ETV Bharat / city

প্রোমোটারকে হুমকি, অস্ত্রসহ গ্রেপ্তার 2 BJP কর্মী - গ্রেপ্তার 2 BJP কর্মী

স্থানীয় এক প্রোমোটারকে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল সুরেশ সাউ ও অজয় পাল ৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ৷

ধৃত দুই BJP কর্মী
author img

By

Published : Aug 24, 2019, 11:54 AM IST

কলকাতা, 24 অগাস্ট : ট্যাংরা থানা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দুই BJP কর্মী ৷ ধৃতরা হল সুরেশ সাউ ও অজয় পাল ৷ ধৃতদের পরিবারের দাবি, BJP করার কারণেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক প্রোমোটারকে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল সুরেশ সাউ ও অজয় পাল ৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ৷

তবে ওই দুই যুবকের পরিবার ও স্থানীয়দের দাবি, "দোষ না করলেও সুরেশ ও অজয়কে পুলিশ তুলে নিয়ে গেছে ৷ আসলে, স্থানীয় তৃণমূল নেতা জীবন সাহা এখানে কাউকেই BJP করতে দেবেন না ৷ যেহেতু BJP করি, তাই আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে ৷" এই বিষয়ে জীবনবাবুকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন : ট্যাংরায় জোড়া খুন : রক্তমাখা বালতি ঘিরে দানা বাঁধছে রহস্য

রাজ্য নেতৃত্বের অভিযোগ, BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হচ্ছে । যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করছে, আইন আইনের পথে চলবে । কেউ দোষ করলে তাকে গ্রেপ্তার করা হবে ।

কলকাতা, 24 অগাস্ট : ট্যাংরা থানা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দুই BJP কর্মী ৷ ধৃতরা হল সুরেশ সাউ ও অজয় পাল ৷ ধৃতদের পরিবারের দাবি, BJP করার কারণেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক প্রোমোটারকে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল সুরেশ সাউ ও অজয় পাল ৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ৷

তবে ওই দুই যুবকের পরিবার ও স্থানীয়দের দাবি, "দোষ না করলেও সুরেশ ও অজয়কে পুলিশ তুলে নিয়ে গেছে ৷ আসলে, স্থানীয় তৃণমূল নেতা জীবন সাহা এখানে কাউকেই BJP করতে দেবেন না ৷ যেহেতু BJP করি, তাই আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে ৷" এই বিষয়ে জীবনবাবুকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।

আরও পড়ুন : ট্যাংরায় জোড়া খুন : রক্তমাখা বালতি ঘিরে দানা বাঁধছে রহস্য

রাজ্য নেতৃত্বের অভিযোগ, BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হচ্ছে । যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করছে, আইন আইনের পথে চলবে । কেউ দোষ করলে তাকে গ্রেপ্তার করা হবে ।

Intro:কলকাতা, ২৩ অগাস্ট: ট্যাংরায়
দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। তাদের কাছে অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও ওই দুজনের পরিবারের দাবি, শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
Body:বিজেপি করলেই করা হচ্ছে গ্রেপ্তার। কখনো মাদক, কখনো আবার অস্ত্র আইনে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে কর্মীদের। বিজেপি রাজ্য নেতাদের এই অভিযোগ দীর্ঘদিনের। মুকুল রায়, দিলীপ ঘোষ এমন অভিযোগ এনেছেন বহুবার। এমনকি দিন কয়েক আগে মুকুল প্রতারণার একটি মামলায় সমল পাওয়ার পর মন্তব্য করেছিলেন, “ পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। যেমন ভাবে বিজেপি করলেই অস্ত্র কিংবা মাদক আইনে গ্রেপ্তার করা হচ্ছে কর্মীদের।" তবে পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক প্রমোটারকে হুমকি দিচ্ছিল ট্যাংরার সুরেশ সাউ এবং অজয় পাল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে উদ্ধার হয়েছে অস্ত্র।
Conclusion:তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং ওই দুজনের পরিবারের লোকজনের দাবি, কোন দোষ না করেই ওই দুজনকে তুলে নিয়ে গেছে পুলিশ। আসলে তৃণমূল নেতা জীবন সাহা এখানে কাউকেই বিজেপি করতে দেবে না। আমরা যেহেতু বিজেপি করি তাই ফাঁসানোর চেষ্টা চলছে। এ বিষয়ে জীবনপুর কোনও মন্তব্য পাওয়া যায়নি। বেজে গেছে তার ফোন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.