ETV Bharat / city

চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানি, তৎপরতার সঙ্গে অভিযুক্তকে ধরল পুলিশ - howrah

ধুলাগড়- শিয়ালদা রুটের বাসে যুবতির শ্লীলতাহানী । ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 30, 2019, 12:45 PM IST

কলকাতা, 30 জুন : স্বামী এবং মেয়ের সঙ্গে ছুটির দিনে যাচ্ছিলেন আত্মীয়ের বাড়ি । উঠেছিলেন ধুলাগড়- শিয়ালদা রুটের একটি বাসে । হঠাৎই দু'জন যুবক উত্যক্ত করতে শুরু করে যুবতিকে । অভিযোগ ওঠে শ্লীলতাহানির । খবর পৌঁছায় কলকাতা পুলিশে । ট্রাফিক পুলিশ তৎপরতার সঙ্গে শিয়ালদা NRS-এর সামনে বাসটি থামিয়ে আটক করে একজনকে । অন্যজন যদিও পলাতক ।

পুলিশ সূত্রে খবর, ওই যুবতি থাকেন হাওড়ার বাকসারা এলাকায় । বাসটিতে আগে থেকেই ওই দু'জন ছিল । যুবতির অভিযোগ, বাসে ওঠার পর থেকেই তারা তাঁর দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে । ইশারা ছিল অশালীন । কিছুক্ষণ পর শুরু হয় কটূক্তি । প্রতিবাদ করেন ওই যুবতি এবং তাঁর স্বামী । এবার মেয়ের সামনেই যুবতিকে শ্লীলতাহানি করা হয় । বাসে উপস্থিত প্রায় কেউই ঘটনার প্রতিবাদ করেনি বলে দাবি যুবতির । তবে বাস থেকেই তিনি ফোন করেন কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর 100- তে । সকাল 10টা নাগাদ বাসটি ওয়েলিংটনে পৌঁছতেই পুলিশ বাসটিকে ধাওয়া করতে শুরু করে । পাশাপাশি খবর দেওয়া হয় শিয়ালদা ট্রাফিক গার্ডে ।

পুলিশ সূত্রে খবর, 10টা 55 মিনিট নাগাদ NRS-এর সামনে কর্তব্যরত ট্রাফিক অফিসার বাসটিকে থামান । বাসে উঠে সার্চ করতেই চিহ্নিত হয় অভিযুক্ত । তার নাম মহম্মদ খান । 24 বছরের ওই যুবক উলুবেড়িয়ার কুলগাছিয়ার বাসিন্দা । এরপর কর্তব্যরত ট্রাফিক অফিসার তাকে আটক করেন । মহম্মদ খানের সঙ্গী পালিয়ে যায় । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে আসে মুচিপাড়া থানার পুলিশ । পরে ওই যুবতির অভিযোগের ভিত্তিতে মহম্মদ খানকে গ্রেপ্তার করা হয় ।

প্রসঙ্গত, উষসী সেনগুপ্ত হেনস্থার ঘটনার পর কলকাতা পুলিশ জানিয়েছিল, প্রয়োজনে ট্রাফিক পুলিশও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সাহায্য করবে । বক্সার সুমন কুমারীর ক্ষেত্রে সেই নির্দেশ পালন না হলেও, আজ সকালে অভিযোগ পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যে ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ।

কলকাতা, 30 জুন : স্বামী এবং মেয়ের সঙ্গে ছুটির দিনে যাচ্ছিলেন আত্মীয়ের বাড়ি । উঠেছিলেন ধুলাগড়- শিয়ালদা রুটের একটি বাসে । হঠাৎই দু'জন যুবক উত্যক্ত করতে শুরু করে যুবতিকে । অভিযোগ ওঠে শ্লীলতাহানির । খবর পৌঁছায় কলকাতা পুলিশে । ট্রাফিক পুলিশ তৎপরতার সঙ্গে শিয়ালদা NRS-এর সামনে বাসটি থামিয়ে আটক করে একজনকে । অন্যজন যদিও পলাতক ।

পুলিশ সূত্রে খবর, ওই যুবতি থাকেন হাওড়ার বাকসারা এলাকায় । বাসটিতে আগে থেকেই ওই দু'জন ছিল । যুবতির অভিযোগ, বাসে ওঠার পর থেকেই তারা তাঁর দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে । ইশারা ছিল অশালীন । কিছুক্ষণ পর শুরু হয় কটূক্তি । প্রতিবাদ করেন ওই যুবতি এবং তাঁর স্বামী । এবার মেয়ের সামনেই যুবতিকে শ্লীলতাহানি করা হয় । বাসে উপস্থিত প্রায় কেউই ঘটনার প্রতিবাদ করেনি বলে দাবি যুবতির । তবে বাস থেকেই তিনি ফোন করেন কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর 100- তে । সকাল 10টা নাগাদ বাসটি ওয়েলিংটনে পৌঁছতেই পুলিশ বাসটিকে ধাওয়া করতে শুরু করে । পাশাপাশি খবর দেওয়া হয় শিয়ালদা ট্রাফিক গার্ডে ।

