ETV Bharat / city

Rakesh Asthana: পশ্চিমবঙ্গের রাজভবনে কি এবার রাকেশ আস্থানা ? বাড়ছে জল্পনা

পশ্চিমবঙ্গের পরবর্তী স্থায়ী রাজ্যপাল (Governor of West Bengal) কি হতে চলেছেন রাকেশ আস্থানা (Rakesh Asthana)? এই নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা ৷

author img

By

Published : Aug 10, 2022, 1:08 PM IST

Will Rakesh Asthana be the next Governor of West Bengal
পশ্চিমবঙ্গের রাজভবনে কি এবার রাকেশ আস্থানা ? বাড়ছে জল্পনা

কলকাতা, 10 অগস্ট: পশ্চিমবঙ্গের রাজভবনের (Governor of West Bengal) পরবর্তী স্থায়ী বাসিন্দা হবেন কে ? তা নিয়ে বাড়ছে জল্পনা । অতীতে একাধিক নাম শোনা গেলেও এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে একটি নাম ৷ তিনি আর কেউ নন ৷ সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর এবং দিল্লি পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ আস্থানা (Rakesh Asthana)। পশ্চিমবঙ্গে কাকে রাজ্যপাল করা হবে, তা নিয়ে যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সব ঠিক হওয়ার কথা । কিন্তু অতীতে জগদীপ ধনকড়ের সময়ে যেমনটি হয়েছে, এ বারও যে তা হবে না তার কোনও নিশ্চয়তা নেই । আর সেই জায়গা থেকেই যতদূর জানা যাচ্ছে, অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত এই আইপিএসকে আগামীতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে বেছে নিতে পারে কেন্দ্রীয় সরকার ।

1984 ব্যাচের আইপিএস অফিসার রাকেশ আস্থানা (West Bengal Governor) নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন । 2002 সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের মতো কিছু গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তের দায়িত্বে অফিসার হিসেবে তিনিই নিযুক্ত ছিলেন । আবার 1997 সালে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে তিনি গ্রেফতার করেছিলেন । এ হেন একজন অফিসার যিনি অমিত শাহের খুব আস্থাভাজন বলে পরিচিত । সূত্রের খবর, এ বার সেই আস্থাভাজন অফিসারকেই রাজ্যপালের পদে এনে সরকারের জন্য মুশকিল বাড়াতে চাইছে কেন্দ্র ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে লা গণেশনের শপথ

সাম্প্রতিক অতীতে জগদীপ ধনকড় এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল তা সকলেরই জানা । পদে পদে কাজ করতে গিয়ে রাজভবনের বাধার মুখে পড়তে হচ্ছিল রাজ্য সরকারকে । রাকেশ আস্থানা যদি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন, সে ক্ষেত্রে আবার রাজ্য এবং রাজভবনের সংঘাতের ছবি যে ফিরতে চলেছে, তা এখন থেকেই আন্দাজ করতে পারছে রাজনৈতিক মহল । এখন দেখার, শেষ পর্যন্ত রাকেশ আস্থানাকেই কেন্দ্র দায়িত্ব দিয়ে পাঠায় নাকি অন্য কাউকে রাজ্যপালের দায়িত্ব দেয় ।

কলকাতা, 10 অগস্ট: পশ্চিমবঙ্গের রাজভবনের (Governor of West Bengal) পরবর্তী স্থায়ী বাসিন্দা হবেন কে ? তা নিয়ে বাড়ছে জল্পনা । অতীতে একাধিক নাম শোনা গেলেও এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে একটি নাম ৷ তিনি আর কেউ নন ৷ সিবিআই-এর প্রাক্তন স্পেশাল ডিরেক্টর এবং দিল্লি পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ আস্থানা (Rakesh Asthana)। পশ্চিমবঙ্গে কাকে রাজ্যপাল করা হবে, তা নিয়ে যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সব ঠিক হওয়ার কথা । কিন্তু অতীতে জগদীপ ধনকড়ের সময়ে যেমনটি হয়েছে, এ বারও যে তা হবে না তার কোনও নিশ্চয়তা নেই । আর সেই জায়গা থেকেই যতদূর জানা যাচ্ছে, অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত এই আইপিএসকে আগামীতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে বেছে নিতে পারে কেন্দ্রীয় সরকার ।

1984 ব্যাচের আইপিএস অফিসার রাকেশ আস্থানা (West Bengal Governor) নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন । 2002 সালে গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের মতো কিছু গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তের দায়িত্বে অফিসার হিসেবে তিনিই নিযুক্ত ছিলেন । আবার 1997 সালে বিহারের পশু খাদ্য কেলেঙ্কারিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে তিনি গ্রেফতার করেছিলেন । এ হেন একজন অফিসার যিনি অমিত শাহের খুব আস্থাভাজন বলে পরিচিত । সূত্রের খবর, এ বার সেই আস্থাভাজন অফিসারকেই রাজ্যপালের পদে এনে সরকারের জন্য মুশকিল বাড়াতে চাইছে কেন্দ্র ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে লা গণেশনের শপথ

সাম্প্রতিক অতীতে জগদীপ ধনকড় এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল তা সকলেরই জানা । পদে পদে কাজ করতে গিয়ে রাজভবনের বাধার মুখে পড়তে হচ্ছিল রাজ্য সরকারকে । রাকেশ আস্থানা যদি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন, সে ক্ষেত্রে আবার রাজ্য এবং রাজভবনের সংঘাতের ছবি যে ফিরতে চলেছে, তা এখন থেকেই আন্দাজ করতে পারছে রাজনৈতিক মহল । এখন দেখার, শেষ পর্যন্ত রাকেশ আস্থানাকেই কেন্দ্র দায়িত্ব দিয়ে পাঠায় নাকি অন্য কাউকে রাজ্যপালের দায়িত্ব দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.