ETV Bharat / city

Woman Missing in Newtown: নিউটাউনে পাওনা টাকা আদায়ে গিয়ে 3 দিন ধরে নিখোঁজ মহিলা, তদন্তে পুলিশ - রহস্যজনকভাবে নিখোঁজ মহিলা

পাওনা টাকা আদায়ে গিয়ে নিখোঁজ মহিলা (Woman Missing in Newtown Suspiciously) ৷ গত 19 জুন ননিবালা গায়েন নামে ওই মহিলা নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এ দিন নিউটাউনের গৌরাঙ্গনগরের ঘটনায় মহিলার পরিবার এবং প্রতিবেশীরা পথ অবরোধ করেন ৷

Woman Missing in Newtown Suspiciously in Protest Family Members Block The Road
Woman Missing in Newtown Suspiciously in Protest Family Members Block The Road
author img

By

Published : Jun 22, 2022, 5:33 PM IST

বিধাননগর, 22 জুন: রহস্যজনকভাবে নিখোঁজ মহিলা নিউটাউনের শুলংগুঁড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা ননিবালা গায়েন (Woman Missing in Newtown Suspiciously) ৷ আর তাঁর নিরুদ্দেশের ঘটনায় গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ড অবরোধ করলেন স্থানীয়রা ৷ জানা গিয়েছে, ওই মহিলা গৌরাঙ্গনগরে সুদের ব্যবসা করতেন তিনি ৷ বছর 40 এর ননিবালা গায়েন গত 19 জুন রাতে গৌরাঙ্গনগরে সুদের টাকা আনতে যান বলে পুলিশকে জানিয়েছে তাঁর পরিবার ৷ কিন্তু, রাতে তিনি আর বাড়ি ফেরেননি ৷ এই ঘটনায় আজ দোকানদার-সহ 2 জনকে আটক করেছে পুলিশ ৷

পরিবার পুলিশকে জানিয়েছে, 19 জুন রাতে মাংসের দোকানে ননিবালা গায়েন সুদের টাকা আনতে যান ৷ কিন্তু, তার পরে আর বাড়ি ফেরেননি তিনি ৷ রাতভর এবং পরেরদিন পুরো এলাকায় পরিবারের লোকজন খোঁজ করেন ননিবালা গায়েনের ৷ কিন্তু, তাঁর কোনও খোঁজ না-পেয়ে মঙ্গলবার নিউটাউন থানায় অভিযোগ দায়ের করে পরিবার ৷ আজ পরিবারের তরফে মাংসের দোকানের মালিক ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কিন্তু, সেখানে দু’পক্ষের মধ্যে এ নিয়ে বচসা শুরু হয় ৷ এর পরেই পরিবারের লোকজন প্রতিবেশীদের নিয়ে এসে গৌরাঙ্গনগরে রাস্তা অবরোধ করে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷

নিউটাউনে পাওনা টাকা আদায়ে গিয়ে 3 দিন ধরে নিখোঁজ মহিলা

আরও পড়ুন: Kidnapping : 2 দিন ধরে নিখোঁজ কিশোরী, উঠছে অপহরণের অভিযোগ

পুলিশ জানিয়েছে, ননিবালা গায়েনের থেকে 1 লক্ষ 80 হাজার টাকা ব্যবসার জন্য নিয়েছিলেন মাংসের দোকানের মালিক ৷ ওই রাতে সেই ধারের টাকার সুদ আনতে মাংসের দোকানে মহিলাকে ঢুকতে দেখা গিয়েছিল ৷ কিন্তু, সেখান থেকে তাঁকে কেউ বেরতে দেখেননি ৷ সেই নিয়ে এ দিন মাংসের দোকানের দু’জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷ ধৃতেরা হলেন বিনয় মণ্ডল এবং মৃন্ময় মণ্ডল ৷

বিধাননগর, 22 জুন: রহস্যজনকভাবে নিখোঁজ মহিলা নিউটাউনের শুলংগুঁড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা ননিবালা গায়েন (Woman Missing in Newtown Suspiciously) ৷ আর তাঁর নিরুদ্দেশের ঘটনায় গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ড অবরোধ করলেন স্থানীয়রা ৷ জানা গিয়েছে, ওই মহিলা গৌরাঙ্গনগরে সুদের ব্যবসা করতেন তিনি ৷ বছর 40 এর ননিবালা গায়েন গত 19 জুন রাতে গৌরাঙ্গনগরে সুদের টাকা আনতে যান বলে পুলিশকে জানিয়েছে তাঁর পরিবার ৷ কিন্তু, রাতে তিনি আর বাড়ি ফেরেননি ৷ এই ঘটনায় আজ দোকানদার-সহ 2 জনকে আটক করেছে পুলিশ ৷

পরিবার পুলিশকে জানিয়েছে, 19 জুন রাতে মাংসের দোকানে ননিবালা গায়েন সুদের টাকা আনতে যান ৷ কিন্তু, তার পরে আর বাড়ি ফেরেননি তিনি ৷ রাতভর এবং পরেরদিন পুরো এলাকায় পরিবারের লোকজন খোঁজ করেন ননিবালা গায়েনের ৷ কিন্তু, তাঁর কোনও খোঁজ না-পেয়ে মঙ্গলবার নিউটাউন থানায় অভিযোগ দায়ের করে পরিবার ৷ আজ পরিবারের তরফে মাংসের দোকানের মালিক ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ কিন্তু, সেখানে দু’পক্ষের মধ্যে এ নিয়ে বচসা শুরু হয় ৷ এর পরেই পরিবারের লোকজন প্রতিবেশীদের নিয়ে এসে গৌরাঙ্গনগরে রাস্তা অবরোধ করে ৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷

নিউটাউনে পাওনা টাকা আদায়ে গিয়ে 3 দিন ধরে নিখোঁজ মহিলা

আরও পড়ুন: Kidnapping : 2 দিন ধরে নিখোঁজ কিশোরী, উঠছে অপহরণের অভিযোগ

পুলিশ জানিয়েছে, ননিবালা গায়েনের থেকে 1 লক্ষ 80 হাজার টাকা ব্যবসার জন্য নিয়েছিলেন মাংসের দোকানের মালিক ৷ ওই রাতে সেই ধারের টাকার সুদ আনতে মাংসের দোকানে মহিলাকে ঢুকতে দেখা গিয়েছিল ৷ কিন্তু, সেখান থেকে তাঁকে কেউ বেরতে দেখেননি ৷ সেই নিয়ে এ দিন মাংসের দোকানের দু’জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷ ধৃতেরা হলেন বিনয় মণ্ডল এবং মৃন্ময় মণ্ডল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.