ETV Bharat / city

বিবিকে খুন, কিশোর ছেলের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি

কলকাতায় বিবিকে খুনের অভিযোগ ৷ ছেলের অভিযোগের ভিত্তিতে ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 7, 2020, 9:21 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : বিবিকে খুনের অভিযোগ শওহরের বিরুদ্ধে । তারপর বিবির সোনার গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দেয় সে । রাতেই ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ । আজ ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ।

গতকাল রাত সাড়ে 10টা নাগাদ পুলিশ 40 নম্বর তিলজলা লেনের চারতলা থেকে উদ্ধার হয় এক মহিলার রক্তাক্ত দেহ । তাঁর নাম নাজ়নি বেগম । বয়স 37 বছর । ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল । তাঁর শওহর মহম্মদ সেলিম পলাতক ছিল । ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ভালো করে খতিয়ে দেখে বোঝা যায় ঘর থেকে বেশকিছু সোনার গয়না এবং টাকা-পয়সা চুরি গিয়েছে । প্রাথমিকভাবে তদন্তকারীরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন । চুরির উদ্দেশ্যে এই খুন কি না সে বিষয়ে সন্দেহ তৈরি হয় ।

পরে ওই মহিলার ছোটো ছেলে শেখ আজহারউদ্দিন (15) বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । তখন পুলিশ নিশ্চিত হয়ে যায় এই খুন করেছে তার বাবা । শুরু হয় সেলিমের খোঁজ । আজ নারকেলডাঙা থানা এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ছুরি । ঠিক কী কারণে সেলিম তার বিবিকে খুন করল তা খতিয়ে দেখছে পুলিশ ।

কলকাতা, 7 সেপ্টেম্বর : বিবিকে খুনের অভিযোগ শওহরের বিরুদ্ধে । তারপর বিবির সোনার গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দেয় সে । রাতেই ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ । আজ ছেলের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ।

গতকাল রাত সাড়ে 10টা নাগাদ পুলিশ 40 নম্বর তিলজলা লেনের চারতলা থেকে উদ্ধার হয় এক মহিলার রক্তাক্ত দেহ । তাঁর নাম নাজ়নি বেগম । বয়স 37 বছর । ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল । তাঁর শওহর মহম্মদ সেলিম পলাতক ছিল । ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ভালো করে খতিয়ে দেখে বোঝা যায় ঘর থেকে বেশকিছু সোনার গয়না এবং টাকা-পয়সা চুরি গিয়েছে । প্রাথমিকভাবে তদন্তকারীরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন । চুরির উদ্দেশ্যে এই খুন কি না সে বিষয়ে সন্দেহ তৈরি হয় ।

পরে ওই মহিলার ছোটো ছেলে শেখ আজহারউদ্দিন (15) বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । তখন পুলিশ নিশ্চিত হয়ে যায় এই খুন করেছে তার বাবা । শুরু হয় সেলিমের খোঁজ । আজ নারকেলডাঙা থানা এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ছুরি । ঠিক কী কারণে সেলিম তার বিবিকে খুন করল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.