পুলিশ সূত্রে খবর, 10টা 55 মিনিট নাগাদ NRS-এর সামনে কর্তব্যরত ট্রাফিক অফিসার বাসটিকে থামান । বাসে উঠে সার্চ করতেই চিহ্নিত হয় অভিযুক্ত । তার নাম মহম্মদ খান । 24 বছরের ওই যুবক উলুবেড়িয়ার কুলগাছিয়ার বাসিন্দা । এরপর কর্তব্যরত ট্রাফিক অফিসার তাকে আটক করেন । মহম্মদ খানের সঙ্গী পালিয়ে যায় । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে আসে মুচিপাড়া থানার পুলিশ । পরে ওই যুবতির অভিযোগের ভিত্তিতে মহম্মদ খানকে গ্রেপ্তার করা হয় ।

প্রসঙ্গত, উষসী সেনগুপ্ত হেনস্থার ঘটনার পর কলকাতা পুলিশ জানিয়েছিল, প্রয়োজনে ট্রাফিক পুলিশও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সাহায্য করবে । বক্সার সুমন কুমারীর ক্ষেত্রে সেই নির্দেশ পালন না হলেও, আজ সকালে অভিযোগ পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যে ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ।

Intro:কলকাতা, ৩০ জুন: স্বামী এবং মেয়ের সঙ্গে ছুটির দিনে যাচ্ছিলেন আত্মীয়র বাড়ি। উঠে ছিলেন ধুলাগড়-শিয়ালদা রুটের একটি বাসে। অভিযোগ, হঠাৎই দুই যুবক উত্যক্ত করতে শুরু করে যুবতীকে। করা হয় শ্লীলতাহানি। খবর যায় কলকাতা পুলিশে। তৎপর হয় ট্রাফিক পুলিশ। শিয়ালদা নীলরতন সরকার হাসপাতালের সামনে থামানো হয় বাস। আটক করা হয় অভিযুক্তকে। অন্য জন পলাতক।Body:পুলিশ সূত্রে খবর, ওই যুবতী থাকেন হাওড়ার বাকসারা এলাকায়। বাসটিতে আগে থেকেই উপস্থিত ছিল ওই দুই যুবক। যুবতীর অভিযোগ, বাসে উঠার পর থেকেই ওই দুই যুবক তার দিকে কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। ইশারা ছিল অশালীন। কিছু পরে শুরু হয় কটুক্তি। প্রতিবাদ করেন ওই যুবতীর এবং তাঁর স্বামী। এইবার তাদের মেয়ের সামনেই যুবতীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বাসে উপস্থিত প্রায় কেউই ঘটনার প্রতিবাদ করেনি বলে দাবি ওই পরিবারের। তবে বাস থেকেই ওই যুবতী বুদ্ধি করে ফোন করে দেন কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ১০০ তে। তখন সকাল ১০:০৮। বাসটি ওয়েলিংটনে পৌঁছতেই শুরু হয়ে যায় পুলিশের তৎপরতা। বাসটিকে ধাওয়া করে মোবাইল ভ্যান। পাশাপাশি খবর দেওয়া হয় শিয়ালদা ট্রাফিক গার্ডে।
Conclusion:পুলিশ সূত্রে খবর, ১০:১৫ নাগাদ শিয়ালদার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে কর্তব্যরত ট্রাফিক অফিসার বাসটিকে থামান। বাসে উঠে সার্চ করতেই চিহ্নিত হয় অভিযুক্ত। তার নাম মহম্মদ খান। 24 বছরের ওই যুবক উলুবেড়িয়ার কুলগাছিয়ার বাসিন্দা। কর্তব্যরত ট্রাফিক অফিসার তাকে আটক করেন। অন্য যুবক পালিয়ে যায়।কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে আসে মুচিপাড়া থানার পুলিশ। পরে ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে মহম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

উষসী সেনগুপ্তের ঘটনার পর যে জারি করেছিল কলকাতা পুলিশ, তাতে বলা হয়েছিল এমনটাই। প্রয়োজনে ট্রাফিক পুলিশও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সাহায্য করবেন। বক্সার সুমন কুমারীর ক্ষেত্রে সেই নির্দেশ পালন না হলেও, আজ সকালে অভিযোগ পাওয়ার মাত্র 7 মিনিটের মধ্যে ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে যেভাবে গ্রেপ্তার করা হল অভিযুক্তকে তাকে স্বাগত জানিয়েছেন অভিযোগকারী যুবতী।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.