ETV Bharat / city

চলন্ত ট্রেনে পাথর হামলায় জখম মহিলা যাত্রী - বারাসত

চলন্ত ট্রেনে পাথর হামলা । জখম মহিলা যাত্রী । নাম শিল্পী মণ্ডল । শুক্রবার রাতে উত্তর 24 পরগনা জেলার সদর বারাসতে ঘটনা ।

Woman injured by stone
চলন্ত ট্রেনে পাথর হামলা
author img

By

Published : Mar 14, 2020, 1:11 PM IST

Updated : Mar 14, 2020, 1:33 PM IST

বারাসত, 14 মার্চ : চলন্ত ট্রেনে পাথর হামলা । জখম এক মহিলা যাত্রী । নাম শিল্পী মণ্ডল । তিনি অশোকনগর থানার অন্তর্গত গুমা প্রমোদনগরের বাসিন্দা । শুক্রবার রাতে উত্তর 24 পরগনা জেলার সদর বারাসতে ঘটনা ।

কলকাতার একটি হাসপাতালে ওই মহিলা যাত্রী চিকিৎসাধীন । রেল পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজের শেষে রাতে তিনি শিয়ালদা-বনগাঁগামী শাখার ট্রেনে মধ্যমগ্রাম স্টেশন থেকে শিল্পী দেবী ওঠেন ৷ ট্রেন বারাসত স্টেশন ছেড়ে বেরোনোর পরেই রেল পার থেকে ছোড়া পাথর এসে শিল্পীদেবীর পায়ে লাগে । তিনি গুরুতর জখম হন ।

চিকিৎসার জন্য সহযাত্রীরা প্রথমে তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান । কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । শিয়ালদা-বনগাঁ শাখায় চলন্ত ট্রেনে বারবার পাথর হামলার ঘটনায় যাত্রীরা আতঙ্কিত ।

প্রসঙ্গত গত বছরের অক্টোবর মাসে বাইরে থেকে ছোড়া পাথরে গুরুতর ভাবে জখম হয় শিশু । কয়েক দিন পরে লক্ষ্মীপুজোর দিন চলন্ত ট্রেনে পাথর হামলায় জখম হন এক যুবকও । তারপর থেকে রেলপুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছিল । এমনকী, সচেতনতার প্রচার করা হয়েছিল । কিন্তু তাতেও পাথর হামলা বন্ধ হয়নি । ফের প্রমাণ মিলল বারাসতের এই ঘটনায় ।

বারাসত, 14 মার্চ : চলন্ত ট্রেনে পাথর হামলা । জখম এক মহিলা যাত্রী । নাম শিল্পী মণ্ডল । তিনি অশোকনগর থানার অন্তর্গত গুমা প্রমোদনগরের বাসিন্দা । শুক্রবার রাতে উত্তর 24 পরগনা জেলার সদর বারাসতে ঘটনা ।

কলকাতার একটি হাসপাতালে ওই মহিলা যাত্রী চিকিৎসাধীন । রেল পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজের শেষে রাতে তিনি শিয়ালদা-বনগাঁগামী শাখার ট্রেনে মধ্যমগ্রাম স্টেশন থেকে শিল্পী দেবী ওঠেন ৷ ট্রেন বারাসত স্টেশন ছেড়ে বেরোনোর পরেই রেল পার থেকে ছোড়া পাথর এসে শিল্পীদেবীর পায়ে লাগে । তিনি গুরুতর জখম হন ।

চিকিৎসার জন্য সহযাত্রীরা প্রথমে তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান । কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । শিয়ালদা-বনগাঁ শাখায় চলন্ত ট্রেনে বারবার পাথর হামলার ঘটনায় যাত্রীরা আতঙ্কিত ।

প্রসঙ্গত গত বছরের অক্টোবর মাসে বাইরে থেকে ছোড়া পাথরে গুরুতর ভাবে জখম হয় শিশু । কয়েক দিন পরে লক্ষ্মীপুজোর দিন চলন্ত ট্রেনে পাথর হামলায় জখম হন এক যুবকও । তারপর থেকে রেলপুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছিল । এমনকী, সচেতনতার প্রচার করা হয়েছিল । কিন্তু তাতেও পাথর হামলা বন্ধ হয়নি । ফের প্রমাণ মিলল বারাসতের এই ঘটনায় ।

Last Updated : Mar 14, 2020, 1:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.