ETV Bharat / city

Post Poll Violence Case : ভোট পরবর্তী হিংসার মামলায় আসরে নামছে সিবিআইয়ের প্রমীলা বাহিনী - Calcutta High Court

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের তদন্তকারী দলে যোগ দিচ্ছেন মহিলা অফিসাররা ৷ নির্যাতিত মহিলাদের কথা মাথায় রেখেই আনা হচ্ছে বাংলা জানা এই অফিসারদের ৷ কারণ অনেক সময়ই দেখা যায়, পুরুষ অফিসারদের সঙ্গে কথা বলতে কুণ্ঠা বোধ করেন নির্যাতিতারা ৷

ভোট পরবর্তী হিংসার মামলায় আসরে নামছে সিবিআইয়ের প্রমীলা বাহিনী
ভোট পরবর্তী হিংসার মামলায় আসরে নামছে সিবিআইয়ের প্রমীলা বাহিনী
author img

By

Published : Aug 26, 2021, 5:12 PM IST

কলকাতা, 26 অগস্ট : মূলত ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য পুলিশ যেসব জায়গায় ভুল করেছে বা অপরাধ লঘু করে দেখানোর চেষ্টা করছে, সেগুলি চিহ্নিত করেই এবার তদন্ত করতে চাইছে সিবিআই (CBI) । অত্যাচারিত মহিলারা অনেক সময় পুরুষ তদন্তকারীদের সঙ্গে কথা বলতে কুণ্ঠা বোধ করেন । তাই বাংলায় ভোট পরবর্তী নির্বাচনে তদন্তকারী টিমগুলিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলা জানা মহিলা অফিসারদের ।

দিল্লিতে সিসিবিআইয়ের সদর দফতরের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মূলত যে সব জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছে, সেই সব স্থানে সিবিআই এই মহিলা আধিকারিকদের ময়দানে নামিয়ে কাজ করাতে চায় । নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই আধিকারিক বলেন, "অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, অনেক সময় অত্যাচারের শিকার মহিলারা পুরুষ তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে কুণ্ঠা বা অস্বস্তি বোধ করেন । অনেক তদন্তকারী অফিসারদেরই সব অত্যাচারিত মহিলারা পুরো কথা বলে উঠতে পারেন না লজ্জায় । কিন্তু মহিলা তদন্ত অফিসার হলে সেই সমস্যা হয় না ৷ তাই আমাদের প্রত্যেক টিমে এক-দু'জন করে মহিলা তদন্তকারী অফিসার থাকবেন । আর যেহেতু অনেক ঘটনা এমন জায়গায় ঘটেছে, যেখানে হয়তো অত্যাচারিত মহিলা ইংরেজি বা হিন্দিতে সড়গড় নন । তাই বাংলা জানা মহিলা অফিসারদেরই আমরা আমাদের টিমে রাখব ৷"

এদিন ফের বৃহস্পতিবার কলকাতায় কাঁকুড়গাছিতে মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের বাড়িতে আসেন সিবিআইয়ের গোয়েন্দারা । সঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনীও । সিবিআইয়ের সঙ্গে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের চারজন আধিকারিক । কিন্তু সেই চার আধিকারিককে বাড়িতে ঢুকতে বাধা দেন মৃতের ভাই বিশ্বজিৎ সরকার । এরপর কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ওই চার আধিকারিক সেখান থেকে বেরিয়ে যান ।

এরপরে দীর্ঘক্ষণ ধরে সিবিআইয়ের গোয়েন্দারা মৃত বিজেপি সমর্থকের ভাইয়ের সঙ্গে কথা বলেন । মূলত, সিবিআই আধিকারিকরা এদিন বাংলা জানা বেশ কয়েকজন অফিসারকে ঘটনাস্থলে নিয়ে এসেছিলেন । সঙ্গে ছিলেন ফটোগ্রাফার । যে জায়গায় অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়, সেই স্থানের ভিডিয়োগ্রাফিও করে সিবিআই । পাশাপাশি তাঁদের কথাবার্তার সবটাও ভিডিয়োগ্রাফি হয় ৷ ইতিমধ্যেই কলকাতার এই ঘটনায় একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করে দিল্লি পাঠাচ্ছে সিবিআই । ওই রিপোর্টে মোট ন'টি এফআইআর রয়েছে ।

