ETV Bharat / city

মারতে এলে যোগ্য জবাব দেব, হুঁশিয়ারি দিলীপ ঘোষের - BJP Jan Samvaad Rally

BJP -র অভিযোগ, খেজুরি ব্লকে দলের জেলা সম্পাদক পবিত্র দাসকে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে । সেই প্রসঙ্গেই আজ রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 28, 2020, 8:59 PM IST

কলকাতা, 28 জুন : "যদি BJP-র কার্যকর্তাদের কেউ মারতে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া বুদ্ধিমানের কাজ নয় । যোগ্য জবাব আমরাও দেব ।" আজ দলীয় কর্মী খুন প্রসঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিকে আজই খেজুরিতে BJP-র জেলা সম্পাদক পবিত্র দাসকে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা গুলি করে বলে অভিযোগ । তাঁকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, "নবান্নে সর্বদল বৈঠকে মুখ্যসচিব 10 হাজার বেড আছে বলে জানান । কিন্তু সঠিক তথ্য দিতে পারেননি । 5 হাজার রোগীর মধ্যে 2 হাজার বেড ভরতি । বাকি রোগীরা কোথায় আছে, মুখ্যসচিব এর কোনও হিসাব দিতে পারেনি । কেউ কেউ বাড়িতে আছে, কেউ বেসরকারি হাসপাতালে আছে । কোথায় কত রোগী আছে, কেউ কোনও হিসাব দিতে পারেনি । কিন্তু প্রতিদিনই সংক্রমণ বাড়ছে । রাজ্য সরকার কিছুই ব্যবস্থা নিতে পারেনি ।"

কী বলছেন দিলীপ ঘোষ ?
তিনি আরও বলেন , "নবান্নের সর্বদল বৈঠকে আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনার দলের লোকেরা কেন কোরোনাতে আক্রান্ত হচ্ছে ? কারণ আপনার দলের লোকেরা কেউ লকডাউন মানেননি । নিজে তো কোরোনাতে আক্রান্ত হয়েছেই, সঙ্গে সেই রোগ ছড়িয়েছেও ।"

বেসরকারি বাস প্রসঙ্গে তিনি বলেন, "বাস মালিকদের সঙ্গে বসে ভাড়ার বিষয়ে সরকারের আলোচনা করা দরকার । কিন্তু রাজ্য সরকার একতরফা সিদ্ধান্ত নিচ্ছে । বাস মালিকদের মাসে 15 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা হচ্ছে । এতে বাস মালিকরা রাজি নয় । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার ।"

আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে । এই প্রসঙ্গে তিনি বলেন, "তৃণমূল বলেই এত দুর্নীতি সম্ভব । এই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে । একের পর এক জেলায় তৃণমূলের নেতা ও মন্ত্রীর নাম সামনে আসছে । মুখ্যমন্ত্রী কী এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ? রাজ্যের মন্ত্রীদের দোষ ঢাকতে আমলাদের ঢাল করা হচ্ছে । খাদ্যমন্ত্রীকে না সরিয়ে খাদ্যসচিবকে সরিয়ে দেওয়া হল । এমনকী প্রাক্তন মেয়র সাত দিন ধরে কলকাতায় বসে আছে । পৌরমন্ত্রীর ব্যর্থতায় পৌর কমিশনারকে সরিয়ে দেওয়া হল । আর আমফান কাণ্ডে মুখ্যমন্ত্রী তাঁর দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কি কিছু ব্যবস্থা নেবেন ? সেটাই প্রশ্নচিহ্ন তৈরি করেছে ।"

কলকাতা, 28 জুন : "যদি BJP-র কার্যকর্তাদের কেউ মারতে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া বুদ্ধিমানের কাজ নয় । যোগ্য জবাব আমরাও দেব ।" আজ দলীয় কর্মী খুন প্রসঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এদিকে আজই খেজুরিতে BJP-র জেলা সম্পাদক পবিত্র দাসকে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা গুলি করে বলে অভিযোগ । তাঁকে জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ সাংবাদিক বৈঠকে দিলীপবাবু বলেন, "নবান্নে সর্বদল বৈঠকে মুখ্যসচিব 10 হাজার বেড আছে বলে জানান । কিন্তু সঠিক তথ্য দিতে পারেননি । 5 হাজার রোগীর মধ্যে 2 হাজার বেড ভরতি । বাকি রোগীরা কোথায় আছে, মুখ্যসচিব এর কোনও হিসাব দিতে পারেনি । কেউ কেউ বাড়িতে আছে, কেউ বেসরকারি হাসপাতালে আছে । কোথায় কত রোগী আছে, কেউ কোনও হিসাব দিতে পারেনি । কিন্তু প্রতিদিনই সংক্রমণ বাড়ছে । রাজ্য সরকার কিছুই ব্যবস্থা নিতে পারেনি ।"

কী বলছেন দিলীপ ঘোষ ?
তিনি আরও বলেন , "নবান্নের সর্বদল বৈঠকে আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনার দলের লোকেরা কেন কোরোনাতে আক্রান্ত হচ্ছে ? কারণ আপনার দলের লোকেরা কেউ লকডাউন মানেননি । নিজে তো কোরোনাতে আক্রান্ত হয়েছেই, সঙ্গে সেই রোগ ছড়িয়েছেও ।"

বেসরকারি বাস প্রসঙ্গে তিনি বলেন, "বাস মালিকদের সঙ্গে বসে ভাড়ার বিষয়ে সরকারের আলোচনা করা দরকার । কিন্তু রাজ্য সরকার একতরফা সিদ্ধান্ত নিচ্ছে । বাস মালিকদের মাসে 15 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা হচ্ছে । এতে বাস মালিকরা রাজি নয় । বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার ।"

আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে । এই প্রসঙ্গে তিনি বলেন, "তৃণমূল বলেই এত দুর্নীতি সম্ভব । এই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে । একের পর এক জেলায় তৃণমূলের নেতা ও মন্ত্রীর নাম সামনে আসছে । মুখ্যমন্ত্রী কী এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ? রাজ্যের মন্ত্রীদের দোষ ঢাকতে আমলাদের ঢাল করা হচ্ছে । খাদ্যমন্ত্রীকে না সরিয়ে খাদ্যসচিবকে সরিয়ে দেওয়া হল । এমনকী প্রাক্তন মেয়র সাত দিন ধরে কলকাতায় বসে আছে । পৌরমন্ত্রীর ব্যর্থতায় পৌর কমিশনারকে সরিয়ে দেওয়া হল । আর আমফান কাণ্ডে মুখ্যমন্ত্রী তাঁর দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে কি কিছু ব্যবস্থা নেবেন ? সেটাই প্রশ্নচিহ্ন তৈরি করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.