ETV Bharat / city

6 মাসের মধ্যে মাদ্রাসার অশিক্ষক কর্মী নিয়োগের ফল প্রকাশের নির্দেশ - Madrasha service Commission

10 বছর পেরিয়ে গেলেও এখনও মাদ্রাসা সার্ভিস কমিশনের অশিক্ষক কর্মী নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করেনি কমিশন ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থ কমিশনকে আগামী ছ'মাসের মধ্যে সমস্ত পরীক্ষার্থীর মূল্যায়ন শেষ করে পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিলেন আজ ।

Calcutta High Court
ফাইল ছবি
author img

By

Published : Mar 12, 2020, 7:50 PM IST

কলকাতা, 12 মার্চ : আগামী ছ'মাসের মধ্যে অশিক্ষক কর্মী নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৷ আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

প্রায় দশ বছর হয়ে গেল, কয়েক হাজার অশিক্ষক কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন । কিন্তু তারপর আর সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি । মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট । অবশেষে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধ । তারপরই দশ বছর আগে হওয়া গ্রুপ D পরীক্ষার ফল প্রকাশের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন একাধিক প্রার্থী । সেই পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থ ।

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালে এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়- অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে মাদ্রাসাগুলিতে । কয়েক লাখ পরীক্ষার্থী বসেছিলেন সেই পরীক্ষায় । 2010 সালে প্রথম পরীক্ষা হয়েছিল ৷ সেই পরীক্ষায় যাঁরা পাস করেছিলেন তাঁরা 2011 সালে লিখিত পরীক্ষায় বসেন । কিন্তু তারপর সেই পরীক্ষার ফলাফল আজও প্রকাশ করা হয় হয়নি । পরীক্ষার্থীরা একাধিকবার মাদ্রাসা সার্ভিস কমিশনকে জানিয়েছেন । কিন্তু কোনও পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ । শেষ পর্যন্ত বাধ্য হয়ে মহম্মদ হাবিল, নব গোপাল দত্ত, করিমুল হক সহ একাধিক প্রার্থী ফলাফল জানার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ।

সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, অসংখ্য পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৷ তাই তাঁদের মূল্যায়নের কাজ শেষ করা সম্ভব হয়নি । এই সমস্ত বক্তব্য শোনার পর বিচারপতি রাজশেখর মান্থ মাদ্রাসা সার্ভিস কমিশনকে আগামী ছ'মাসের মধ্যে সমস্ত পরীক্ষার্থীর মূল্যায়ন শেষ করে পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিলেন । এ ব্যাপারে মামলাকারীদের তরফে আইনজীবী ফেরদৌস শামিম জানান," প্রায় দশ বছর হয়ে গেল পরীক্ষা নেওয়া হয়েছিল । হাজার হাজার প্রার্থীকে হতাশ করেছে রাজ্য সরকার ।"

কলকাতা, 12 মার্চ : আগামী ছ'মাসের মধ্যে অশিক্ষক কর্মী নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৷ আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।

প্রায় দশ বছর হয়ে গেল, কয়েক হাজার অশিক্ষক কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন । কিন্তু তারপর আর সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি । মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট । অবশেষে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধ । তারপরই দশ বছর আগে হওয়া গ্রুপ D পরীক্ষার ফল প্রকাশের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন একাধিক প্রার্থী । সেই পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থ ।

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 2010 সালে এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়- অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে মাদ্রাসাগুলিতে । কয়েক লাখ পরীক্ষার্থী বসেছিলেন সেই পরীক্ষায় । 2010 সালে প্রথম পরীক্ষা হয়েছিল ৷ সেই পরীক্ষায় যাঁরা পাস করেছিলেন তাঁরা 2011 সালে লিখিত পরীক্ষায় বসেন । কিন্তু তারপর সেই পরীক্ষার ফলাফল আজও প্রকাশ করা হয় হয়নি । পরীক্ষার্থীরা একাধিকবার মাদ্রাসা সার্ভিস কমিশনকে জানিয়েছেন । কিন্তু কোনও পদক্ষেপ করেনি কর্তৃপক্ষ । শেষ পর্যন্ত বাধ্য হয়ে মহম্মদ হাবিল, নব গোপাল দত্ত, করিমুল হক সহ একাধিক প্রার্থী ফলাফল জানার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ।

সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, অসংখ্য পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৷ তাই তাঁদের মূল্যায়নের কাজ শেষ করা সম্ভব হয়নি । এই সমস্ত বক্তব্য শোনার পর বিচারপতি রাজশেখর মান্থ মাদ্রাসা সার্ভিস কমিশনকে আগামী ছ'মাসের মধ্যে সমস্ত পরীক্ষার্থীর মূল্যায়ন শেষ করে পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দিলেন । এ ব্যাপারে মামলাকারীদের তরফে আইনজীবী ফেরদৌস শামিম জানান," প্রায় দশ বছর হয়ে গেল পরীক্ষা নেওয়া হয়েছিল । হাজার হাজার প্রার্থীকে হতাশ করেছে রাজ্য সরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.