ETV Bharat / city

মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংয়ের সহকারী সুইটি - পামেলা গোস্বামী

নিউ আলিপুরের মাদক মামলায় গ্রেফতার করা হল প্রিয়াঙ্কা সিং ওরফে সুইটি নামে এক মহিলাকে ৷ সে রাকেশ সিং-কে মাদক সরবরাহ করতে বলে অভিযোগ রয়েছে ৷

woman arrested in pamela goswami rakesh singh drug case
মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংয়ের সহকারী সুইটি
author img

By

Published : Mar 9, 2021, 9:15 AM IST

Updated : Mar 9, 2021, 12:26 PM IST

কলকাতা, 9 মার্চ: নিউ আলিপুরের মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং-এর সহকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ পামেলা গোস্বামীর পর এই ঘটনায় গ্রেফতার হলেন আরও এক মহিলা ৷ ধৃতের নাম প্রিয়াঙ্কা সিং ওরফে সুইটি। তাঁকে গ্রেফতার করে গোয়েন্দারা বিস্তর তথ্য পেয়েছেন বলে সূত্রের দাবি ।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানিয়েছেন, ধৃত সুইটিকে আজ আদালতে পেশ করা হবে । তাঁকে হেফাজতে নিতে আবেদন করবে পুলিশ ।

আরও পড়ুন: পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

জানা গিয়েছে, রাকেশ সিং-কে সুইটি নাকি 9500 গ্রাম কোকেন সরবরাহ করেছিল । আগেও রাকেশ সিং-কে সে মাদক সরবরাহ করত বলে অভিযোগ । ধৃতের সঙ্গে কোনও আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে । এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

কলকাতা, 9 মার্চ: নিউ আলিপুরের মাদক কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিং-এর সহকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ পামেলা গোস্বামীর পর এই ঘটনায় গ্রেফতার হলেন আরও এক মহিলা ৷ ধৃতের নাম প্রিয়াঙ্কা সিং ওরফে সুইটি। তাঁকে গ্রেফতার করে গোয়েন্দারা বিস্তর তথ্য পেয়েছেন বলে সূত্রের দাবি ।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানিয়েছেন, ধৃত সুইটিকে আজ আদালতে পেশ করা হবে । তাঁকে হেফাজতে নিতে আবেদন করবে পুলিশ ।

আরও পড়ুন: পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

জানা গিয়েছে, রাকেশ সিং-কে সুইটি নাকি 9500 গ্রাম কোকেন সরবরাহ করেছিল । আগেও রাকেশ সিং-কে সে মাদক সরবরাহ করত বলে অভিযোগ । ধৃতের সঙ্গে কোনও আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে । এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Mar 9, 2021, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.