ETV Bharat / city

লকডাউন : সল্টলেকে পুলিশকে গালিগালাজ-ধাক্কা, গ্রেপ্তার যুবতি-সহ 2 - lock down

লকডাউন শুরু হয়ে যাওয়ায় জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷

young lady arrested at saltlake for assaulting police
সল্টলেকে গ্রেপ্তার যুবতি
author img

By

Published : Mar 25, 2020, 7:07 PM IST

Updated : Mar 25, 2020, 7:41 PM IST

কলকাতা, 25 মার্চ : COVID-19-এর সংক্রমণ আটকাতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র ৷ ঘরের বাইরে বেরোলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ ৷ আজ পিকনিক গার্ডেন থেকে সল্টলেকে এসেছিলেন এক যুবতি ৷ গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁদের পুলিশ আটকায় ৷ অভিযোগ, পুলিশ তাঁদের আটকালে পালটা অভব্য আচরণ করেন ওই যুবতি ৷ এমনকী, কর্তব্যরত পুলিশকর্মীকে গালিগালাজ করেন বলে অভিযোগ ৷ ঘটনায় যুবতি ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

লকডাউন চালু হওয়ার পরই শহরের রাস্তায় কড়া নজরদারি কলকাতা পুলিশের ৷ খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে লাঠিচার্জ থেকে কান ধরে ওঠা-বসার শাস্তি দেওয়া হচ্ছে ৷ তারমধ্যেও অনেকে বাড়ির বাইরে বের হচ্ছেন ৷ আজ ক্যাব বুক করে পিকনিক গার্ডেন থেকে সল্টলেকের পিএনবি এলাকায় এসেছিলেন যুবতি ও তাঁর সঙ্গী ৷ রাস্তায় তাঁদের গাড়ি আটকায় পুলিশ ৷ কীভাবে অ্যাপভিত্তিক ক্যাব তাঁরা বুক করলেন এবং বাইরে কেন বেরিয়েছেন তা জানার চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা ৷

অভিযোগ, প্রশ্ন করতে গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন যুবতি ৷ পাশাপাশি তিনি গালিগালাজ করেন বলে অভিযোগ ৷

পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার যুবতি ও তাঁর সঙ্গী

পুলিশ সূত্রে খবর, যুবতির ঠোঁটে ব়্যাশ হয়েছিল ৷ আচমকা তিনি ব়্যাশ ফাটিয়ে রক্ত পুলিশের উর্দিতে লাগিয়ে দেন ৷ যুবতি ও তাঁর সঙ্গীকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে জিজ্ঞাসাবাদের পর দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

কলকাতা, 25 মার্চ : COVID-19-এর সংক্রমণ আটকাতে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র ৷ ঘরের বাইরে বেরোলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ ৷ আজ পিকনিক গার্ডেন থেকে সল্টলেকে এসেছিলেন এক যুবতি ৷ গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁদের পুলিশ আটকায় ৷ অভিযোগ, পুলিশ তাঁদের আটকালে পালটা অভব্য আচরণ করেন ওই যুবতি ৷ এমনকী, কর্তব্যরত পুলিশকর্মীকে গালিগালাজ করেন বলে অভিযোগ ৷ ঘটনায় যুবতি ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

লকডাউন চালু হওয়ার পরই শহরের রাস্তায় কড়া নজরদারি কলকাতা পুলিশের ৷ খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে লাঠিচার্জ থেকে কান ধরে ওঠা-বসার শাস্তি দেওয়া হচ্ছে ৷ তারমধ্যেও অনেকে বাড়ির বাইরে বের হচ্ছেন ৷ আজ ক্যাব বুক করে পিকনিক গার্ডেন থেকে সল্টলেকের পিএনবি এলাকায় এসেছিলেন যুবতি ও তাঁর সঙ্গী ৷ রাস্তায় তাঁদের গাড়ি আটকায় পুলিশ ৷ কীভাবে অ্যাপভিত্তিক ক্যাব তাঁরা বুক করলেন এবং বাইরে কেন বেরিয়েছেন তা জানার চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা ৷

অভিযোগ, প্রশ্ন করতে গাড়ি থেকে নেমে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন যুবতি ৷ পাশাপাশি তিনি গালিগালাজ করেন বলে অভিযোগ ৷

পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার যুবতি ও তাঁর সঙ্গী

পুলিশ সূত্রে খবর, যুবতির ঠোঁটে ব়্যাশ হয়েছিল ৷ আচমকা তিনি ব়্যাশ ফাটিয়ে রক্ত পুলিশের উর্দিতে লাগিয়ে দেন ৷ যুবতি ও তাঁর সঙ্গীকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে জিজ্ঞাসাবাদের পর দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

Last Updated : Mar 25, 2020, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.