কলকাতা, 24 অগাস্ট : ট্যাংরা থানা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দুই BJP কর্মী ৷ ধৃতরা হল সুরেশ সাউ ও অজয় পাল ৷ ধৃতদের পরিবারের দাবি, BJP করার কারণেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক প্রোমোটারকে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিল সুরেশ সাউ ও অজয় পাল ৷ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ৷
তবে ওই দুই যুবকের পরিবার ও স্থানীয়দের দাবি, "দোষ না করলেও সুরেশ ও অজয়কে পুলিশ তুলে নিয়ে গেছে ৷ আসলে, স্থানীয় তৃণমূল নেতা জীবন সাহা এখানে কাউকেই BJP করতে দেবেন না ৷ যেহেতু BJP করি, তাই আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে ৷" এই বিষয়ে জীবনবাবুকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ।
আরও পড়ুন : ট্যাংরায় জোড়া খুন : রক্তমাখা বালতি ঘিরে দানা বাঁধছে রহস্য
রাজ্য নেতৃত্বের অভিযোগ, BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হচ্ছে । যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করছে, আইন আইনের পথে চলবে । কেউ দোষ করলে তাকে গ্রেপ্তার করা হবে ।