনার তদন্তের দ্রুত নিষ্পত্তির জন্য তিনি প্রশংসা করেন সার্জেন্ট প্রতীকের । পাশাপাশি ওই যুবককে পাঁচ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ।

কলকাতা, 27 অগাস্ট : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গতবছর ডিসেম্বরে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । দ্রুততার সঙ্গে সেই মামলার তদন্ত করে উলটোডাঙা থানা । সার্জেন্ট প্রতীক সিংহ যথাসময়ে ফাইল করেন চার্জশিট । তার জেরে মাত্র আট মাসেই POCSO আদালতে দোষীসাব্যস্ত হল যুবক । বুধবার শিয়ালদা আদালত অভিযুক্তকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ।

ঘটনার সূত্রপাত গত বছর ডিসেম্বর মাসে । 24 ডিসেম্বর উলটোডাঙা থানা এলাকার বাসিন্দা এক যুবতি থানায় অভিযোগ দায়ের করেন । জানান তাঁর ন'বছরের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করেছে প্রতিবেশী এক যুবক । যুবকের বয়স 21 বছর । যুবতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করে উলটোডাঙা থানা । মামলার তদন্তভার পান প্রতীক সিংহ । তদন্তে নেমে তিনি অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেন । সেই মামলায় 2 জানুয়ারি চার্জশিট পেশ করে পুলিশ । ফলে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে যায় । বেশ কয়েকজনের সাক্ষ্য নেওয়ার পর বুধবার সেই মামলার রায়দান ছিল ।

শিয়ালদা আদালতের POCSO কোর্টের বিচারক বুধবার ওই যুবককে দোষীসাব্যস্ত করেন । ঘটনার তদন্তের দ্রুত নিষ্পত্তির জন্য তিনি প্রশংসা করেন সার্জেন্ট প্রতীকের । পাশাপাশি ওই যুবককে পাঁচ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ।

Last Updated : Aug 27, 2020, 7:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.