ETV Bharat / city

বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত - যশ দাশগুপ্ত

বিজেপিতে যোগ দিয়ে প্রান্তিক মানুষদের জন্য কাজ করতে চান যশ দাশগুপ্ত । বলেন, "সিস্টেমের মধ্যে থেকেই পরিবর্তন আনতে হবে । তাই অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি ।"

বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত
বিজেপিতে যোগ দিলেন যশ দাশগুপ্ত
author img

By

Published : Feb 17, 2021, 5:52 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : বিজেপিতে যোগ দিলেন কয়েকজন টলি অভিনেতা-অভিনেত্রী । যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্তও । আজ মিন্টো পার্কে একটি পাঁচতারা হোটেলে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও স্বপন দাশগুপ্তদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তাঁরা । গেরুয়া শিবিরে যোগ দিয়ে যশের মুখে অবশ্য 'পরিবর্তনের' কথা ।

অভিনেতাদের রাজনীতিতে যোগদান নতুন ঘটনা নয় । একসময় দেবশ্রী, তাপস পাল, চিরঞ্জিত, শতাব্দী এবং পরে দেব, মিমি, নুসরত । বহু টলি তারকাই তৃণমূলে যোগ দিয়েছেন । আবার তৃণমূল থেকে দল পাল্টে বিজেপিতে গেছেন এমন নজিরও রয়েছে । রুদ্রনীল ঘোষ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন । এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত । আজ মিন্টোপার্কের একটি পাঁচতারা হোটেলে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন । আর বিজেপিতে যোগ দিয়েই তাঁর মুখে 'পরিবর্তন' ও 'যুব সমাজ'এর কথা । যশ বলেন, "আমি রাতারাতি এই সিদ্ধান্ত নিইনি । বহুবার বিজেপির সঙ্গে আমার আলোচনা হয়েছে । তারপর এই সিদ্ধান্ত । কোনও পরিবর্তন আনতে চাইলে সিস্টেমের ভিতরে থেকেই তা করতে হয় । বিজেপি সবসময় বলেছে, যুব সম্প্রদায় পরিবর্তন আনতে পারে সমাজে । রাজ্যের বহু জায়গায় অনেক শো করি আমরা । সেই সূত্রে বিজেপির হাত ধরে প্রান্তিক মানুষদের জন্য কাজ করতে পারব । পদ নিয়ে ঘরে বসে থাকতে চাইনা । ভালোভাবে কাজ করতে চাই ।"

আরও পড়ুন : শাঁখা-সিঁদুর পরে দক্ষিণেশ্বর মন্দিরে নুসরত, সঙ্গে যশ ও মদন মিত্র

ইদানীং ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, নুসরতের সঙ্গে যশের 'বন্ধুত্ব' রয়েছে । শোনা যাচ্ছে যে, যশ দাশগুপ্তের সঙ্গে নাকি ডেট করছেন নুসরত । বিজেপিতে যোগদানের বিষয়ে বান্ধবীকে কিছু জানাননি? যশের উত্তর, "আমাদের মদ্যে বন্ধুত্ব থাকতে পারে । কিন্তু আমাদের মধ্যে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি । আমরা ইন্ডাস্ট্রি থেকে বন্ধু । মিমিও আমার ভালো বন্ধু । কিন্তু ও তো অন্য দলে রয়েছে ।"

আরও পড়ুন : ইনস্টাগ্রাম স্টোরিতে একই ছবি পোস্ট যশ-নুসরতের !

যশের পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস ।

কলকাতা, 17 ফেব্রুয়ারি : বিজেপিতে যোগ দিলেন কয়েকজন টলি অভিনেতা-অভিনেত্রী । যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্তও । আজ মিন্টো পার্কে একটি পাঁচতারা হোটেলে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও স্বপন দাশগুপ্তদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তাঁরা । গেরুয়া শিবিরে যোগ দিয়ে যশের মুখে অবশ্য 'পরিবর্তনের' কথা ।

অভিনেতাদের রাজনীতিতে যোগদান নতুন ঘটনা নয় । একসময় দেবশ্রী, তাপস পাল, চিরঞ্জিত, শতাব্দী এবং পরে দেব, মিমি, নুসরত । বহু টলি তারকাই তৃণমূলে যোগ দিয়েছেন । আবার তৃণমূল থেকে দল পাল্টে বিজেপিতে গেছেন এমন নজিরও রয়েছে । রুদ্রনীল ঘোষ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন । এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত । আজ মিন্টোপার্কের একটি পাঁচতারা হোটেলে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন । আর বিজেপিতে যোগ দিয়েই তাঁর মুখে 'পরিবর্তন' ও 'যুব সমাজ'এর কথা । যশ বলেন, "আমি রাতারাতি এই সিদ্ধান্ত নিইনি । বহুবার বিজেপির সঙ্গে আমার আলোচনা হয়েছে । তারপর এই সিদ্ধান্ত । কোনও পরিবর্তন আনতে চাইলে সিস্টেমের ভিতরে থেকেই তা করতে হয় । বিজেপি সবসময় বলেছে, যুব সম্প্রদায় পরিবর্তন আনতে পারে সমাজে । রাজ্যের বহু জায়গায় অনেক শো করি আমরা । সেই সূত্রে বিজেপির হাত ধরে প্রান্তিক মানুষদের জন্য কাজ করতে পারব । পদ নিয়ে ঘরে বসে থাকতে চাইনা । ভালোভাবে কাজ করতে চাই ।"

আরও পড়ুন : শাঁখা-সিঁদুর পরে দক্ষিণেশ্বর মন্দিরে নুসরত, সঙ্গে যশ ও মদন মিত্র

ইদানীং ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যায়, নুসরতের সঙ্গে যশের 'বন্ধুত্ব' রয়েছে । শোনা যাচ্ছে যে, যশ দাশগুপ্তের সঙ্গে নাকি ডেট করছেন নুসরত । বিজেপিতে যোগদানের বিষয়ে বান্ধবীকে কিছু জানাননি? যশের উত্তর, "আমাদের মদ্যে বন্ধুত্ব থাকতে পারে । কিন্তু আমাদের মধ্যে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি । আমরা ইন্ডাস্ট্রি থেকে বন্ধু । মিমিও আমার ভালো বন্ধু । কিন্তু ও তো অন্য দলে রয়েছে ।"

আরও পড়ুন : ইনস্টাগ্রাম স্টোরিতে একই ছবি পোস্ট যশ-নুসরতের !

যশের পাশাপাশি বিজেপিতে যোগ দিলেন পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.