তদন্তে নেমে সিবিআইয়ের নজরে রয়েছে কলকাতা পুলিশের বেশ কয়েকজন আধিকারিক । সিবিআই সূত্রে খবর, প্রয়োজন পড়লে তাঁদের সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ।

আরও পড়ুন : TMC to EC : উপনির্বাচনের দাবিতে আজ দিল্লির নির্বাচন কমিশনের অফিসে 5 তৃণমূল সাংসদ

কলকাতা, 26 অগস্ট : মূলত ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য পুলিশ যেসব জায়গায় ভুল করেছে বা অপরাধ লঘু করে দেখানোর চেষ্টা করছে, সেগুলি চিহ্নিত করেই এবার তদন্ত করতে চাইছে সিবিআই (CBI) । অত্যাচারিত মহিলারা অনেক সময় পুরুষ তদন্তকারীদের সঙ্গে কথা বলতে কুণ্ঠা বোধ করেন । তাই বাংলায় ভোট পরবর্তী নির্বাচনে তদন্তকারী টিমগুলিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলা জানা মহিলা অফিসারদের ।

দিল্লিতে সিসিবিআইয়ের সদর দফতরের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মূলত যে সব জেলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছে, সেই সব স্থানে সিবিআই এই মহিলা আধিকারিকদের ময়দানে নামিয়ে কাজ করাতে চায় । নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই আধিকারিক বলেন, "অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে, অনেক সময় অত্যাচারের শিকার মহিলারা পুরুষ তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলতে কুণ্ঠা বা অস্বস্তি বোধ করেন । অনেক তদন্তকারী অফিসারদেরই সব অত্যাচারিত মহিলারা পুরো কথা বলে উঠতে পারেন না লজ্জায় । কিন্তু মহিলা তদন্ত অফিসার হলে সেই সমস্যা হয় না ৷ তাই আমাদের প্রত্যেক টিমে এক-দু'জন করে মহিলা তদন্তকারী অফিসার থাকবেন । আর যেহেতু অনেক ঘটনা এমন জায়গায় ঘটেছে, যেখানে হয়তো অত্যাচারিত মহিলা ইংরেজি বা হিন্দিতে সড়গড় নন । তাই বাংলা জানা মহিলা অফিসারদেরই আমরা আমাদের টিমে রাখব ৷"

এদিন ফের বৃহস্পতিবার কলকাতায় কাঁকুড়গাছিতে মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের বাড়িতে আসেন সিবিআইয়ের গোয়েন্দারা । সঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনীও । সিবিআইয়ের সঙ্গে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের চারজন আধিকারিক । কিন্তু সেই চার আধিকারিককে বাড়িতে ঢুকতে বাধা দেন মৃতের ভাই বিশ্বজিৎ সরকার । এরপর কলকাতা পুলিশের হোমিসাইড শাখার ওই চার আধিকারিক সেখান থেকে বেরিয়ে যান ।

এরপরে দীর্ঘক্ষণ ধরে সিবিআইয়ের গোয়েন্দারা মৃত বিজেপি সমর্থকের ভাইয়ের সঙ্গে কথা বলেন । মূলত, সিবিআই আধিকারিকরা এদিন বাংলা জানা বেশ কয়েকজন অফিসারকে ঘটনাস্থলে নিয়ে এসেছিলেন । সঙ্গে ছিলেন ফটোগ্রাফার । যে জায়গায় অভিজিৎ সরকারের দেহ উদ্ধার হয়, সেই স্থানের ভিডিয়োগ্রাফিও করে সিবিআই । পাশাপাশি তাঁদের কথাবার্তার সবটাও ভিডিয়োগ্রাফি হয় ৷ ইতিমধ্যেই কলকাতার এই ঘটনায় একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করে দিল্লি পাঠাচ্ছে সিবিআই । ওই রিপোর্টে মোট ন'টি এফআইআর রয়েছে ।

তদন্তে নেমে সিবিআইয়ের নজরে রয়েছে কলকাতা পুলিশের বেশ কয়েকজন আধিকারিক । সিবিআই সূত্রে খবর, প্রয়োজন পড়লে তাঁদের সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ।

আরও পড়ুন : TMC to EC : উপনির্বাচনের দাবিতে আজ দিল্লির নির্বাচন কমিশনের অফিসে 5 তৃণমূল সাংসদ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.