কলকাতা, 31 ডিসেম্বর : বর্ষশেষে শীতের আমেজ রাজ্যজুড়ে । তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও স্বাভাবিকের নিচেই রয়েছে পারদ। বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, তিন ও চার জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং পার্বত্য এলাকায় । তারপর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তবে ভাটা পড়বে না শীতের আমেজে। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজায় থাকবে শীতের আমেজ । পাশাপাশি উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বুধবার বর্ষবরণের দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দুই ও তিন তারিখ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পেলেও তা খুব বেশি হবে না । আগামী 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 53 শতাংশ। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
আজ সর্বনিম্ন তাপমাত্রা
- কোচবিহার 6.6 ডিগ্রি সেলসিয়াস
- দার্জিলিং 5.2 ডিগ্রি সেলসিয়াস
- জলপাইগুড়ি 8.6 ডিগ্রি সেলসিয়াস
- কালিংপং 4 ডিগ্রি সেলসিয়াস
- মালদা 10.1 ডিগ্রি সেলসিয়াস
- শিলিগুড়ি 4.8 ডিগ্রি সেলসিয়াস
- বালুরঘাট 10.2 ডিগ্রি সেলসিয়াস
- আসানসোল 9.1 ডিগ্রি সেলসিয়াস
- হুগলি 10 ডিগ্রি সেলসিয়াস
- বাঁকুড়া 9.5 ডিগ্রি সেলসিয়াস
- ব্যারাকপুর 9.8 ডিগ্রি সেলসিয়াস
- বহরমপুর 10.2 ডিগ্রি সেলসিয়াস
- বর্ধমান 10 ডিগ্রি সেলসিয়াস
- ক্যানিং 12 ডিগ্রি সেলসিয়াস
- কাঁথি 9 ডিগ্রি সেলসিয়াস
- ডায়মন হারবার 11 ডিগ্রি সেলসিয়াস
- দীঘা 10.2 ডিগ্রি সেলসিয়াস
- দমদম 11.5 ডিগ্রি সেলসিয়াস
- কলাইকুন্ডা 9.6 ডিগ্রি সেলসিয়াস
- কলকাতা 11.6 ডিগ্রি সেলসিয়াস
- কৃষ্ণনগর 8 ডিগ্রি সেলসিয়াস
- মেদিনীপুর 10.5 ডিগ্রি সেলসিয়াস
- পানাগর 7.9 ডিগ্রি সেলসিয়াস
- পুরুলিয়া 7.2 ডিগ্রি সেলসিয়াস
- সল্টলেক 12.8 ডিগ্রি সেলসিয়াস
- শ্রীনিকেতন 7 ডিগ্রি সেলসিয়াস
- উলুবেড়িয়া 11.6 ডিগ্রি সেলসিয়াস