ETV Bharat / city

COVID Regulations : আজ থেকে কলকারখানা, তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে 100 শতাংশ কর্মী; শর্ত একটাই

আজ থেকে রাজ্যে লাগু হচ্ছে পরিবর্তিত কোভিড বিধি ৷ সোমবার নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, একশো শতাংশ টিকাকরণ হয়ে থাকলে আইটি সেক্টর এবং কল-কারখানাগুলি একশো শতাংশ কর্মী নিয়েই কাজ শুরু করতে পারে ৷ পাশাপাশি 50 শতাংশ মানুষকে প্রবেশের অনুমতি দিয়ে জাদুঘর, মিনার এবং বিনোদন পার্কগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ রাজ্যে 31 অগস্ট পর্যন্ত বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হলেও তার সঙ্গে এই নিয়মগুলি লাগু করা হল বলে রাজ্যের তরফে জানানো হয়েছে ৷

টিকাকরণ সম্পূর্ণ হলেই 100 শতাংশ কর্মী নিয়ে আইটি সেক্টর, কল-কারখানার অনুমতি রাজ্যে
টিকাকরণ সম্পূর্ণ হলেই 100 শতাংশ কর্মী নিয়ে আইটি সেক্টর, কল-কারখানার অনুমতি রাজ্যে
author img

By

Published : Aug 16, 2021, 10:38 PM IST

Updated : Aug 17, 2021, 6:04 AM IST

কলকাতা, 17 অগস্ট : করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সোমবার এই সংক্রান্ত বিধি-নিষেধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ সোমবার নবান্নের তরফে এনিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ৷ ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন থাকলে আইটি সেক্টর, কল-কারখানাগুলি 100 শতাংশ কর্মী নিয়ে কাজ চালু করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ আজ থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে ৷

এদিন রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা বিধি মেনে এবার থেকে সমস্ত জাদুঘর খোলা যাবে ৷ এএসআই (Archeological Survey Of India- ASI) নিয়ন্ত্রিত সমস্ত মনুমেন্ট এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনোদনমূলক পার্কগুলিও খুলে দেওয়া হবে । তবে সেখানে 50 শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন । এছাড়া আইটি সেক্টর, কারখানা, শিল্পাঞ্চল সমস্ত ক্ষেত্রেই এবার থেকে পুরোদমে কাজ চালানো যাবে । এতদিন সেখানে 100 শতাংশ কর্মীর উপস্থিতির আদেশ ছিল না । এখন সেই বিধি-নিষেধ তুলে নেওয়া হল । তবে 100 শতাংশ কর্মীর অনুমতি দিলেও নবান্ন জানিয়েছে, কাজে আসা সমস্ত কর্মীর টিকাকরণ সম্পূর্ণ হতে হবে । যথাযথ ভাবে কোভিডবিধি মেনে চলতে হবে । আজ অর্থাত্‍ 17 অগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন ।

যদিও করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা রয়েছে । এই নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সতর্ক ৷ ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে ৷ তার মধ্যেই এদিন বিধি-নিষেধ আরও খানিক শিথিল করে খুলে দেওয়ার হল জাদুঘর, মিনার এবং বিনোদন পার্কগুলি । নবান্নের এদিনের বিবৃতিতে জানানো হয়েছে, 13 অগস্ট রাজ্যের কোভিড বিধি-নিষেধের মেয়াদ 31 তারিখ পর্যন্ত বাড়ালেও আজ থেকে এই ক্ষেত্রগুলোকে ছাড় দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Corona Effect : করোনা আবহে ক্ষতির বোঝা কমাতে বিনোদন করে ছাড় কলকাতা পৌরনিগমের

কলকাতা, 17 অগস্ট : করোনা সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সোমবার এই সংক্রান্ত বিধি-নিষেধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ সোমবার নবান্নের তরফে এনিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ৷ ভ্যাকসিনেশনের কাজ সম্পন্ন থাকলে আইটি সেক্টর, কল-কারখানাগুলি 100 শতাংশ কর্মী নিয়ে কাজ চালু করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ আজ থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে ৷

এদিন রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা বিধি মেনে এবার থেকে সমস্ত জাদুঘর খোলা যাবে ৷ এএসআই (Archeological Survey Of India- ASI) নিয়ন্ত্রিত সমস্ত মনুমেন্ট এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিনোদনমূলক পার্কগুলিও খুলে দেওয়া হবে । তবে সেখানে 50 শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন । এছাড়া আইটি সেক্টর, কারখানা, শিল্পাঞ্চল সমস্ত ক্ষেত্রেই এবার থেকে পুরোদমে কাজ চালানো যাবে । এতদিন সেখানে 100 শতাংশ কর্মীর উপস্থিতির আদেশ ছিল না । এখন সেই বিধি-নিষেধ তুলে নেওয়া হল । তবে 100 শতাংশ কর্মীর অনুমতি দিলেও নবান্ন জানিয়েছে, কাজে আসা সমস্ত কর্মীর টিকাকরণ সম্পূর্ণ হতে হবে । যথাযথ ভাবে কোভিডবিধি মেনে চলতে হবে । আজ অর্থাত্‍ 17 অগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন ।

যদিও করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা রয়েছে । এই নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সতর্ক ৷ ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে ৷ তার মধ্যেই এদিন বিধি-নিষেধ আরও খানিক শিথিল করে খুলে দেওয়ার হল জাদুঘর, মিনার এবং বিনোদন পার্কগুলি । নবান্নের এদিনের বিবৃতিতে জানানো হয়েছে, 13 অগস্ট রাজ্যের কোভিড বিধি-নিষেধের মেয়াদ 31 তারিখ পর্যন্ত বাড়ালেও আজ থেকে এই ক্ষেত্রগুলোকে ছাড় দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Corona Effect : করোনা আবহে ক্ষতির বোঝা কমাতে বিনোদন করে ছাড় কলকাতা পৌরনিগমের

Last Updated : Aug 17, 2021, 6:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.