ETV Bharat / city

কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিশ্ব মানবিকতা দিবসে টুইট মমতার - mamata banerjee on World Humanitarian Day

কাশ্মীরের মানুষের অধিকার লঙ্ঘন করা হচ্ছে ৷ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

কাশ্মীরিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিশ্ব মানবিকতা দিবসে টুইট মমতার
author img

By

Published : Aug 19, 2019, 9:27 AM IST

Updated : Aug 19, 2019, 9:49 AM IST

কলকাতা, 17 অগাস্ট : আজ বিশ্ব মানবিকতা দিবস ৷ আর সেই প্রসঙ্গে কাশ্মীরের কথা উল্লেখ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লেখেন, কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে ৷

টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ''আজ বিশ্ব মানবিকতা দিবস । কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে । আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি৷''

  • আজ বিশ্ব মানবিকতা দিবস ।কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি ১/২

    — Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মানবাধিকার রক্ষা নিয়ে তাঁর দীর্ঘদিনের লড়াইয়ের কথাও উল্লেখ করেন তিনি ৷ লেখেন, 1995 সাল থেকেই মানবাধিকার রক্ষা নিয়ে আন্দোলন করছেন ৷ মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে 21 দিন পথে নেমে আন্দোলন করেছিলেন, একথাও উল্লেখ করেছেন তিনি ৷

  • মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি ২/২

    — Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 17 অগাস্ট : আজ বিশ্ব মানবিকতা দিবস ৷ আর সেই প্রসঙ্গে কাশ্মীরের কথা উল্লেখ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লেখেন, কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে ৷

টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ''আজ বিশ্ব মানবিকতা দিবস । কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে । আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি৷''

  • আজ বিশ্ব মানবিকতা দিবস ।কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি ১/২

    — Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মানবাধিকার রক্ষা নিয়ে তাঁর দীর্ঘদিনের লড়াইয়ের কথাও উল্লেখ করেন তিনি ৷ লেখেন, 1995 সাল থেকেই মানবাধিকার রক্ষা নিয়ে আন্দোলন করছেন ৷ মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে 21 দিন পথে নেমে আন্দোলন করেছিলেন, একথাও উল্লেখ করেছেন তিনি ৷

  • মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের খুব কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন ও লক-আপে মৃত্যুর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি ২/২

    — Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
New Delhi, Aug 19 (ANI): Fresh face of Bollywood Janhvi Kapoor is soon going to make her digital debut with Zoya Akhtar's short film "Ghost Stories" on Netflix. The actor took to social media on Sunday evening to break the news to her fans and followers. Janhvi, who will also be seen starring opposite Rajkumar Rao in 'Rooh-Afza', talked about the project that she will work on with the ace director. This young actor, who's just a film old further thanked and expressed her excitement for becoming part of a film that has "interesting content." "No, but more than that it is such an exciting opportunity for me and I do really hope and believe that we are creating something special because it is such interesting content. And I am so happy and thankful to be part of it. And I so wanted to tell you all for myself. So, thank you and pray for me... Happy Sunday, bye!" the 'Dhadak' star concluded. Other than this, the actor has also been roped in to play the lead opposite Karthik Aaryan in the second installment of the 2008 comedy-drama 'Dostana 2'. Janhvi is also working on a biopic based on Gunjan Saxena, India's first-ever woman IAF officer and will also be seen in Karan Johar's multi-starrer 'Takht' alongside Kareena Kapoor Khan, Ranveer Singh, Alia Bhatt, Vicky Kaushal, Bhumi Bednekar and Anil Kapoor. Whereas apart from Zoya, 'Ghost Stories' will also be directed by Karan Johar, Dibakar Banerjee, and Anurag Kashyap. The stories will be connected to each other and culminate in the end.
Last Updated : Aug 19, 2019, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.